Ajker Patrika

ঐশ্বরিয়া পরিবারে জন্মদিনের আয়োজনে গেলেন না অভিষেক

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২: ১২
ঐশ্বরিয়া পরিবারে জন্মদিনের আয়োজনে গেলেন না অভিষেক

বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। দাম্পত্য কলহের গুঞ্জনের মধ্যেই একের পর এক ঘটে চলেছে আগুনে ঘি ঢালার মতো ঘটনা। ঐশ্বরিয়া রাইয়ের বাড়িতে চলছিল জন্মদিনের অনুষ্ঠান। আর ওই দিন সেখানে না গিয়ে অভিষেক বচ্চন গেলেন ভোপালে। এ নিয়ে শুরু হয় আবার জল্পনা-কল্পনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। 

একদিকে গতকাল বুধবার দিনভর খবরের শিরোনামে ছিলেন অভিষেক বচ্চন। এদিন প্রকাশ্যে এসেছে তাঁর নতুন ছবির টিজার। এরই মধ্যে দিদিমা (নানি) ইন্দিরা ভাদুড়ি অসুস্থতার খবরে পারিবারিক অনুষ্ঠানে যোগ না দিয়ে ছুটে যান সেখানে। 

একদিকে যখন অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন চরমে, সেই আবহে ঐশ্বরিয়ার পরিবারের অনুষ্ঠানে দেখা মিলল না অভিষেকের। ফলে আগুনে পড়ে ঘি। 

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, অভিষেক বচ্চন ভোপাল গিয়েছেন তাঁর অসুস্থ দিদিমা ইন্দিরা ভাদুড়ির দেখভাল করতে। অভিনেতার এই পদক্ষেপ নিশ্চিতভাবে পারিবারিক বন্ধনের কথা মনে করিয়ে দিচ্ছে আরও একবার। বরাবরই বচ্চন পরিবার প্রিয়জনদের সঙ্গে থাকা, একে অপরের পাশে থাকার প্রতি নজর দিয়েছে এবং এই মুহূর্তে অসুস্থ দিদিমার পাশে যে নাতি থাকবে, তা ভীষণভাবেই প্রত্যাশিত। 

অন্যদিকে, ইন্দিরা ভাদুড়ির দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা। সেই সঙ্গে প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর মাহাত্ম্যও আলোচনায় উঠে এসেছে। 

বুধবারই পরবর্তী ছবির ঘোষণা করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। পরিচালক সুজিত সরকারের সঙ্গে আসছে তাঁর নতুন কাজ। নিজের সোশ্যাল মিডিয়া এক্স-হ্যান্ডলে অভিষেক বচ্চন ছবির নাম ঘোষণা করে টিজার পোস্ট করেন। ছবির নাম ‘আই ওয়ান্ট টু টক’। ২২ নভেম্বর এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত