বলিউডের খরার মধ্যে গত বছরটি অজয় দেবগনের ক্যারিয়ারের জন্য ছিল উল্লেখযোগ্য। যেখানে বলিউডের সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছিল, সেখানে অজয় দেবগন ‘দৃশ্যম–২’ দিয়ে সাফল্যের মুখ দেখেছেন।
অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’–এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
সাবেক ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনের ওপর বানানো হয়েছে এই চলচ্চিত্র। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের সূচনা। তাঁর হাত ধরেই ভারত অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল।
অজয় দেবগন পিঙ্কভিলাকে বলেন, ‘ময়দান আমার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আমরা মনে করি সিনেমাটিকে বড় পরিসরে মুক্তি দেওয়া প্রয়োজন। সিনেমাটির ভিএফএক্স আন্তর্জাতিক স্টুডিওগুলোর মাধ্যমে সম্পাদন হচ্ছে। চলচ্চিত্রটির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা ১২ মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ময়দানকে এখন পর্যন্ত অজয়ের সেরা পারফরম্যান্সের মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। গত বছরের শুরুতে পিঙ্কভিলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বনি কাপুর ‘ময়দান’ সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি, এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে। আমার মতে, এটি এখন পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স।’
জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অমিত শর্মার ‘বাধাই হো’-এর পরবর্তী সিনেমা ‘ময়দান’। ‘ময়দানের’ মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এ আর রহমান। গল্প লিখেছেন আকাশ চাওলা, অরুণাভা জয় সেনগুপ্ত এবং সাইভিন কোয়াড্রাস।
বলিউডের খরার মধ্যে গত বছরটি অজয় দেবগনের ক্যারিয়ারের জন্য ছিল উল্লেখযোগ্য। যেখানে বলিউডের সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছিল, সেখানে অজয় দেবগন ‘দৃশ্যম–২’ দিয়ে সাফল্যের মুখ দেখেছেন।
অভিনেতা সম্প্রতি অমিত শর্মা পরিচালিত স্পোর্টস বায়োপিক ‘ময়দান’–এর শুটিং শেষ করেছেন। অজয় দেবগনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি আগামী ১২ মে মুক্তি পাবে। যদিও ১৭ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির ঘোষিত তারিখ ছিল।
সাবেক ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুর রহিমের জীবনের ওপর বানানো হয়েছে এই চলচ্চিত্র। তাঁর হাত ধরে ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের সূচনা। তাঁর হাত ধরেই ভারত অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল।
অজয় দেবগন পিঙ্কভিলাকে বলেন, ‘ময়দান আমার সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আমরা মনে করি সিনেমাটিকে বড় পরিসরে মুক্তি দেওয়া প্রয়োজন। সিনেমাটির ভিএফএক্স আন্তর্জাতিক স্টুডিওগুলোর মাধ্যমে সম্পাদন হচ্ছে। চলচ্চিত্রটির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা ১২ মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ময়দানকে এখন পর্যন্ত অজয়ের সেরা পারফরম্যান্সের মধ্যে একটি বলে মনে করা হচ্ছে। গত বছরের শুরুতে পিঙ্কভিলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বনি কাপুর ‘ময়দান’ সম্পর্কে বলেছিলেন, ‘আমি মনে করি, এটি অজয় দেবগনের ক্যারিয়ারে একটি ল্যান্ডমার্ক সিনেমা হতে চলেছে। আমার মতে, এটি এখন পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স।’
জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অমিত শর্মার ‘বাধাই হো’-এর পরবর্তী সিনেমা ‘ময়দান’। ‘ময়দানের’ মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন এ আর রহমান। গল্প লিখেছেন আকাশ চাওলা, অরুণাভা জয় সেনগুপ্ত এবং সাইভিন কোয়াড্রাস।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১৩ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৬ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৮ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২১ ঘণ্টা আগে