গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে দাপট দেখাচ্ছে ভারতজুড়ে। নিমেষে শেষ হচ্ছে প্রথম দিনের টিকিট টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে জানিয়েছিল, গতকাল বেলা ৩টার মধ্যেই জওয়ানের ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, শুক্রবার সারা দিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট, তামিলে ৩ হাজার ৭৫৪, আর তেলেগুতে ১০০৮টি টিকিট। প্রাথমিক প্রতিবেদনে তাঁরা জানিয়েছেন, প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।
এদিকে ‘জওয়ান’ ইতিমধ্যেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের শুরুতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ৩.৩৯ কোটি রুপি মূল্যের টিকিট বিক্রি করেছিল সিনেমাটি। এ ছাড়া ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি হয়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ভেঙেছে শাহরুখের জওয়ান।
শাহরুখের স্পাই থ্রিলার ‘পাঠান’, এই বছরের শুরুতে মুক্তি পেয়ে ১০০০ কোটি রুপির চেয়ে বেশি আয় করেছিল। সিনেমাটি ৩২ কোটি রুপির অগ্রিম বুকিং করেছিল, যা যেকোনো হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ। এস এস রাজামৌলির তেলুগু সিনেমা ‘আরআরআর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘জওয়ান’-এর এখনো অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন সময় বাকি আছে। তাই এখনো সম্ভাবনা আছে শাহরুখ ‘জওয়ান’ দিয়ে পাঠানের রেকর্ড ভেঙে দেবেন।
বক্স অফিসে পাঠানঝড়ের পর, এবার ‘জওয়ান’ সুনামির অপেক্ষায় শাহরুখ ভক্তরা। ২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে যেন পুষিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে শাহরুখের ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বুকিং। অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটি অগ্রিম টিকিট বুকিংয়ে দাপট দেখাচ্ছে ভারতজুড়ে। নিমেষে শেষ হচ্ছে প্রথম দিনের টিকিট টিকিট। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর এক প্রতিবেদনে জানিয়েছিল, গতকাল বেলা ৩টার মধ্যেই জওয়ানের ১ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে জওয়ানের অগ্রিম বুকিং শুরু হয়। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, শুক্রবার সারা দিনে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দিতে বিক্রি হয়েছে ২ লাখ ৬০ হাজার টিকিট, তামিলে ৩ হাজার ৭৫৪, আর তেলেগুতে ১০০৮টি টিকিট। প্রাথমিক প্রতিবেদনে তাঁরা জানিয়েছেন, প্রায় ৯ কোটি রুপির টিকিট বিক্রি করে ফেলেছে শাহরুখ খানের জওয়ান।
এদিকে ‘জওয়ান’ ইতিমধ্যেই সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বছরের শুরুতে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ৩.৩৯ কোটি রুপি মূল্যের টিকিট বিক্রি করেছিল সিনেমাটি। এ ছাড়া ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ের প্রথম দিনে ২ লাখ টিকিট বিক্রি হয়, কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া ২’ এবং পরিচালক মণি রত্নমের সিনেমা ‘পন্নিয়িন সেলভান ২’-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডও ভেঙেছে শাহরুখের জওয়ান।
শাহরুখের স্পাই থ্রিলার ‘পাঠান’, এই বছরের শুরুতে মুক্তি পেয়ে ১০০০ কোটি রুপির চেয়ে বেশি আয় করেছিল। সিনেমাটি ৩২ কোটি রুপির অগ্রিম বুকিং করেছিল, যা যেকোনো হিন্দি সিনেমার জন্য সর্বোচ্চ। এস এস রাজামৌলির তেলুগু সিনেমা ‘আরআরআর’ গত বছর অগ্রিম বুকিংয়ে ৫৮ কোটি রুপির ব্যবসা করেছিল। ‘জওয়ান’-এর এখনো অগ্রিম বুকিংয়ের জন্য আরও পাঁচ দিন সময় বাকি আছে। তাই এখনো সম্ভাবনা আছে শাহরুখ ‘জওয়ান’ দিয়ে পাঠানের রেকর্ড ভেঙে দেবেন।
বক্স অফিসে পাঠানঝড়ের পর, এবার ‘জওয়ান’ সুনামির অপেক্ষায় শাহরুখ ভক্তরা। ২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় রিলিজ হতে চলেছে। পাঁচ বছরের অপেক্ষা সুদে-আসলে যেন পুষিয়ে দিচ্ছেন বলিউড বাদশা শাহরুখ।
‘জওয়ান’ পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। এটিই শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। এই সিনেমায় দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে প্রথমবার পর্দায় রোমান্স করতে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। এ ছাড়া দেখা মিলবে সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি হাঁটুর ক্ষত সারাতে নিজের প্রস্রাব পান করেছেন বলে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তোলেন। তাঁর বক্তব্যের কয়েক দিন পর ‘আশিকি’ সিনেমার অভিনেত্রী অনু আগারওয়ালও জানালেন, তিনিও প্রস্রাব পান করেছেন এবং এর স্বাস্থ্য উপকারিতা পেয়েছেন।
২ ঘণ্টা আগেফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১ দিন আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
১ দিন আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগে