দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব সংগ্রামের স্মৃতি বারবার সামনে এনেছেন অভিনেতা। পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচ শ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তাঁর বাবার স্মৃতি। রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এবার শৈশবে সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি।
অভিনেতা বলেন, ‘পুরোনো বাড়িটাতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচ শ রুপিতে ভাড়া থাকতাম। কদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি ওখানেই থাকতাম।’
অক্ষয় আরও জানিয়েছেন, ‘ওখানে এখন আমাদের কেউ থাকে না। কিন্তু তবুও আমি ফ্ল্যাটটা রাখতে চাই। আমার এখনো মনে আছে আমি এবং আমার বোন বাবার ফিরে আসার অপেক্ষা করতাম, তখন তিনি সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতেন। সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে। একটা পেয়ারা গাছ ছিল, ফল পেড়ে খেতাম। আমি এখনো প্রতি মাসে সেখানে গিয়ে কিছু পেয়ারা ও ফুল নিয়ে আসি। মন থেকে বলছি যোগাযোগ রাখতে চাই। সেখান থেকেই তো আমি উঠে এসেছি।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ২০২৪ সালের সব থেকে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছে। বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমাতে দেখার অপেক্ষায় উন্মুখ দর্শকেরা।
দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের অবস্থান পোক্ত করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বিভিন্ন সাক্ষাৎকারে সেসব সংগ্রামের স্মৃতি বারবার সামনে এনেছেন অভিনেতা। পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচ শ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তাঁর বাবার স্মৃতি। রণবীর এলাহাবাদিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, এবার শৈশবে সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি।
অভিনেতা বলেন, ‘পুরোনো বাড়িটাতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচ শ রুপিতে ভাড়া থাকতাম। কদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি ওখানেই থাকতাম।’
অক্ষয় আরও জানিয়েছেন, ‘ওখানে এখন আমাদের কেউ থাকে না। কিন্তু তবুও আমি ফ্ল্যাটটা রাখতে চাই। আমার এখনো মনে আছে আমি এবং আমার বোন বাবার ফিরে আসার অপেক্ষা করতাম, তখন তিনি সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত কাজ করতেন। সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে। একটা পেয়ারা গাছ ছিল, ফল পেড়ে খেতাম। আমি এখনো প্রতি মাসে সেখানে গিয়ে কিছু পেয়ারা ও ফুল নিয়ে আসি। মন থেকে বলছি যোগাযোগ রাখতে চাই। সেখান থেকেই তো আমি উঠে এসেছি।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে আলি আব্বাস জাফর পরিচালিত অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ২০২৪ সালের সব থেকে প্রতীক্ষিত সিনেমাটির ট্রেলারে নজর কেড়েছে। বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমাতে দেখার অপেক্ষায় উন্মুখ দর্শকেরা।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে