এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন সাইফ-কারিনা। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।
এদিন করণ জোহরকে অভিনেত্রী বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? তা নাহলে আজকালকার দিনে লিভ ইন অনেকেই করেন। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’
বর্তমানে সাইফ এবং কারিনার দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির। দিওয়ালির রাতে পুরো পরিবারকে নিয়ে ছবি পোস্ট করেন কারিনা।
উল্লেখ্য, এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
এগারো বছরের সংসার সাইফ-কারিনার। পাঁচ বছরের লিভ ইন সম্পর্কের পর ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে নবাব পত্নী কারিনা কেন সাইফ আলিকে খানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা এত দিন পর ফাঁস করলেন। কফি উইথ করণে এসে জানালেন সে কারণ।
২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে প্রায় পাঁচ বছর লিভ ইনে ছিলেন সাইফ-কারিনা। তারপর কেন বিয়ে করেন সেটাই এত বছর পর খোলসা করলেন অভিনেত্রী।
এদিন করণ জোহরকে অভিনেত্রী বলেন, ‘আজকাল লোকজন বিয়ে করেন সন্তান নেওয়ার জন্য তাই না? তা নাহলে আজকালকার দিনে লিভ ইন অনেকেই করেন। আমি আর সাইফ পাঁচ বছর একসঙ্গে থেকেছি। তারপর আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমরা সন্তান নিতে চেয়েছিলাম।’
বর্তমানে সাইফ এবং কারিনার দুটি সন্তান জেহ এবং তৈমুর। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের। এরপর ২০২১ সালে আসে তাঁদের দ্বিতীয় সন্তান জেহ ওরফে জাহাঙ্গির। দিওয়ালির রাতে পুরো পরিবারকে নিয়ে ছবি পোস্ট করেন কারিনা।
উল্লেখ্য, এর আগে সাইফ-এর প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে আরও দুটি সন্তান রয়েছে।
এ বছরের ২ মে ঢাকার ইউনাইটেড কনভেনশনে আয়োজিত কনসার্টে পারফর্ম করার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতের। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের ওই কনসার্টের আয়োজন করেছিল অ্যাসেন বাজ।
২ ঘণ্টা আগেএ বছরের অন্যান্য চলচ্চিত্র উৎসবের মতো সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসরেও গুরুত্ব পেল রাজনৈতিক প্রসঙ্গ। স্পেনে ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হয়েছে গতকাল। এতে প্রদর্শিত হয় অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’।
২ ঘণ্টা আগেদর্শক হিসেবে আঞ্চলিক ভাষার গল্পই সবচেয়ে বেশি পছন্দ পঙ্কজ ত্রিপাঠির। গ্রামীণ জীবনযাপন আর সংকট যেসব গল্পে উঠে আসে, সেগুলো মন দিয়ে দেখেন। পঙ্কজ জানালেন নিজের পছন্দের সিনেমা ও সিরিজের কথা, এর মধ্যে একটি তাঁর অভিনীত সিরিজ।
৩ ঘণ্টা আগেএ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
১৯ ঘণ্টা আগে