বিনোদন ডেস্ক
পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়ে গেছে তাঁর। এবার নিচ্ছেন অন্য ভূমিকা। ‘কৃষ ফোর’ দিয়ে শুরু হবে হৃতিকের এই নতুন যাত্রা। ‘কোয়ি... মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এবার চতুর্থ সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছেলের হাতে তুলে দিলেন রাকেশ।
অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন। নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।
অনেকদিন পর আবারও ক্যামেরার পেছনে কাজ করবেন হৃতিক। ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন তিনি। অভিনয়ও করবেন মূল ভূমিকায়। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকছেন রাকেশ রোশন। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজক হিসেবে থাকবেন আদিত্য চোপড়া।
৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে গিয়েছিল ‘কৃষ ফোর’। ‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। নির্মাতা রাকেশ রোশন অনেক দিন ধরে চাইছিলেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু প্রধান বাধা ছিল বাজেটকেন্দ্রিক জটিলতা। জানা গেছে, সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি।
এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছিল না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। এক সময় সিদ্ধার্থ আনন্দ ও করণ মালহোত্রার প্রযোজনা করার থাকলেও বাজেট পরিকল্পনার সময় সিনেমাটি থেকে সরে দাঁড়ান। ফলে জটিলতা বাড়ে আরও। অবশেষে আদিত্য চোপড়া যুক্ত হওয়ায় সে জটিলতা কেটেছে। কৃষ ফোরের পালে লেগেছে হাওয়া।
গত বছর রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর নিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিলেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম তিনি লিখেছেন, ‘ডুগ্গু (হৃতিকের ডাকনাম), ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার পরিচালক হিসেবে তোমাকে লঞ্চ করছি আমি আর আদিত্য চোপড়া। এই নতুন দায়িত্বেও তুমি আগের মতোই সফল হও, এই কামনা করি।’
রাকেশের এ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন। কৃষ ফোরে প্রিয়াঙ্কা থাকবেন কিনা, এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়ে গেছে তাঁর। এবার নিচ্ছেন অন্য ভূমিকা। ‘কৃষ ফোর’ দিয়ে শুরু হবে হৃতিকের এই নতুন যাত্রা। ‘কোয়ি... মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। এবার চতুর্থ সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছেলের হাতে তুলে দিলেন রাকেশ।
অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন। নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।
অনেকদিন পর আবারও ক্যামেরার পেছনে কাজ করবেন হৃতিক। ‘কৃষ ফোর’ পরিচালনা করবেন তিনি। অভিনয়ও করবেন মূল ভূমিকায়। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকছেন রাকেশ রোশন। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজক হিসেবে থাকবেন আদিত্য চোপড়া।
৭০০ কোটির গ্যাঁড়াকলে আটকে গিয়েছিল ‘কৃষ ফোর’। ‘কৃষ’ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। নির্মাতা রাকেশ রোশন অনেক দিন ধরে চাইছিলেন, এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু প্রধান বাধা ছিল বাজেটকেন্দ্রিক জটিলতা। জানা গেছে, সব মিলিয়ে কৃষ ফোরের বাজেট দাঁড়িয়েছে ৭০০ কোটি রুপি।
এই বিপুল অর্থ দিতে রাজি হচ্ছিল না কোনো প্রযোজনা প্রতিষ্ঠান। এক সময় সিদ্ধার্থ আনন্দ ও করণ মালহোত্রার প্রযোজনা করার থাকলেও বাজেট পরিকল্পনার সময় সিনেমাটি থেকে সরে দাঁড়ান। ফলে জটিলতা বাড়ে আরও। অবশেষে আদিত্য চোপড়া যুক্ত হওয়ায় সে জটিলতা কেটেছে। কৃষ ফোরের পালে লেগেছে হাওয়া।
গত বছর রাকেশ রোশন পরিচালনা থেকে অবসর নিয়েছেন। তাই হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিলেন। রাকেশও তাঁর ওপর ভরসা রেখেছেন। সম্প্রতি ছেলের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম তিনি লিখেছেন, ‘ডুগ্গু (হৃতিকের ডাকনাম), ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এবার পরিচালক হিসেবে তোমাকে লঞ্চ করছি আমি আর আদিত্য চোপড়া। এই নতুন দায়িত্বেও তুমি আগের মতোই সফল হও, এই কামনা করি।’
রাকেশের এ পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যিনি কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন। কৃষ ফোরে প্রিয়াঙ্কা থাকবেন কিনা, এখনো নিশ্চিত নয়। জানা গেছে, ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে