Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২২: ৪৮
‘কিস্তিমাত’ সিনেমার দৃশ্য
‘কিস্তিমাত’ সিনেমার দৃশ্য

কিস্তিমাত (বাংলা সিনেমা)

  • অভিনয়: তাপস কুমার মৃধা, রচি রিচ।
  • মুক্তি: ৬ মার্চ, আইস্ক্রিন।
  • গল্পসংক্ষেপ: গেম শো কিস্তিমাত। ১১টি প্রশ্নের উত্তর দিতে পারলেই ১০ লাখ টাকা। বন্ধুর জন্য রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুলে নিজের নামে রেজিস্ট্রেশন করে নূর। সহজসরল ও বোকা ধরনের মানুষ সে। সবাই ধরেই নেয় এই গেম শোতে নিশ্চিত হারবে সে। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করতে গেম শোতে যাওয়ার আগে জেতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে নূর।

বাঘা যতীন (বাংলা সিনেমা)

  • অভিনয়: দেব, সৃজা দত্ত, সুদিপ্তা চক্রবর্তী।
  • মুক্তি: ৭ মার্চ, হইচই।
  • গল্পসংক্ষেপ: বাঙালি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হয়েছে বাঘা যতীন। কথিত আছে, বিপ্লবী যতীন্দ্রনাথ একবার খালি হাতে বাঘ মেরেছিলেন, তাই তাঁর নাম হয়ে যায় বাঘা যতীন। সেই নামেই তিনি বেশি পরিচিত। সেই বাঙালি স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথের সশস্ত্র বিপ্লব, ব্রিটিশবিরোধী আন্দোলন এবং আত্মত্যাগের ঘটনা নিয়েই তৈরি হয়েছে বাঘা যতীন সিনেমাটি।

থান্ডেল (তেলুগু সিনেমা)

  • অভিনয়: নাগা চৈতন্য, সাই পল্লবী।
  • মুক্তি: ৭ মার্চ, নেটফ্লিক্স।
  • গল্পসংক্ষেপ: সত্য ঘটনা অবলম্বনে তৈরি সিনেমাটির গল্প রাজু নামের এক জেলেকে নিয়ে। শ্রীকাকুলামের বাসিন্দা রাজু মাছ শিকারে সাগরে যায়। নিজের অজান্তেই সে আন্তর্জাতিক জলসীমায় ভেসে যায় এবং পাকিস্তানে ধরা পড়ে। এরপর শুরু হয় তার নিজ দেশে, নিজ গৃহে, আপন মানুষের কাছে ফেরার কঠিন সংগ্রাম।

‘নাদানিয়া’ সিনেমার দৃশ্য
‘নাদানিয়া’ সিনেমার দৃশ্য

নাদানিয়া (হিন্দি সিনেমা)

অভিনয়: ইব্রাহিম আলী খান, খুশি কাপুর, মহিমা চৌধুরী, সুনীল শেঠি।

মুক্তি: ৭ মার্চ, নেটফ্লিক্স

গল্পসংক্ষেপ: অর্জুন ও পিয়া একই কলেজে পড়ে। পিয়া বেশ বোল্ড আর প্রাণখোলা মেয়ে। দক্ষিণ দিল্লির বাসিন্দা। অন্যদিকে নয়ডার সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে অর্জুন। ভিন্ন পরিবেশের দুই ছেলে-মেয়ের অবুঝ প্রেমের গল্প নাদানিয়া। পিয়ার বয়ফ্রেন্ড হিসেবে অভিনয় করে প্রতি মাসে ২৫ হাজার টাকা পায় অর্জুন। একসময় এক দ্বন্দ্বের কারণে ভরা কলেজে সবার সামনে প্রকাশ পেয়ে যায় অর্জুন-পিয়ার গোপন বোঝাপড়ার কথা। অভিনয় করে যাওয়া সম্পর্কটা ভেঙে যায় তাদের। কিন্তু এই কদিনে নিজেদের মনের ভেতর হয়ে ওঠা নতুন বোঝাপড়াটার মুখোমুখি হতে শুরু করে দুজনেই। অর্জুন চরিত্র দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের, তার বিপরীতে পিয়া চরিত্রে আছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত