Ajker Patrika

ম্যাগাজিন ও সেলিব্রিটি শো

বিনোদন ডেস্ক
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় সাদিয়া ইসলাম মৌ
বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় সাদিয়া ইসলাম মৌ

বিটিভি

আনন্দ মেলা (ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর): উপস্থাপনায় মামনুন ইমন ও মাসুমা রহমান নাবিলা। গান গাইবেন রুনা লায়লা, ইমরান ও কণা। জনপ্রিয় নয়টি গানের কোলাজে নৃত্যে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও চিত্রনায়িকা শবনম বুবলী।

ইত্যাদি (ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর): রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। প্রথমবারের মতো গান গাইবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। চারটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে এবার। এতে অংশ নিয়েছেন তিন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ এবং ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী প্রমুখ।

এটিএন

বিনোদন মেলা (ঈদের দিন রাত সাড়ে ১০টা): আলী আজগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে রয়েছে নাচ, গান, স্কিট, স্ট্যাডআপ কমেডিসহ অনেক আয়োজন। বিভিন্ন বিষয়ভিত্তিক স্কিটে অংশ নিয়েছেন হায়দার আলী, হারুন কিসিঞ্জার, শাহীন খান, মোনা সিদ্দিক হৃদয়, সাইফুল, জ্যোতি প্রমুখ। সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী কাজী শুভ ও ঐশী।

আ ডে উইথ ইমরান (ঈদের পরদিন রাত সাড়ে ১০টা): শীতলক্ষ্যা নদীতে ইয়ট ভ্রমণের মাধ্যমে সংগীতশিল্পী ইমরানের সঙ্গে আড্ডা ও আলাপচারিতায় সাজানো হয়েছে অনুষ্ঠানটি।

চ্যানেল আই

কৃষকের ঈদ আনন্দ (ঈদের পরদিন বিকেল ৪টা ৩০ মিনিট): পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ।

মাছরাঙা

রাঙা সকাল (ঈদের দিন থেকে ৭ দিন, সকাল ৭টা): রুম্মান রশীদ খান ও লাবণ্যের সঞ্চালনায় প্রতিদিন একজন শোবিজ তারকা নিজেদের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। প্রথম দিন অতিথি সংগীতশিল্পী লুইপা, দ্বিতীয় দিন চিত্রনায়িকা শাবনাজ, তৃতীয় দিন গীতিকার কবির বকুল।

আরটিভি

ঈদ কার্নিভাল (ঈদের দিন থেকে ৭ দিন, সন্ধ্যা ৬টা): ইমতু রাতিশের উপস্থাপনায় প্রতিদিন উপস্থিত থাকবেন একজন করে তারকা। প্রযোজক দীপু হাজরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত