আগস্টে শুরু হচ্ছে ‘বিগ বস সিজন ১৫’। তবে সেটি টিভিতে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ভূত-এ। সেই শোর নাম হতে চলেছে ‘বিগ বস ওটিটি’। ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিভিশনে সম্প্রচার শুরু হবে। টেলিভিশনে সম্প্রচারের শুরু থেকেই আবার সালমান খানকে দেখা যাবে। ‘বিগ বস ওটিটি’তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। এখানে সাধারণ দর্শকেরা প্রতিযোগী হিসেবে অংশ নেবে, এই সময় শোর সঞ্চালক হিসেবে সালমান খানের পরিবর্তে থাকবেন টিভি অভিনেত্রী দিব্যা আগারওয়াল।
‘বিগ বস ওটিটি’তে দর্শকেরা ভোট দিয়ে নির্বাচন করতে পারবে কারা প্রবেশ করবে বিগ বসের ঘরে। সব মিলিয়ে ছয় থেকে সাতজন সাধারণ দর্শককে সুযোগ দেওয়া হবে বিগ বসের ঘরে প্রবেশ করে মূল শোতে যোগ দেওয়ার।
তারকা প্রতিযোগীদের মধ্যে আসন্ন সিজনে কাদের দেখা যাবে সেই নিয়েও কম আলোচনা চলছে না। ভারতীয় গণমাধ্যম বলছে, অনুশা দাণ্ডেকর, দিশা বাকানি, পার্থ স্যামথান, ক্রুষ্ণা অভিষেক, মোহসিন খানের মতো টিভি অভিনেতাদের দেখা যাবে বিগ বস সিজন ১৫-তে।
অন্যদিকে আগস্টে সালমান খান ব্যস্ত থাকবেন ‘টাইগার ৩’ শুটিং নিয়ে। গ্রিস, স্পেন, ফ্রান্সের মতো ইউরোপের বিভিন্ন দেশে এই ছবির শুটিং হবে। টানা দুই সপ্তাহ এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সালমান।
আগস্টে শুরু হচ্ছে ‘বিগ বস সিজন ১৫’। তবে সেটি টিভিতে নয়, দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ভূত-এ। সেই শোর নাম হতে চলেছে ‘বিগ বস ওটিটি’। ছয় সপ্তাহ ওটিটি প্ল্যাটফর্মে চলার পর তা টেলিভিশনে সম্প্রচার শুরু হবে। টেলিভিশনে সম্প্রচারের শুরু থেকেই আবার সালমান খানকে দেখা যাবে। ‘বিগ বস ওটিটি’তে থাকছে ‘জনতা ফ্যাক্টর’। এখানে সাধারণ দর্শকেরা প্রতিযোগী হিসেবে অংশ নেবে, এই সময় শোর সঞ্চালক হিসেবে সালমান খানের পরিবর্তে থাকবেন টিভি অভিনেত্রী দিব্যা আগারওয়াল।
‘বিগ বস ওটিটি’তে দর্শকেরা ভোট দিয়ে নির্বাচন করতে পারবে কারা প্রবেশ করবে বিগ বসের ঘরে। সব মিলিয়ে ছয় থেকে সাতজন সাধারণ দর্শককে সুযোগ দেওয়া হবে বিগ বসের ঘরে প্রবেশ করে মূল শোতে যোগ দেওয়ার।
তারকা প্রতিযোগীদের মধ্যে আসন্ন সিজনে কাদের দেখা যাবে সেই নিয়েও কম আলোচনা চলছে না। ভারতীয় গণমাধ্যম বলছে, অনুশা দাণ্ডেকর, দিশা বাকানি, পার্থ স্যামথান, ক্রুষ্ণা অভিষেক, মোহসিন খানের মতো টিভি অভিনেতাদের দেখা যাবে বিগ বস সিজন ১৫-তে।
অন্যদিকে আগস্টে সালমান খান ব্যস্ত থাকবেন ‘টাইগার ৩’ শুটিং নিয়ে। গ্রিস, স্পেন, ফ্রান্সের মতো ইউরোপের বিভিন্ন দেশে এই ছবির শুটিং হবে। টানা দুই সপ্তাহ এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন সালমান।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে