বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখের পরিচালনায় ‘বেদ’ বক্স অফিসে দুর্দান্ত অবস্থান তৈরি করেছে। ১০ দিনে চলচ্চিত্রটির আয় ৩২ কোটি ৭০ লাখ রুপি। এটি মারাঠি চলচ্চিত্রের আয়ের রেকর্ড ভাঙার পথে রয়েছে বলে ভারতের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ মনে করেন।
তাঁকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার খবরে বলা হয়, চলচ্চিত্রটি ব্লকবাস্টারের পথে হাঁটছে; সর্বকালের সেরা আয়কারী মারাঠি চলচ্চিত্রের পথে আছে।
সবচেয়ে বড় খবর হলো, চলচ্চিত্রটির দশম দিনের আয় শুরুর দিনের দ্বিগুণের চেয়েও বেশি।
সিনেমাটি মুক্তি পেয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রীতেশের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। সিনেমাটির প্রযোজকও জেনেলিয়া।
মুম্বাইয়ের সত্য যাদব নামক এক যুবকের ভারত জাতীয় দলে খেলার স্বপ্নের গল্প এটি। যিনি তাঁর বাবার সঙ্গে মুম্বাইয়ে থাকেন এবং এর জন্য সংগ্রাম করেন। সত্য যাদব চরিত্রে অভিনয় করেছেন রীতেশ এবং তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অশোক সারফ।
সর্বকালের দ্বিতীয় আয়কারী মারাঠি চলচ্চিত্রের তালিকায় ইতিমধ্যে উঠে এসেছে এটি। এভাবে চলতে থাকলে ২০১৬ সালে মুক্তি পাওয়া সর্বকালের সেরা আয়কারী মারাঠি চলচ্চিত্র ‘সাইরাতকেও’ ছুঁয়ে ফেলতে পারে ‘বেদ’।
১০ দিনে কত আয় করল বেদ
শুক্রবার- ২ কোটি ২৫ লাখ রুপি
শনিবার- ৩ কোটি ২৫ লাখ রুপি
রবিবার- ৪ কোটি ৫০ লাখ রুপি
সোমবার- ৩ কোটি রুপি
মঙ্গলবার- ২ কোটি ৫৫ লাখ রুপি
বুধবার- ২ কোটি ৪৫ লাখ রুপি
বৃহস্পতিবার- ২ কোটি লাখ ৩০ রুপি
দ্বিতীয় শুক্রবার- ২ কোটি ৪৫ লাখ রুপি
দ্বিতীয় শনিবার- ৪ কোটি ৫০ লাখ রুপি
দ্বিতীয় রবিবার- ৫ কোটি ৭০ লাখ রুপি
১০ দিনে মোট ৩২ কোটি ৯৫ লাখ রুপি আয় হয়েছে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখের পরিচালনায় ‘বেদ’ বক্স অফিসে দুর্দান্ত অবস্থান তৈরি করেছে। ১০ দিনে চলচ্চিত্রটির আয় ৩২ কোটি ৭০ লাখ রুপি। এটি মারাঠি চলচ্চিত্রের আয়ের রেকর্ড ভাঙার পথে রয়েছে বলে ভারতের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ মনে করেন।
তাঁকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার খবরে বলা হয়, চলচ্চিত্রটি ব্লকবাস্টারের পথে হাঁটছে; সর্বকালের সেরা আয়কারী মারাঠি চলচ্চিত্রের পথে আছে।
সবচেয়ে বড় খবর হলো, চলচ্চিত্রটির দশম দিনের আয় শুরুর দিনের দ্বিগুণের চেয়েও বেশি।
সিনেমাটি মুক্তি পেয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রীতেশের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। সিনেমাটির প্রযোজকও জেনেলিয়া।
মুম্বাইয়ের সত্য যাদব নামক এক যুবকের ভারত জাতীয় দলে খেলার স্বপ্নের গল্প এটি। যিনি তাঁর বাবার সঙ্গে মুম্বাইয়ে থাকেন এবং এর জন্য সংগ্রাম করেন। সত্য যাদব চরিত্রে অভিনয় করেছেন রীতেশ এবং তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অশোক সারফ।
সর্বকালের দ্বিতীয় আয়কারী মারাঠি চলচ্চিত্রের তালিকায় ইতিমধ্যে উঠে এসেছে এটি। এভাবে চলতে থাকলে ২০১৬ সালে মুক্তি পাওয়া সর্বকালের সেরা আয়কারী মারাঠি চলচ্চিত্র ‘সাইরাতকেও’ ছুঁয়ে ফেলতে পারে ‘বেদ’।
১০ দিনে কত আয় করল বেদ
শুক্রবার- ২ কোটি ২৫ লাখ রুপি
শনিবার- ৩ কোটি ২৫ লাখ রুপি
রবিবার- ৪ কোটি ৫০ লাখ রুপি
সোমবার- ৩ কোটি রুপি
মঙ্গলবার- ২ কোটি ৫৫ লাখ রুপি
বুধবার- ২ কোটি ৪৫ লাখ রুপি
বৃহস্পতিবার- ২ কোটি লাখ ৩০ রুপি
দ্বিতীয় শুক্রবার- ২ কোটি ৪৫ লাখ রুপি
দ্বিতীয় শনিবার- ৪ কোটি ৫০ লাখ রুপি
দ্বিতীয় রবিবার- ৫ কোটি ৭০ লাখ রুপি
১০ দিনে মোট ৩২ কোটি ৯৫ লাখ রুপি আয় হয়েছে।
২০০২ সালে মুক্তি পেয়েছিল ফেরদৌস ও শাবনূর অভিনীত ‘প্রেমের জ্বালা’। আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমাটি জনপ্রিয়তা পেয়েছিল। তবে সিনেমার সাফল্যকে ছাপিয়ে গিয়েছিল ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’ গানটি।
১৬ ঘণ্টা আগেইয়াসমিন লাবণ্য একজন সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপক। মাছরাঙা টেলিভিশনে নিয়মিতই দেখা যায় তাঁর উপস্থাপনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির (ঢাকা) সিনিয়র নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন তিনি। তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে বেশ কিছু মৌলিক গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কিছু গানও কণ্ঠে তুলেছেন তিনি।
১৬ ঘণ্টা আগেএ কথা শুনে খুব রাগ হয়েছিল শহীদুজ্জামান সেলিমের। মুখের ওপর হুমায়ূন আহমেদকে বলে দিয়েছিলেন, আমি আমার অভিনয় দেখানোর জন্য ক্যাসেট করে পাঠাব, এটা আপনি ভাবলেন কী করে!
১ দিন আগেগত শনিবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যুর বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মিছিল করেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
১ দিন আগে