বিনোদন ডেস্ক
হলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে। ফিরে আসা আর তার হয় না।
এভাবে কেটেছে আরও দুই সিজন। প্রতিটি সিজন তুমুল হিট। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র।
তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ। টিজার প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প—ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।
সামিটে টিজার প্রকাশের পাশাপাশি পঞ্চায়েতের নেপথ্যের কাহিনি জানিয়েছেন নির্মাতা। জানান গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথাও। পঞ্চায়েতের সাফল্যের সূত্র ধরে ‘দোপাহিয়া’ নামে আরেকটি গ্রামীণ গল্পের সিরিজ এসেছে প্রাইম ভিডিওতে। এটিও দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। একই প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে ‘গ্রামীণ চিকিৎসালয়’ সিরিজ।
নির্মাতা দীপকের আশা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমাগুলোতে যেমন এক সিনেমার চরিত্রদের আরেক সিনেমায় দেখায়, ভবিষ্যতে গ্রামীণ গল্পের সিরিজগুলোতেও এমন ক্রসওভার ঘটলে বিষয়টি দারুণ হবে।
হলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
২০২০ সালের এপ্রিলে আমাজন প্রাইম ভিডিওতে প্রথম এসেছিল ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজ। শহরে বড় হওয়া অভিষেক নামের এক তরুণ চাকরি না পেয়ে বাধ্য হয়ে ফুলেরা নামক এক গ্রামের পঞ্চায়েতের সচিব পদে যোগ দেয়। তবে গ্রামীণ পরিবেশে মানিয়ে নিতে পারে না। ভালো চাকরিতে ফিরতে চায় প্রাণপণে। কিন্তু ধীরে ধীরে গ্রামের মানুষ, প্রতিদিনের গল্প আর গ্রাম্য রাজনীতিতে জড়িয়ে পড়ে। ফিরে আসা আর তার হয় না।
এভাবে কেটেছে আরও দুই সিজন। প্রতিটি সিজন তুমুল হিট। পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হলো পুরো কাহিনির মধ্যে নানা ছোট ছোট গল্প থাকে। তাতে গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব ইত্যাদি ফুটে ওঠে। রক্তের স্রোত না দেখিয়েও যে গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ফুটিয়ে তোলা যায় কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র।
তিনটি সিজনের সাফল্যের পর এবার আসছে পঞ্চায়েতের চতুর্থ সিজন। সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটে সিরিজটির টিজার অবমুক্ত করেন দীপক মিশ্র, চিত্রনাট্যকার চন্দন কুমার, অভিনেতা জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, সুনীতা রাজওয়ার প্রমুখ। টিজার প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ২ জুলাই প্রকাশ পাবে পঞ্চায়েতের চতুর্থ সিজন। এ সিজনের গল্প—ফুলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ। নির্বাচনে মুখোমুখি প্রধানজির স্ত্রী মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী। ভোটের মাঠে তাদের জোর টক্করের পাশাপাশি থাকবে অভিষেক, প্রহ্লাদ, বিকাশ, সানভিকাদের গল্পও।
সামিটে টিজার প্রকাশের পাশাপাশি পঞ্চায়েতের নেপথ্যের কাহিনি জানিয়েছেন নির্মাতা। জানান গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথাও। পঞ্চায়েতের সাফল্যের সূত্র ধরে ‘দোপাহিয়া’ নামে আরেকটি গ্রামীণ গল্পের সিরিজ এসেছে প্রাইম ভিডিওতে। এটিও দারুণভাবে গ্রহণ করেছে দর্শক। একই প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় আছে ‘গ্রামীণ চিকিৎসালয়’ সিরিজ।
নির্মাতা দীপকের আশা, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমাগুলোতে যেমন এক সিনেমার চরিত্রদের আরেক সিনেমায় দেখায়, ভবিষ্যতে গ্রামীণ গল্পের সিরিজগুলোতেও এমন ক্রসওভার ঘটলে বিষয়টি দারুণ হবে।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৩ ঘণ্টা আগেকণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন...
৫ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৫ ঘণ্টা আগেসদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ...
৫ ঘণ্টা আগে