ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। এরপর হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই আজ ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনো আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
সমীর দীর্ঘসময় ধরে টেলিভিশন ও বড় পর্দায় অভিনয় করেছেন। তাকে ‘নুক্কাড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’–এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। বড়পর্দায় কমল হাসানের ‘পুষ্পক’ (১৯৮৭), জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের ‘পরিন্দা’ (১৯৮৯), অজয় দেবগন এবং সুনীল শেঠির ‘দিলওয়ালে’ (১৯৯৪), সালমান খান-অভিনীত ‘জয় হো’ (২০১৪) এর মতো চলচ্চিত্রগুলি তাঁর ক্যারিয়ারে রয়েছে।
ভারতের প্রবীণ অভিনেতা সমীর খাখর মারা গেছেন। দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল 'নুক্কাড়'-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, শ্বাসকষ্ট ও অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন সমীর। মঙ্গলবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর ছোট ভাই গণেশ খাখর জানিয়েছেন, ‘তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। আমরা ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। কিন্তু তিনি দাদাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তখন তাঁর হার্ট কাজ করছিল না। প্রস্রাবের সমস্যাও ছিল। এরপর হাসপাতালে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই আজ ভোর সাড়ে চারটায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
টুইটারে চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা সমীরের ছবি শেয়ার করে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘কোন কারণে কলেজে থাকতে নুক্কাদের আইকনিক চরিত্রের নামে আমার ডাকনাম খোপড়ি হয়েছিল। আমার সেই সময়ের সবচেয়ে কাছের বন্ধুরা এখনো আমাকে খোপড়ি বলেই ডাকে। কিন্তু আমি মনে করি সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। বিদায় সমীর খাখর। স্মৃতিগুলোর জন্য ধন্যবাদ।’
সমীর দীর্ঘসময় ধরে টেলিভিশন ও বড় পর্দায় অভিনয় করেছেন। তাকে ‘নুক্কাড়’, ‘মনোরঞ্জন’, ‘সার্কাস’, ‘নয়া নুক্কাড়’, ‘শ্রীমান শ্রীমতি’ এবং ‘আদালত’–এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে। বড়পর্দায় কমল হাসানের ‘পুষ্পক’ (১৯৮৭), জ্যাকি শ্রফ ও অনিল কাপুরের ‘পরিন্দা’ (১৯৮৯), অজয় দেবগন এবং সুনীল শেঠির ‘দিলওয়ালে’ (১৯৯৪), সালমান খান-অভিনীত ‘জয় হো’ (২০১৪) এর মতো চলচ্চিত্রগুলি তাঁর ক্যারিয়ারে রয়েছে।
অল্প পরিসরে আর স্বল্প খরচে গল্প তৈরির চ্যালেঞ্জ নিয়ে গত বছর ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার্স বা এফএনএফ নামে কাজ শুরু করেছিলেন কয়েক তরুণ। বন্ধুরা মিলে একে একে তৈরি করেছিলেন ১০টি শর্টফিল্ম। সেখান থেকে ‘লোক’ নামের শর্টফিল্মটি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ফ্যান্টাসটিক ফেস্টের ফ্ল্যাগশিগ
৬ ঘণ্টা আগে২০২১ সালে শুরু হয়েছিল ‘নেটওয়ার্ক’ নামের ওয়েব সিরিজের শুটিং। ক্রাইম থ্রিলার ঘরানার সিরিজটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রায় চার বছর পেরিয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সিরিজটি। আজকের পত্রিকাকে নির্মাতা সৈকত নাসির জানালেন, নেটওয়ার্ক সিরিজের প্রথম দুই সিজনের কাজ শেষ হয়েছে আরও দুই বছর আগে। তবে প্রযোজক সি
৯ ঘণ্টা আগেশিল্পের নানা শাখায় অসামান্য অবদান রেখেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। বিশেষত শিশুদের আনন্দময় শৈশব গড়তে সারা জীবন কাজ করেছেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর তাঁর ৯০তম জন্মদিনে অভিনয়ে হাতেখড়ি, অ্যাক্টরস স্টুডিও ও বটতলা আয়োজন করেছে দিনব্যাপী শিশুতোষ আয়োজন।
৯ ঘণ্টা আগেশাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে রাজস্থানে মামলা করেছেন কীর্তি সিংহ নামের এক ব্যক্তি। তাঁর অভিযোগ, শাহরুখ ও দীপিকার করা বিজ্ঞাপন দেখে গাড়িটি কিনেছিলেন তিনি।
১৩ ঘণ্টা আগে