Ajker Patrika

আংটি বদল, এবার বিয়ের পালা রাজকুমার-পত্রলেখার

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৫: ৪৬
আংটি বদল, এবার বিয়ের পালা রাজকুমার-পত্রলেখার

পরিণতি পাচ্ছে রাজকুমার রাও ও পত্রলেখার ১০ বছরের প্রেমের সম্পর্ক। গতকাল শনিবার বাগদান সারলেন দুজনে। শুরুতে খবর রটেছিল ১০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করছেন দুজনে, কিন্তু তেমনটা হয়নি। ১৩ নভেম্বর বাগদান সারলেন এই তারকা জুটি। জুটির প্রি-ওয়েডিং পার্টির ছবি আর ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

হবু বর-কনের প্রেমেমাখা ভিডিও ভাইরাল। দেখা গেছে, হাঁটু মুড়ে বসে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। তবে পরের মুহূর্তটি আরও চমকে দিল। প্রেমিকের জন্য গাউন পরেই হাঁটু মুড়ে বসে পড়লেন পত্রলেখা। প্রশ্ন করলেন, ‘রাজকুমার, তুমি কি আমাকে বিয়ে করবে?’ নায়ক হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে পত্রলেখা তাঁর হাতে আংটি পরিয়ে দেন, এরপর রাজকুমারও প্রেমিকার হাতে আংটি পরান। এদিন এই জুটি বুঝিয়ে দিলেন তাঁদের সম্পর্কটা আসলে সমানে সমান, এমনভাবেই পরস্পরকে মর্যাদা দেন তাঁরা। তাই তো জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে পার করেছেন দুজনে। আংটি বদল শেষে দুজনে মেতে উঠলেন রোমান্টিক ড্যান্সে। ইডি শিরানের ‘পারফেক্ট’ গানে নাচতেও দেখা গেল তাঁদের।

বাগদান অনুষ্ঠানে রাজকুমার রাও ও পত্রলেখারাজকুমার রাও আর পত্রলেখাকে পাওয়া গেছে সাদা পোশাকে। চণ্ডীগরের ‘দ্য ওবেরয় সুখভিলাস স্পা রিসোর্ট’-এ বসেছিল এই পার্টি। সেলিব্রেশনের অংশ ছিলেন পরিচালক-কোরিওগ্রাফার ফারাহ খান ও অভিনেতা শাকিব সেলিম।

‘সিটি লাইটস’ ছবিতে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার-পত্রলেখা। এরপর ‘বোস: ডে়ড অর অ্যালাইভ’ সিরিজেও একসঙ্গে কাজ করেন দুজনে। রাজকুমার এক সাক্ষাৎকারে বলেছিলেন, একটা বিজ্ঞাপনী শুটিংয়ে প্রথমবার পত্রলেখাকে দেখেছিলেন তিনি। এবং সেদিনই মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই মিষ্টি মেয়েটাকেই বিয়ে করবেন। প্রায় ১০ বছরের লিভইন সম্পর্কের পর চার হাত এক হচ্ছে দুজনের।

বাগদান অনুষ্ঠানে আগত অতিথিরাসম্প্রতি, দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। হাসিঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে হাসিঠাট্টা করেন কপিল। প্রেমিকা পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলেছেন রাজকুমার। তিনি জানান, প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নীচ ও জঘন্য মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। কারণ, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে তার চরিত্রটা এমন ছিল। এরপরই তো দেখা হয় দুজনার। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে ঠিকমতো কথাই বলছিলেন না। অবশ্য কথা শুরু হলে দুজনকে দুজনার ভালো লাগে। সেখান থেকে প্রেম। অন্যদিকে আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গিয়েছিল ‘ওমের্তা' ছবির নায়কের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত