ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
উত্তরে টুইঙ্কেল লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী আছে। যে আমাকে সব সময় উৎসাহিত করে। আমি পড়ে গেলে আমাকে ধরে তুলতে সব সময় সে প্রস্তুত।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।
ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
উত্তরে টুইঙ্কেল লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী আছে। যে আমাকে সব সময় উৎসাহিত করে। আমি পড়ে গেলে আমাকে ধরে তুলতে সব সময় সে প্রস্তুত।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে