Ajker Patrika

মুক্তি পেছাল কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬: ০৪
মুক্তি পেছাল কঙ্গনার ‘ইমার্জেন্সি’ সিনেমার

কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রেঙ্গুন থেকে শুরু করে ‘মনিকর্ণিকা’, ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যর্থ হওয়ার পর অভিনেত্রীর সবচেয়ে বড় তুরুপের তাস এখন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এবার সিনেমাটির মুক্তি পিছিয়ে দিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছি। ইমার্জেন্সি হলো শিল্পী হিসেবে আমার সারা জীবনের উপার্জিত অর্থ ও শিক্ষার ফসল। তাই এটি আমার জন্য শুধু একটা সিনেমা নয়, এটা আমার জন্য পরীক্ষা। ছবির টিজার ও অন্য পোস্টগুলোতে আপনাদের সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে। আমার হৃদয় থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা।’

‘আমি যেখানেই যাই আমাকে প্রশ্ন করা হয় এটির মুক্তির দিন নিয়ে। আমরা এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর ইমার্জেন্সি মুক্তির ঘোষণা করেছিলাম। তবে সেই সময় শিডিউল না থাকার কারণে আমরা ইমার্জেন্সির মুক্তি পিছিয়ে দিচ্ছি। ২০২৪ সালের প্রথমার্ধে মুক্তি পাবে এই সিনেমা’, লেখেন কঙ্গনা রানাওয়াত।

 ‘ইমার্জেন্সি’ সিনেমার পোস্টারসঙ্গে দর্শকদের অনুরোধ করে বলেন, ‘নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে, অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। ছবিটির জন্য আপনার প্রত্যাশা, কৌতূহল এবং উত্তেজনার দাম আমাদের কাছে অনেক।’

চলতি বছরে মুক্তি পেয়েছিল ইমার্জেন্সির টিজার। সিনেমাটিতে কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। নেটিজেনদের একাংশ মনে করছেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে খুশি করতেই সিনেমাটিতে কংগ্রেসকে খারাপভাবে প্রদর্শন করা হবে। কারণ কঙ্গনা মোদির পদ্ম শিবিরের কত বড় সমর্থক, তা সবারই জানা।

 বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতসিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপান্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত