বলিউডের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল ‘ডন থ্রি’-তে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে এটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারহান আখতার। রণবীর চূড়ান্ত হলেও এবার জল্পনা শুরু হয়েছে ডনের ‘রোমা’ চরিত্র নিয়ে। প্রতিদিনই বলিউড পাড়ায় আসছে রোমা নিয়ে নতুন নতুন তথ্য।
কখনো শোনা যাচ্ছে কিয়ারা আদভানি, আবার কখনোবা কৃতি শ্যাননের নাম উঠে আসছে। তবে এবার শোনা গেল রোমার ভূমিকায় কৃতি কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে।
দিন কয়েক আগেই ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে ঢুঁ মেরেছিলেন কিয়ারা। সেই থেকেই জল্পনার সূত্রপাত, বোধ হয় আইকনিক রোমার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। তবে তার দিন দুয়েক কাটতে না কাটতেই শোনা গিয়েছিল, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কৃতি শ্যানন।
কিন্তু এই দুই অভিনেত্রীর অন্তর্ভুক্তির সংবাদ মনে ধরেনি ভক্তদের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে জানিয়েছেন রোমার চরিত্রে কৃতি কিংবা কিয়ারা কাউকেই মানাবে না। তবে গতকাল রোববার বলিউড পাড়ায় ফাঁস হলো নতুন খবর।
কানাঘুষা শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে তুরুপের তাস হিসেবে রোমার ভূমিকায় দীপিকার কথাই ভাবছেন নির্মাতারা। রোমার চরিত্রের জন্য যে ধরনের অ্যাকশন দৃশ্যের শুট করতে হবে, তা অ্যাথলেট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন নির্মাতারা। এ ছাড়া রোমা চরিত্রে দীপিকার গড়নও দারুণ মানাবে বলে মনে করেন নেটিজেনরা।
উল্লেখ্য, এর আগে একমাত্র সঞ্জয় লীলা বানশালির সিনেমাতেই তিনবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। যদিও কবির খানের ‘৮৩’-তে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তবে ‘ডন ৩’-এর টিমে দীপিকা যোগ দিলে এই পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডে তারকাদম্পতি। তা ছাড়া দীপিকাকে যে রোমার চরিত্রে বেশ মানাবে, তা আন্দাজ করাই যায়।
বলিউডের জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিকুয়েল ‘ডন থ্রি’-তে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অভিনেতা রণবীর সিং। ফ্র্যাঞ্চাইজিটির পরবর্তী প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে এটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারহান আখতার। রণবীর চূড়ান্ত হলেও এবার জল্পনা শুরু হয়েছে ডনের ‘রোমা’ চরিত্র নিয়ে। প্রতিদিনই বলিউড পাড়ায় আসছে রোমা নিয়ে নতুন নতুন তথ্য।
কখনো শোনা যাচ্ছে কিয়ারা আদভানি, আবার কখনোবা কৃতি শ্যাননের নাম উঠে আসছে। তবে এবার শোনা গেল রোমার ভূমিকায় কৃতি কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যেতে পারে।
দিন কয়েক আগেই ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে ঢুঁ মেরেছিলেন কিয়ারা। সেই থেকেই জল্পনার সূত্রপাত, বোধ হয় আইকনিক রোমার চরিত্রে দেখা যাবে কিয়ারাকে। তবে তার দিন দুয়েক কাটতে না কাটতেই শোনা গিয়েছিল, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কৃতি শ্যানন।
কিন্তু এই দুই অভিনেত্রীর অন্তর্ভুক্তির সংবাদ মনে ধরেনি ভক্তদের। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে জানিয়েছেন রোমার চরিত্রে কৃতি কিংবা কিয়ারা কাউকেই মানাবে না। তবে গতকাল রোববার বলিউড পাড়ায় ফাঁস হলো নতুন খবর।
কানাঘুষা শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে তুরুপের তাস হিসেবে রোমার ভূমিকায় দীপিকার কথাই ভাবছেন নির্মাতারা। রোমার চরিত্রের জন্য যে ধরনের অ্যাকশন দৃশ্যের শুট করতে হবে, তা অ্যাথলেট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না বলেই মনে করছেন নির্মাতারা। এ ছাড়া রোমা চরিত্রে দীপিকার গড়নও দারুণ মানাবে বলে মনে করেন নেটিজেনরা।
উল্লেখ্য, এর আগে একমাত্র সঞ্জয় লীলা বানশালির সিনেমাতেই তিনবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। যদিও কবির খানের ‘৮৩’-তে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তবে ‘ডন ৩’-এর টিমে দীপিকা যোগ দিলে এই পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডে তারকাদম্পতি। তা ছাড়া দীপিকাকে যে রোমার চরিত্রে বেশ মানাবে, তা আন্দাজ করাই যায়।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৮ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৯ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৯ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৯ ঘণ্টা আগে