অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তবে এ সাফল্য একদিনে আসেনি, সাফল্য অর্জনের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্মরণ করেছেন তাঁর ও পরিবারের জীবনযুদ্ধের কথা।
এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমার দিল্লির চাঁদনি চকে তাঁর জীবনের প্রথম দিনগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘চাঁদনি চকের একই বাড়িতে আমরা ২৪ জন থাকতাম। তখন আমরা সবাই একই ঘরে ঘুমাতাম। সকালে শরীরচর্চার জন্য আমরা সবাই একে অপরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতাম।’
অক্ষয় এরপর তাঁর পরিবারের নয়াদিল্লি থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ার স্মৃতিচারণ করেন। তখন ১০০ রুপির ভাড়া বাসায় মুম্বাইয়ের সাইন কোলিওয়াড়া এলাকায় তাঁর পরিবার বসবাস করত। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরের শপথ করে বলছি, এমন একটি দিনও ছিল না যেদিন আমরা হাসতাম না। এখন আমাদের সামর্থ্য আছে, এরপরও মাঝে মাঝে আমরা দুঃখ পাই। কিন্তু তখন দুঃখের কিছু ছিল না, কষ্টের মধ্যেও আমরা খুশি ছিলাম।’
অক্ষয় কুমার আরও বলেন যে তাঁর পরিবার সিনেমা দেখার জন্য শনিবার একবেলা খাবার না খেয়ে থাকত। তাঁর কথায়, ‘টিকিটের টাকা বাঁচাতে আমরা সকালে খাবার খেতাম না।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। সিনেমাটির মাধ্যমে আবারও বক্স অফিসে ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। গত আগস্টে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ বক্স অফিসে সাফল্য পেলেও, মিশন রানিগঞ্জের ক্ষেত্রে তেমনটা হলো না। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁর আর পরিণীতি চোপড়া-র সিনেমার গায়ে সেঁটে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা।
মুক্তির দিনে ২.৮ কোটি আয় দিয়ে শুরু করে গত ৬ দিনে ভারতের বাজার থেকে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৯০ কোটি রুপি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তবে এ সাফল্য একদিনে আসেনি, সাফল্য অর্জনের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্মরণ করেছেন তাঁর ও পরিবারের জীবনযুদ্ধের কথা।
এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমার দিল্লির চাঁদনি চকে তাঁর জীবনের প্রথম দিনগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘চাঁদনি চকের একই বাড়িতে আমরা ২৪ জন থাকতাম। তখন আমরা সবাই একই ঘরে ঘুমাতাম। সকালে শরীরচর্চার জন্য আমরা সবাই একে অপরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতাম।’
অক্ষয় এরপর তাঁর পরিবারের নয়াদিল্লি থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ার স্মৃতিচারণ করেন। তখন ১০০ রুপির ভাড়া বাসায় মুম্বাইয়ের সাইন কোলিওয়াড়া এলাকায় তাঁর পরিবার বসবাস করত। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরের শপথ করে বলছি, এমন একটি দিনও ছিল না যেদিন আমরা হাসতাম না। এখন আমাদের সামর্থ্য আছে, এরপরও মাঝে মাঝে আমরা দুঃখ পাই। কিন্তু তখন দুঃখের কিছু ছিল না, কষ্টের মধ্যেও আমরা খুশি ছিলাম।’
অক্ষয় কুমার আরও বলেন যে তাঁর পরিবার সিনেমা দেখার জন্য শনিবার একবেলা খাবার না খেয়ে থাকত। তাঁর কথায়, ‘টিকিটের টাকা বাঁচাতে আমরা সকালে খাবার খেতাম না।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। সিনেমাটির মাধ্যমে আবারও বক্স অফিসে ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। গত আগস্টে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ বক্স অফিসে সাফল্য পেলেও, মিশন রানিগঞ্জের ক্ষেত্রে তেমনটা হলো না। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁর আর পরিণীতি চোপড়া-র সিনেমার গায়ে সেঁটে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা।
মুক্তির দিনে ২.৮ কোটি আয় দিয়ে শুরু করে গত ৬ দিনে ভারতের বাজার থেকে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৯০ কোটি রুপি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে