অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ‘হাউসফুল’। তবে হলে গিয়ে দেখা যায় উল্টো চিত্র—ফাঁকা পড়ে আছে বেশিরভাগ আসন। সিনেমার প্রচারে এটাও এক অভিনব পন্থা। অনেক প্রযোজকই নিজেরাই টিকিট কিনে সিনেমা হাউসফুল হয়েছে বলে প্রচার করেন। এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে এমন টিকিট কারসাজির অভিযোগ এনেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার।
তাঁর দাবি, আলিয়া অভিনীত ‘জিগরা’ সিনেমার ভুয়া কালেকশন দেখানোর জন্য আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনেছেন। প্রচার করেছেন হাউসফুল বলে। অথচ হলে গিয়ে দিব্যা দেখেছেন, থিয়েটার একেবারে ফাঁকা।
জিগরা মুক্তি পেয়েছে গত ১১ অক্টোবর। মুক্তির পর হাউজফুল যাচ্ছে সিনেমার শো, এমন দাবি করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। উল্টোদিকে দিব্যা খোসলা কুমারের দাবি, পুরোটাই নাকি সাজানো। শনিবার দিব্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিগরা দেখার জন্য সিটি মল পিভিআরে গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা। প্রায় সব আসন খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক জিগরা আছে। নিজেই টিকেট কিনে ভুয়া কালেকশন দেখাচ্ছে।’
দিব্যার এমন পোস্টের বিপরীতে কোনো জবাব দেননি জিগরার অভিনেত্রী ও প্রযোজক আলিয়া। দিব্যা টিকিট কারসাজির অভিযোগ করলেও বক্স অফিসে স্বস্তিতে নেই জিগরা। মুক্তির প্রথম দুই দিনে মাত্র ১১ কোটি রুপি আয় করেছে ৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
ভাইকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে এক বোনের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প দেখানো হয়েছে জিগরা সিনেমায়। বানিয়েছেন ভাসান বালা। মুক্তির পর অনেকে জিগরার সঙ্গে দিব্যা অভিনীত ‘সাভি’ সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। গত মে মাসে মুক্তি পাওয়া সাভির গল্পে দেখা গেছে, ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প।
অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় ‘হাউসফুল’। তবে হলে গিয়ে দেখা যায় উল্টো চিত্র—ফাঁকা পড়ে আছে বেশিরভাগ আসন। সিনেমার প্রচারে এটাও এক অভিনব পন্থা। অনেক প্রযোজকই নিজেরাই টিকিট কিনে সিনেমা হাউসফুল হয়েছে বলে প্রচার করেন। এবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বিরুদ্ধে এমন টিকিট কারসাজির অভিযোগ এনেছেন অভিনেত্রী ও প্রযোজক দিব্যা খোসলা কুমার।
তাঁর দাবি, আলিয়া অভিনীত ‘জিগরা’ সিনেমার ভুয়া কালেকশন দেখানোর জন্য আলিয়া নিজেই সিনেমার টিকিট কিনেছেন। প্রচার করেছেন হাউসফুল বলে। অথচ হলে গিয়ে দিব্যা দেখেছেন, থিয়েটার একেবারে ফাঁকা।
জিগরা মুক্তি পেয়েছে গত ১১ অক্টোবর। মুক্তির পর হাউজফুল যাচ্ছে সিনেমার শো, এমন দাবি করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। উল্টোদিকে দিব্যা খোসলা কুমারের দাবি, পুরোটাই নাকি সাজানো। শনিবার দিব্যা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ফাঁকা প্রেক্ষাগৃহের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জিগরা দেখার জন্য সিটি মল পিভিআরে গিয়েছিলাম। থিয়েটার ছিল একেবারেই ফাঁকা। প্রায় সব আসন খালি। আলিয়া ভাটের সত্যিই অনেক জিগরা আছে। নিজেই টিকেট কিনে ভুয়া কালেকশন দেখাচ্ছে।’
দিব্যার এমন পোস্টের বিপরীতে কোনো জবাব দেননি জিগরার অভিনেত্রী ও প্রযোজক আলিয়া। দিব্যা টিকিট কারসাজির অভিযোগ করলেও বক্স অফিসে স্বস্তিতে নেই জিগরা। মুক্তির প্রথম দুই দিনে মাত্র ১১ কোটি রুপি আয় করেছে ৯০ কোটি রুপি বাজেটের সিনেমাটি।
ভাইকে কারাগার থেকে ছাড়িয়ে আনতে এক বোনের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প দেখানো হয়েছে জিগরা সিনেমায়। বানিয়েছেন ভাসান বালা। মুক্তির পর অনেকে জিগরার সঙ্গে দিব্যা অভিনীত ‘সাভি’ সিনেমার মিল খুঁজে পাচ্ছেন। গত মে মাসে মুক্তি পাওয়া সাভির গল্পে দেখা গেছে, ইংল্যান্ডের একটি কারাগার থেকে স্বামীকে বের করে আনার চেষ্টা করা এক গৃহবধূর গল্প।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে