বিনোদন ডেস্ক
বিটিভি
আনন্দ মেলা (ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর): উপস্থাপনায় মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। গান গাইবেন রুনা লায়লা, ইমরান ও কণা। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।
ইত্যাদি (ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর): রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। প্রথমবারের মতো গান গাইবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। চারটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে এবার। এতে অংশ নিয়েছেন তিন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ এবং ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী প্রমুখ।
এটিএন
বিনোদন মেলা (ঈদের দিন রাত সাড়ে ১০টা): আলী আজগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে রয়েছে নাচ, গান, স্কিট, স্ট্যাডআপ কমেডিসহ অনেক আয়োজন। বিভিন্ন বিষয়ভিত্তিক স্কিটে অংশ নিয়েছেন হায়দার আলী, হারুন কিসিঞ্জার, শাহীন খান, মোনা সিদ্দিক হৃদয়, সাইফুল, জ্যোতি প্রমুখ। সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ঐশী।
আ ডে উইথ ইমরান (ঈদের পরদিন রাত সাড়ে ১০টা): শীতলক্ষ্যা নদীতে ইয়ট ভ্রমণের মাধ্যমে সংগীতশিল্পী ইমরানের সঙ্গে আড্ডা ও আলাপচারিতায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ (ঈদের পরদিন বিকেল ৪টা ৩০ মিনিট): পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ।
মাছরাঙা
রাঙা সকাল (ঈদের দিন থেকে ৭ দিন, সকাল ৭টা): রুম্মান রশীদ খান ও লাবণ্যের সঞ্চালনায় প্রতিদিন একজন শোবিজ তারকা নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। প্রথম দিন অতিথি সংগীতশিল্পী লুইপা, দ্বিতীয় দিন চিত্রনায়িকা শাবনাজ, তৃতীয় দিন গীতিকার কবির বকুল।
আরটিভি
ঈদ কার্নিভাল (ঈদের দিন থেকে ৭ দিন, সন্ধ্যা ৬টা): ইমতু রাতিশের উপস্থাপনায় প্রতিদিন উপস্থিত থাকবেন একজন করে তারকা। প্রযোজক দীপু হাজরা।
বিটিভি
আনন্দ মেলা (ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর): উপস্থাপনায় মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। গান গাইবেন রুনা লায়লা, ইমরান ও কণা। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।
ইত্যাদি (ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর): রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। প্রথমবারের মতো গান গাইবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। চারটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে এবার। এতে অংশ নিয়েছেন তিন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ এবং ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী প্রমুখ।
এটিএন
বিনোদন মেলা (ঈদের দিন রাত সাড়ে ১০টা): আলী আজগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে রয়েছে নাচ, গান, স্কিট, স্ট্যাডআপ কমেডিসহ অনেক আয়োজন। বিভিন্ন বিষয়ভিত্তিক স্কিটে অংশ নিয়েছেন হায়দার আলী, হারুন কিসিঞ্জার, শাহীন খান, মোনা সিদ্দিক হৃদয়, সাইফুল, জ্যোতি প্রমুখ। সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ঐশী।
আ ডে উইথ ইমরান (ঈদের পরদিন রাত সাড়ে ১০টা): শীতলক্ষ্যা নদীতে ইয়ট ভ্রমণের মাধ্যমে সংগীতশিল্পী ইমরানের সঙ্গে আড্ডা ও আলাপচারিতায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
চ্যানেল আই
কৃষকের ঈদ আনন্দ (ঈদের পরদিন বিকেল ৪টা ৩০ মিনিট): পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ।
মাছরাঙা
রাঙা সকাল (ঈদের দিন থেকে ৭ দিন, সকাল ৭টা): রুম্মান রশীদ খান ও লাবণ্যের সঞ্চালনায় প্রতিদিন একজন শোবিজ তারকা নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। প্রথম দিন অতিথি সংগীতশিল্পী লুইপা, দ্বিতীয় দিন চিত্রনায়িকা শাবনাজ, তৃতীয় দিন গীতিকার কবির বকুল।
আরটিভি
ঈদ কার্নিভাল (ঈদের দিন থেকে ৭ দিন, সন্ধ্যা ৬টা): ইমতু রাতিশের উপস্থাপনায় প্রতিদিন উপস্থিত থাকবেন একজন করে তারকা। প্রযোজক দীপু হাজরা।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে