হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
হিন্দি বিনোদন জগতের বহুমুখী প্রতিভার অধিকারী বিগ বস-১৮ বিজয়ী করণ বীর মেহরা। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। বিগ বস তাঁকে ভারতজুড়ে আরও এক নতুন পরিচয় এনে দিয়েছে। প্রতিভাবান তরুণ অভিনেতা থেকে বনে গেছেন জনপ্রিয় তারকা।
দিল্লিতে জন্ম ও বেড়ে ওঠা করণের। শিক্ষাজীবন শুরু হয় মুসৌরির ওয়েনবার্গ অ্যালেন স্কুলে এবং পরে দিল্লি পাবলিক স্কুলে (ডিপিএস)। এখান থেকেই তাঁর শৃঙ্খলাপূর্ণ ও উচ্চাভিলাষী মনোভাবের ভিত্তি তৈরি হয়। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞাপন ও বিক্রয় প্রচার নিয়ে পড়াশোনা করলেও অভিনয়ের প্রতি তাঁর গভীর টান শোবিজ দুনিয়ায় নিয়ে আসে। প্রয়াত দাদার প্রতি ভালোবাসা জানিয়ে তিনি নিজের নামের সঙ্গে ‘বীর’ যুক্ত করেন।
করণ প্রথম দর্শকের মন জয় করেন ২০০৫ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘রিমিক্স’-এর মাধ্যমে। এরপর একের পর এক ভিন্নধর্মী চরিত্রে তিনি নিজেকে প্রমাণ করেন। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে বিবি অউর ম্যায় এবং জিদ্দি দিল মানে না। শুধু ছোট পর্দায় নয়, বলিউডেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেরে ড্যাড কি মারুতি’ এবং ‘রাগিনি এমএমএস ২’। এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি কাজ করেছেন, যেমন ‘ইটস নট দ্যাট সিম্পল’ এবং ‘কাপল অব মিস্টেকস’।
পর্দার বাইরে করণ তাঁর কর্মক্ষমতা প্রমাণ করেছেন ফিয়ার ফ্যাক্টর: খত্রোকে খিলাড়ি ১৪-এর বিজয়ী হয়ে। এ ছাড়া সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও তিনি কাজ করেছেন।
তাঁর সর্বশেষ সাফল্য বিগ বস ১৮-এর শিরোপা জয়। এ জয় তাঁকে শুধু একজন প্রতিভাবান তারকা নয়, বরং এক অদম্য ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে