Ajker Patrika

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সৌদি আরব, সৌদি মডেলের দাবি

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২: ২৩
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সৌদি আরব, সৌদি মডেলের দাবি

বিশ্বসুন্দরী (মিস ইউনিভার্স) প্রতিযোগিতায় প্রথমবারের মতো সৌদি আরব অংশ নিতে যাচ্ছে বলে দাবি করেছেন সৌদি মডেল রুমি আল-কাহতানি। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় তিনি নিজেই অংশ নিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন। 

সৌদি পতাকা হাতে পোজ দেওয়া একটি ছবি যুক্ত করে ইনস্টাগ্রামে রুমি আল-কাহতানি আরবি ভাষায় লিখেছেন, ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’ 

তিনি আরও লিখেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত।’ 

প্রথম কোনো সৌদি মডেল হিসেবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন রুমি আল-কাহতানি। ছবি: ইনস্টাগ্রাম

রিয়াদে জন্মগ্রহণকারী এই মডেল এর আগে একাধিক সুন্দরী প্রতিযোগিতায় জিতেছেন। মিস আরব পিস, মিস প্ল্যানেট, মিস মিডল ইস্ট এবং আরও অনেক ইভেন্টে তিনি সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন। 

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হন তিনি। ছবি: ইনস্টাগ্রামইনস্টাগ্রামে আল-কাহতানির ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। 

বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে সৌদি আরবের ঐতিহ্যবাহী এবং স্থানীয়ভাবে ডিজাইন করা পোশাক পরতে দেখা গেছে। 

ইনস্টাগ্রামে ১০ লাখের বেশি ফলোয়ার রয়েছে রুমির। ছবি: ইনস্টাগ্রামসংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, আন্তর্জাতিক আয়োজনগুলোতে তিনি সৌদি আরবের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত