বিনোদন ডেস্ক
অদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
বিতর্ক যেন নিত্যসঙ্গী মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলার। কিছুদিন পরপরই এমন সব কাণ্ড ঘটান, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ট্রলের বন্যা। তবে এবার তিনি এমন বেফাঁস কথা বলে ফেলেছেন, যার রেশ সোশ্যাল মিডিয়া ছাপিয়ে ছড়িয়েছে বাস্তবেও। তাঁর বিরুদ্ধে থানায় স্মারকলিপি দিয়েছে উত্তরাখন্ডের দুটি পুরোহিত সংগঠন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।
ইউটিউবার সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেন, ‘উত্তরাখন্ডে আমার নামে একটা মন্দির আছে। বদ্রীনাথ মন্দিরের পাশেই রয়েছে সেই ঊর্বশী মন্দির। যেহেতু আমি কয়েক বছর ধরে দক্ষিণি সিনেমায় কাজ করছি, তাই আমার চাওয়া দক্ষিণেও এ ধরনের একটি মন্দির স্থাপন করা হোক।’ শুধু এটাই নয়, ঊর্বশী দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নাকি তাঁর ছবিতে পূজা দেন।
ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে ক্ষুব্ধ উত্তর ভারতের পুরোহিতরা। বদ্রীনাথ মন্দিরের সাবেক পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল অভিনেত্রীর বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বদ্রীনাথসংলগ্ন ঊর্বশী মন্দির দেবী সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। ঊর্বশী দেবী সতীর এক বিশেষ রূপ। এটা অভিনেত্রীর নামের কোনো মন্দির নয়। উত্তরাখন্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক ব্রিজেশ সতী সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী আদতে সস্তা প্রচার করতে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনিও উত্তরাখন্ডের বাসিন্দা। তাঁর এ বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। স্থানীয়দের সাংস্কৃতিক-ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে তাঁকে আরও ওয়াকিবহাল হতে হবে। যতই তারকা হোন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার তাঁর নেই।’
সমালোচনার মুখে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়, ‘ঊর্বশী বলেছিলেন উত্তরাখন্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরের নাম “ঊর্বশী রাওতেলা মন্দির”। তাঁর কথা ভালোভাবে না শুনেই অনেকে সমালোচনা করছে। যে বা যারা অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অদ্ভুত দাবি ঊর্বশী রাওতেলার। ভারতের উত্তরাখন্ডে নাকি তাঁর নামে রয়েছে মন্দির! সেখানে ভক্তরা পূজা দিতে আসে, প্রদীপ জ্বালায়, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করে। তাঁর ছবির নিচে মাথা ঠেকিয়ে করে প্রণাম। ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে উঠেছে সমালোচনার ঝড়। ক্ষোভে ফুঁসছেন উত্তর ভারতের পুরোহিত সম্প্রদায়।
বিতর্ক যেন নিত্যসঙ্গী মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলার। কিছুদিন পরপরই এমন সব কাণ্ড ঘটান, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় ট্রলের বন্যা। তবে এবার তিনি এমন বেফাঁস কথা বলে ফেলেছেন, যার রেশ সোশ্যাল মিডিয়া ছাপিয়ে ছড়িয়েছে বাস্তবেও। তাঁর বিরুদ্ধে থানায় স্মারকলিপি দিয়েছে উত্তরাখন্ডের দুটি পুরোহিত সংগঠন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।
ইউটিউবার সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেন, ‘উত্তরাখন্ডে আমার নামে একটা মন্দির আছে। বদ্রীনাথ মন্দিরের পাশেই রয়েছে সেই ঊর্বশী মন্দির। যেহেতু আমি কয়েক বছর ধরে দক্ষিণি সিনেমায় কাজ করছি, তাই আমার চাওয়া দক্ষিণেও এ ধরনের একটি মন্দির স্থাপন করা হোক।’ শুধু এটাই নয়, ঊর্বশী দাবি করেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নাকি তাঁর ছবিতে পূজা দেন।
ঊর্বশীর এই বিস্ময়কর দাবিতে ক্ষুব্ধ উত্তর ভারতের পুরোহিতরা। বদ্রীনাথ মন্দিরের সাবেক পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল অভিনেত্রীর বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, বদ্রীনাথসংলগ্ন ঊর্বশী মন্দির দেবী সতীর ১০৮ শক্তিপীঠের অন্যতম। ঊর্বশী দেবী সতীর এক বিশেষ রূপ। এটা অভিনেত্রীর নামের কোনো মন্দির নয়। উত্তরাখন্ড চারধাম তীর্থ পুরোহিত মহাপঞ্চায়েতের সাধারণ সম্পাদক ব্রিজেশ সতী সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিনেত্রী আদতে সস্তা প্রচার করতে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনিও উত্তরাখন্ডের বাসিন্দা। তাঁর এ বিষয়ে সম্যক ধারণা থাকা উচিত। স্থানীয়দের সাংস্কৃতিক-ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধ সম্পর্কে তাঁকে আরও ওয়াকিবহাল হতে হবে। যতই তারকা হোন, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার তাঁর নেই।’
সমালোচনার মুখে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়, ‘ঊর্বশী বলেছিলেন উত্তরাখন্ডে তাঁর নামে একটি মন্দির রয়েছে। তিনি বলেননি ওই মন্দিরের নাম “ঊর্বশী রাওতেলা মন্দির”। তাঁর কথা ভালোভাবে না শুনেই অনেকে সমালোচনা করছে। যে বা যারা অভিনেত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
৬ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
৬ ঘণ্টা আগে