‘রিস্টার্ট’ অর্থাৎ সব ঝেড়ে ফেলে আবার শুরু। যতবারই হোঁচট খাওয়া, হেরে যাওয়া, ততবারই রিস্টার্ট। এই থিমে দাঁড়িয়ে আছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার গল্প। তরুণ মনোজের আইপিএস অফিসার হয়ে ওঠার জীবনকাহিনি অবলম্বনে সিনেমাটি তৈরি করেন বিধু বিনোদ চোপড়া। বড় পর্দায় মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল এই ছবিটি। তবে ওটিটিতে মুক্তির পর তি বাড়তে থাকে ব্যাপক আকারে। সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে চীনে। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানান মনোজ চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি নতুন সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, চীনে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর সেখানে মুক্তির সময় সহ অভিনেতা মেধা শঙ্করসহ সেখানে যেতে পারেন তিনি। অভিনেতা বলেন, ‘এটা নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি সত্যিই উচ্ছ্বসিত কারণ অনেক দিন পর এমন একটা কিছু ঘটছে।’
বিক্রান্ত আরও জানিয়েছেন, চীনে মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন নির্মাতারা। ছবিটি চীনে ২০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাবে। তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই এই নিয়ে কাজ হচ্ছে। তবে অবশেষে খবরটা প্রকাশ্যে এল। এখন সকলেই জেনে গেছেন চীনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। চীনে হিন্দি সিনেমা বা ভারতীয় সিনেমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রায় ২০ হাজার স্ক্রিন পেয়েছে সিনেমাটি।’
উল্লেখ্য, হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমায়। ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তিতে। অবিশ্বাস্য হলেও সত্যি, টুয়েলভথ ফেলের ২৬০টির বেশি চিত্রনাট্য লিখেছেন বিধু বিনোদ চোপড়া। বিক্রান্ত ম্যাসি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মেধা শঙ্কর।
‘রিস্টার্ট’ অর্থাৎ সব ঝেড়ে ফেলে আবার শুরু। যতবারই হোঁচট খাওয়া, হেরে যাওয়া, ততবারই রিস্টার্ট। এই থিমে দাঁড়িয়ে আছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার গল্প। তরুণ মনোজের আইপিএস অফিসার হয়ে ওঠার জীবনকাহিনি অবলম্বনে সিনেমাটি তৈরি করেন বিধু বিনোদ চোপড়া। বড় পর্দায় মুক্তির পর সাড়া ফেলে দিয়েছিল এই ছবিটি। তবে ওটিটিতে মুক্তির পর তি বাড়তে থাকে ব্যাপক আকারে। সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে চীনে। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানান মনোজ চরিত্রে অভিনয় করা বিক্রান্ত ম্যাসি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি নতুন সাক্ষাৎকারে বিক্রান্ত জানিয়েছেন, চীনে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। আর সেখানে মুক্তির সময় সহ অভিনেতা মেধা শঙ্করসহ সেখানে যেতে পারেন তিনি। অভিনেতা বলেন, ‘এটা নিয়ে কথা বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে আমি সত্যিই উচ্ছ্বসিত কারণ অনেক দিন পর এমন একটা কিছু ঘটছে।’
বিক্রান্ত আরও জানিয়েছেন, চীনে মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছেন নির্মাতারা। ছবিটি চীনে ২০ হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পাবে। তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই এই নিয়ে কাজ হচ্ছে। তবে অবশেষে খবরটা প্রকাশ্যে এল। এখন সকলেই জেনে গেছেন চীনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। চীনে হিন্দি সিনেমা বা ভারতীয় সিনেমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। প্রায় ২০ হাজার স্ক্রিন পেয়েছে সিনেমাটি।’
উল্লেখ্য, হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমায়। ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তিতে। অবিশ্বাস্য হলেও সত্যি, টুয়েলভথ ফেলের ২৬০টির বেশি চিত্রনাট্য লিখেছেন বিধু বিনোদ চোপড়া। বিক্রান্ত ম্যাসি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মেধা শঙ্কর।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৬ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৬ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৬ ঘণ্টা আগে