অধিকাংশ ছবিতেই তাঁকে দৌড়াতে দেখেন দর্শক। বেশ জোরে দৌড়ান তিনি। সবাইকে পেছনে ফেলে দেন। তাই সব ছবিতে তাপসী পান্নুর দৌড়ানোর সিকোয়েন্স রাখেন পরিচালকেরা। ‘পিঙ্ক’ ছবিতে তাপসী দৌড়েছেন একেবারেই পেশাদার অ্যাথলেটদের মতো। ফিটনেস না থাকলে এত ভালো কেউ দৌড়াতে পারেন না। এ জন্য ছোটবেলা থেকেই অভ্যাস থাকতে হয়। যেমন তাপসীর ছিল। ছোটবেলা থেকেই তিনি দৌড়ানোয় এক নম্বর। স্কুল-কলেজে বহু দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।
তাপসীর পরবর্তী ছবি ‘রেশমি রকেট’। ছবিটি জি ফাইভে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। ভক্তরা অনেক দিন ধরেই ছবিটির জন্য অপেক্ষা করছেন। ছবিতে তাপসীকে দেখা যাবে একজন অ্যাথলেটের চরিত্রে। এত ভালো দৌড়াতে জেনেও ছবির শুটিংয়ে বিপাকেই পড়েছিলেন তিনি। তৃতীয় দিনের মাথায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। ফিট না থাকার কারণে প্রথম দিনের শুটিং শেষে ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তাপসী। ফের প্রস্তুতি নিতে শুরু করেন। নতুন করে ক্রীড়াবিদের কাছে প্রশিক্ষণ নেন। প্রতিদিন শরীরচর্চায় বিশেষ নজর দেন। ফলে বেড়েছে মাসল, পাল্টেছে শরীরের গড়ন; যা দেখে অনেকেই অবাক হয়েছেন।
বলিউডে খেলাধুলাবিষয়ক ছবি এবং তাপসী পান্নু প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। ইতিমধ্যেই ‘সুরমা’, ‘ষান্ড কি আখ’-এর মতো একাধিক স্পোর্টস বায়োপিকে অভিনয় করেছেন তাপসী। বর্তমানে ব্যস্ত নিজের প্রযোজনায় ‘ব্লার’ ছবির শুটিং নিয়ে। এরপর ‘শাবাশ মিঠু’র শুটিং শুরু করবেন। ছবিতে তাপসীকে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের চরিত্রে।
প্রথম জীবনে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ শুরু করেন তাপসী। এরপর মডেলিং দিয়ে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারের প্রথম থেকেই বেছে কাজ করতে পছন্দ করেন তাপসী পান্নু। এখন পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন তার প্রতিটাই স্পেশাল। প্রতিটি কাজের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েছেন। একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ‘নাম শাবানা’, ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘থাপ্পড়’ ছবিগুলো তাঁর অভিনয় ক্যারিয়ারের অন্যতম কৃতিত্ব। বর্তমানে তাপসীর হাতে যেসব ছবি রয়েছে তার বেশির ভাগই নারীকেন্দ্রিক।
তাপসীকে বলা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। কতজনই তো দক্ষিণ থেকে এলেন, আবার চলেও গেলেন। কিন্তু তাপসী একের পর এক নারীপ্রধান ছবিতে অভিনয় করে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাতারে নিয়ে এসেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। নাম দিয়েছেন ‘আউটসাইডার ফিল্মস’।
এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাপসীর তামিল ছবি ‘অ্যানাবেল সেতুপাঠি’। সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘লুপ লাপেতা’, ‘জন গণ মন’, ‘দোবারা’, ‘অ্যালিয়েন’সহ বেশ কিছু ছবি। পরিচালক রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া পরবর্তী ছবিতেও তাপসীকে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে ভারতীয় গণমাধ্যমে।
অধিকাংশ ছবিতেই তাঁকে দৌড়াতে দেখেন দর্শক। বেশ জোরে দৌড়ান তিনি। সবাইকে পেছনে ফেলে দেন। তাই সব ছবিতে তাপসী পান্নুর দৌড়ানোর সিকোয়েন্স রাখেন পরিচালকেরা। ‘পিঙ্ক’ ছবিতে তাপসী দৌড়েছেন একেবারেই পেশাদার অ্যাথলেটদের মতো। ফিটনেস না থাকলে এত ভালো কেউ দৌড়াতে পারেন না। এ জন্য ছোটবেলা থেকেই অভ্যাস থাকতে হয়। যেমন তাপসীর ছিল। ছোটবেলা থেকেই তিনি দৌড়ানোয় এক নম্বর। স্কুল-কলেজে বহু দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছেন।
তাপসীর পরবর্তী ছবি ‘রেশমি রকেট’। ছবিটি জি ফাইভে আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে। ভক্তরা অনেক দিন ধরেই ছবিটির জন্য অপেক্ষা করছেন। ছবিতে তাপসীকে দেখা যাবে একজন অ্যাথলেটের চরিত্রে। এত ভালো দৌড়াতে জেনেও ছবির শুটিংয়ে বিপাকেই পড়েছিলেন তিনি। তৃতীয় দিনের মাথায় ছবির শুটিং বন্ধ করে দিতে হয়। ফিট না থাকার কারণে প্রথম দিনের শুটিং শেষে ঠিকমতো হাঁটতেই পারছিলেন না তাপসী। ফের প্রস্তুতি নিতে শুরু করেন। নতুন করে ক্রীড়াবিদের কাছে প্রশিক্ষণ নেন। প্রতিদিন শরীরচর্চায় বিশেষ নজর দেন। ফলে বেড়েছে মাসল, পাল্টেছে শরীরের গড়ন; যা দেখে অনেকেই অবাক হয়েছেন।
বলিউডে খেলাধুলাবিষয়ক ছবি এবং তাপসী পান্নু প্রায় সমার্থক শব্দে পরিণত হয়েছে। ইতিমধ্যেই ‘সুরমা’, ‘ষান্ড কি আখ’-এর মতো একাধিক স্পোর্টস বায়োপিকে অভিনয় করেছেন তাপসী। বর্তমানে ব্যস্ত নিজের প্রযোজনায় ‘ব্লার’ ছবির শুটিং নিয়ে। এরপর ‘শাবাশ মিঠু’র শুটিং শুরু করবেন। ছবিতে তাপসীকে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের চরিত্রে।
প্রথম জীবনে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ শুরু করেন তাপসী। এরপর মডেলিং দিয়ে আত্মপ্রকাশ করেন। ক্যারিয়ারের প্রথম থেকেই বেছে কাজ করতে পছন্দ করেন তাপসী পান্নু। এখন পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন তার প্রতিটাই স্পেশাল। প্রতিটি কাজের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়েছেন। একের পর এক দুর্দান্ত ছবি উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ‘নাম শাবানা’, ‘পিঙ্ক’, ‘বদলা’, ‘থাপ্পড়’ ছবিগুলো তাঁর অভিনয় ক্যারিয়ারের অন্যতম কৃতিত্ব। বর্তমানে তাপসীর হাতে যেসব ছবি রয়েছে তার বেশির ভাগই নারীকেন্দ্রিক।
তাপসীকে বলা হচ্ছে লম্বা রেসের ঘোড়া। কতজনই তো দক্ষিণ থেকে এলেন, আবার চলেও গেলেন। কিন্তু তাপসী একের পর এক নারীপ্রধান ছবিতে অভিনয় করে নিজেকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীর কাতারে নিয়ে এসেছেন। প্রযোজনা প্রতিষ্ঠানও খুলেছেন। নাম দিয়েছেন ‘আউটসাইডার ফিল্মস’।
এ সপ্তাহে মুক্তি পেয়েছে তাপসীর তামিল ছবি ‘অ্যানাবেল সেতুপাঠি’। সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘লুপ লাপেতা’, ‘জন গণ মন’, ‘দোবারা’, ‘অ্যালিয়েন’সহ বেশ কিছু ছবি। পরিচালক রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া পরবর্তী ছবিতেও তাপসীকে দেখা যাবে বলে গুঞ্জন উঠেছে ভারতীয় গণমাধ্যমে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
২ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৯ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১০ ঘণ্টা আগে