আগামী ৮ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ভূত’–এ শুরু হচ্ছে আলোচিত শো ‘বিগ বস ১৫’। এবার বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড অনলি সালমন খান। ১৯ সেপ্টেম্বর থেকে টিভিতে দেখা যাবে ‘বিগ বস’–এ সালমানের উপস্থাপনা। এ তো গেল বিগ বস–১৫ এর নতুন ফরম্যাটের কথা। এবার দেখে নেওয়া যাক বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীদের নাম।
টিভি পর্দার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি। ইদানীং রোহিত শেট্টির ‘খতরো কি খিলাড়ি’ রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, অর্জুন নাকি থাকতে পারেন বিগ বসের নতুন সিজনে!
‘বালিকা বধু’, ‘ডোলি আরমানো কি’, ‘কিউ রিস্তো মে কট্টি বট্টি’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন নেহা। এবার তিনি সিরিয়ালের সেট থেকে সোজা উঠে আসবেন বিগ বসের রহস্যময় দুনিয়ায়– এমনই শোনা যাচ্ছে।
‘বউ হামারি রজনীকান্ত’ সিরিয়ালে অভিনয় করে ঋদ্ধিমা পণ্ডিত পরিচিতি পান। ‘খতরো কি খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের সিজন ৯-এ দেখা গিয়েছিল ঋদ্ধিমাকে। জানা গেছে, ঋদ্ধিমাকেও দেখা যেতে পারে বিগ বসের নতুন সিজনে।
‘স্প্লিটভিলা ১০’–এ নজর কেড়েছিলেন দিব্যা আগারওয়াল। অভিনেতা প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে নাম জড়িয়ে পরিচিতি পেয়েছিলেন রাতারাতি। সেই দিব্যাকেই এবার দেখা যেতে পারে বিগ বসের ঘরে।
ইন্ডিয়ান আইডলের প্রতিযোগি অমিত ট্যান্ডন। গান থেকে কিছু দিনের বিরতি নিয়ে অমিত ধারাবাহিকও করেছেন। নিজের লুক বদলে একেবারে নতুন রূপে বিগ বসে দেখা যাবে অমিতকে।
তিনি মডেল ও উপস্থাপিকা। প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই খবরের আসেন অনুষা। তবে তাঁর নিজেরও ফ্যান–ফলোয়ার আছে অনেক। সেই অনুষা এবার বিগ বস মাতাতে পারেন।
‘ইয়ে হ্যায় আশিকী’ ও ‘নাগিন’– আদা খান অভিনীত দুটি জনপ্রিয় ধারাবাহিক। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আদা খান এবার ঢুকে পড়তে পারেন বিগ বসের ঘরে।
রিয়া চক্রবর্তী গত বছরের সবচেয়ে আলোচিত নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘মিডিয়া ট্রায়াল’–এ পড়েছিলেন তিনি। মাদককাণ্ডে জড়িয়ে জেলও খাটেন। তখন থেকেই রিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগ বস নামেই যেখানে বিতর্ক, সেখানে রিয়া এসে বিতর্কে আরও আগুন দেবেন তা তো আন্দাজই করার কথা। শোনা যাচ্ছে, এই কারণেই বিগ বসে এন্ট্রি নিতে পারেন রিয়া।
আগামী ৮ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘ভূত’–এ শুরু হচ্ছে আলোচিত শো ‘বিগ বস ১৫’। এবার বিগ বস হবে দুটো প্ল্যাটফর্মে। একটা ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে এই শোয়ের সঞ্চালনা করবেন করণ জোহর। আর টেলিভিশনে শোয়ের হোস্ট ওয়ান অ্যান্ড অনলি সালমন খান। ১৯ সেপ্টেম্বর থেকে টিভিতে দেখা যাবে ‘বিগ বস’–এ সালমানের উপস্থাপনা। এ তো গেল বিগ বস–১৫ এর নতুন ফরম্যাটের কথা। এবার দেখে নেওয়া যাক বিগ বসের সম্ভাব্য প্রতিযোগীদের নাম।
টিভি পর্দার জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি। ইদানীং রোহিত শেট্টির ‘খতরো কি খিলাড়ি’ রিয়ালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে, অর্জুন নাকি থাকতে পারেন বিগ বসের নতুন সিজনে!
‘বালিকা বধু’, ‘ডোলি আরমানো কি’, ‘কিউ রিস্তো মে কট্টি বট্টি’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন নেহা। এবার তিনি সিরিয়ালের সেট থেকে সোজা উঠে আসবেন বিগ বসের রহস্যময় দুনিয়ায়– এমনই শোনা যাচ্ছে।
‘বউ হামারি রজনীকান্ত’ সিরিয়ালে অভিনয় করে ঋদ্ধিমা পণ্ডিত পরিচিতি পান। ‘খতরো কি খিলাড়ি’ রিয়েলিটি শোয়ের সিজন ৯-এ দেখা গিয়েছিল ঋদ্ধিমাকে। জানা গেছে, ঋদ্ধিমাকেও দেখা যেতে পারে বিগ বসের নতুন সিজনে।
‘স্প্লিটভিলা ১০’–এ নজর কেড়েছিলেন দিব্যা আগারওয়াল। অভিনেতা প্রিয়াঙ্ক শর্মার সঙ্গে নাম জড়িয়ে পরিচিতি পেয়েছিলেন রাতারাতি। সেই দিব্যাকেই এবার দেখা যেতে পারে বিগ বসের ঘরে।
ইন্ডিয়ান আইডলের প্রতিযোগি অমিত ট্যান্ডন। গান থেকে কিছু দিনের বিরতি নিয়ে অমিত ধারাবাহিকও করেছেন। নিজের লুক বদলে একেবারে নতুন রূপে বিগ বসে দেখা যাবে অমিতকে।
তিনি মডেল ও উপস্থাপিকা। প্রেমিক করণ কুন্দ্রার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই খবরের আসেন অনুষা। তবে তাঁর নিজেরও ফ্যান–ফলোয়ার আছে অনেক। সেই অনুষা এবার বিগ বস মাতাতে পারেন।
‘ইয়ে হ্যায় আশিকী’ ও ‘নাগিন’– আদা খান অভিনীত দুটি জনপ্রিয় ধারাবাহিক। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আদা খান এবার ঢুকে পড়তে পারেন বিগ বসের ঘরে।
রিয়া চক্রবর্তী গত বছরের সবচেয়ে আলোচিত নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘মিডিয়া ট্রায়াল’–এ পড়েছিলেন তিনি। মাদককাণ্ডে জড়িয়ে জেলও খাটেন। তখন থেকেই রিয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিগ বস নামেই যেখানে বিতর্ক, সেখানে রিয়া এসে বিতর্কে আরও আগুন দেবেন তা তো আন্দাজই করার কথা। শোনা যাচ্ছে, এই কারণেই বিগ বসে এন্ট্রি নিতে পারেন রিয়া।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৬ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১০ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
২০ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
২১ ঘণ্টা আগে