ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
উত্তরে টুইঙ্কেল লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী আছে। যে আমাকে সব সময় উৎসাহিত করে। আমি পড়ে গেলে আমাকে ধরে তুলতে সব সময় সে প্রস্তুত।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।
ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
উত্তরে টুইঙ্কেল লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী আছে। যে আমাকে সব সময় উৎসাহিত করে। আমি পড়ে গেলে আমাকে ধরে তুলতে সব সময় সে প্রস্তুত।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৭ মিনিট আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৯ ঘণ্টা আগে