পাঠানের সাফল্য শুধু ভারতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঝামেলা পাকালেন হলিউডের এক চলচ্চিত্র সমালোচক। পাঠান নিয়ে লেখা নিবন্ধে তিনি শাহরুখ খানকে ‘ভারতের টম ক্রুজ’ বলেছেন। আর এতেই চরম খেপেছেন বলিউড বাদশার ভক্তরা।
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক স্কট মেন্ডেলসন তাঁর নিবন্ধটি টুইটারে শেয়ার করে শিরোনামে লিখেছেন, ‘ভারতের টম ক্রুজ শাহরুখ খান ব্লকবাস্টার “পাঠান” দিয়ে বলিউডকে বাঁচিয়ে দিলেন।’ এ ধরনের শিরোনামের সেই প্রতিবেদন শেয়ার করতেই ক্ষোভ প্রকাশ করেন শাহরুখভক্তরা। তাঁদের দাবি, এভাবে তুলনা করে শাহরুখকে ছোট করার চেষ্টা করা হয়েছে।
পূজা তালওয়ার নামের একজন মন্তব্য করে লেখেন, ‘শাহরুখ শাহরুখই। তিনি ভারতের টম ক্রুজ নন। বরং তিনি আমাদের জাতীয় গর্ব। সিনেমার বাইরেও তিনি একজন মানুষ।’ আরিত্র নামে একজন মন্তব্য করে লেখেন, ‘টম ক্রুজ অতুলনীয়, শাহরুখ খানও তেমনি! দুজনেই তাঁদের নিজস্ব জায়গায় রাজা। তাই কাউকে অসম্মান করবেন না।’
মন্তব্যে বেশির ভাগ মানুষই এ দুই অভিনেতার তুলনা পছন্দ করেননি। টম ক্রুজকে নিয়ে আসলে এখানে কারও সমস্যা নেই, তবে শিরোনামে শাহরুখের নামের আগে এমন বিশেষণকে অসম্মান হিসেবেই নিলেন ভারতীয়রা। তাঁদের কাছে দুজন অভিনেতাই নিজেদের জায়গায় সেরা।
‘পাঠান’ দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বিতর্ক, বর্জন—কোনো কিছুই ‘পাঠান’-এর অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখন পর্যন্ত সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই। সিনেমাটির অনুরাগীদের মুখে শাহরুখের দারুণ অভিনয়ের পাশাপাশি দীপিকা আর জন আব্রাহামেরও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা হচ্ছে।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি পাঠান নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বর্জনের ডাক দেওয়া হয়। পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে সনাতন ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।
পাঠানের সাফল্য শুধু ভারতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। ঝামেলা পাকালেন হলিউডের এক চলচ্চিত্র সমালোচক। পাঠান নিয়ে লেখা নিবন্ধে তিনি শাহরুখ খানকে ‘ভারতের টম ক্রুজ’ বলেছেন। আর এতেই চরম খেপেছেন বলিউড বাদশার ভক্তরা।
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক স্কট মেন্ডেলসন তাঁর নিবন্ধটি টুইটারে শেয়ার করে শিরোনামে লিখেছেন, ‘ভারতের টম ক্রুজ শাহরুখ খান ব্লকবাস্টার “পাঠান” দিয়ে বলিউডকে বাঁচিয়ে দিলেন।’ এ ধরনের শিরোনামের সেই প্রতিবেদন শেয়ার করতেই ক্ষোভ প্রকাশ করেন শাহরুখভক্তরা। তাঁদের দাবি, এভাবে তুলনা করে শাহরুখকে ছোট করার চেষ্টা করা হয়েছে।
পূজা তালওয়ার নামের একজন মন্তব্য করে লেখেন, ‘শাহরুখ শাহরুখই। তিনি ভারতের টম ক্রুজ নন। বরং তিনি আমাদের জাতীয় গর্ব। সিনেমার বাইরেও তিনি একজন মানুষ।’ আরিত্র নামে একজন মন্তব্য করে লেখেন, ‘টম ক্রুজ অতুলনীয়, শাহরুখ খানও তেমনি! দুজনেই তাঁদের নিজস্ব জায়গায় রাজা। তাই কাউকে অসম্মান করবেন না।’
মন্তব্যে বেশির ভাগ মানুষই এ দুই অভিনেতার তুলনা পছন্দ করেননি। টম ক্রুজকে নিয়ে আসলে এখানে কারও সমস্যা নেই, তবে শিরোনামে শাহরুখের নামের আগে এমন বিশেষণকে অসম্মান হিসেবেই নিলেন ভারতীয়রা। তাঁদের কাছে দুজন অভিনেতাই নিজেদের জায়গায় সেরা।
‘পাঠান’ দিয়েই চার বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বিতর্ক, বর্জন—কোনো কিছুই ‘পাঠান’-এর অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখন পর্যন্ত সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই। সিনেমাটির অনুরাগীদের মুখে শাহরুখের দারুণ অভিনয়ের পাশাপাশি দীপিকা আর জন আব্রাহামেরও দুর্দান্ত অভিনয়ের প্রশংসা হচ্ছে।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি পাঠান নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বর্জনের ডাক দেওয়া হয়। পাঠান ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে সনাতন ধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বর্জনের ডাকও দেওয়া হয়।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে