বিনোদন ডেস্ক
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সময়ের বিবর্তনে ধুলা পড়া ঝাপসা প্রিন্টকে মুক্তির ৫৫ বছর পর আবার ঝকঝকে করে তোলা হয়েছে। ফোর-কে ভার্সনে রিস্টোরেশন করা হয়েছে অরণ্যের দিনরাত্রি। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো।
১৯ মে প্যারিসের বুনুয়েল থিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে প্রদর্শিত হয় অরণ্যের দিনরাত্রি। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সিনেমার দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি ও মেয়ের ডিজাইন করা গয়নায় সেজে উঠেছিলেন শর্মিলা ঠাকুর। আর সিমি গারেওয়ালকে দেখা গেছে শ্বেতশুভ্র পোশাকে। অরণ্যের দিনরাত্রির এই বিশেষ প্রদর্শনী উপস্থাপন করেন সত্যজিৎ রায়ের অনুরাগী, আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন।
রেগে গেলেন ডেনজেল
স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমা নিয়ে ১৯৯৩ সালের পর এবারই প্রথম কান উৎসবে এসেছিলেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে রেড কার্পেটে ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। হাইয়েস্ট টু লোয়েস্ট সিনেমার প্রদর্শনীর আগে সম্মানজনক পাম দ্য’র পুরস্কারে সম্মানিত করা হয় ডেনজেল ওয়াশিংটনকে। তাঁর অভিনীত হাইয়েস্ট টু লোয়েস্ট কানে প্রায় ৬ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট।
১২ মিনিটের অভেশন পেল ‘আলফা’
চার বছর আগে ‘টাইটান’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন ফরাসি নির্মাতা জুলিয়া ডুকারনাউ। এ বছর তিনি কানে এসেছিলেন নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে। এবারও তুমুল সাড়া পেলেন। প্রিমিয়ারে সিনেমাটি ১২ মিনিটের অভেশন পায়। আশি ও নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার গল্প ১৩ বছরের কিশোরী আলফাকে ঘিরে, যে তার মায়ের সঙ্গে থাকে। প্রিমিয়ারে এসেছিলেন আলফার অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি, তাহার রহিম, এমা ম্যাকি, ফিনেগান ওল্ডফিল্ড ও লুয়াই এল আমরোসি।
প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সময়ের বিবর্তনে ধুলা পড়া ঝাপসা প্রিন্টকে মুক্তির ৫৫ বছর পর আবার ঝকঝকে করে তোলা হয়েছে। ফোর-কে ভার্সনে রিস্টোরেশন করা হয়েছে অরণ্যের দিনরাত্রি। কান উৎসবের ক্ল্যাসিকস বিভাগে ১৯ মে পুনরুদ্ধার করা সেই সংস্করণ দর্শক উপভোগ করলেন প্রথমবারের মতো।
১৯ মে প্যারিসের বুনুয়েল থিয়েটারে বাংলাদেশ সময় রাত ১১টার দিকে প্রদর্শিত হয় অরণ্যের দিনরাত্রি। স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন সিনেমার দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল। রেড কার্পেটে জমকালো সবুজ শাড়ি ও মেয়ের ডিজাইন করা গয়নায় সেজে উঠেছিলেন শর্মিলা ঠাকুর। আর সিমি গারেওয়ালকে দেখা গেছে শ্বেতশুভ্র পোশাকে। অরণ্যের দিনরাত্রির এই বিশেষ প্রদর্শনী উপস্থাপন করেন সত্যজিৎ রায়ের অনুরাগী, আমেরিকান পরিচালক ওয়েস অ্যান্ডারসন।
রেগে গেলেন ডেনজেল
স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ সিনেমা নিয়ে ১৯৯৩ সালের পর এবারই প্রথম কান উৎসবে এসেছিলেন অভিনেতা ডেনজেল ওয়াশিংটন। ১৯ মে সিনেমাটির প্রিমিয়ার হয় উৎসবে। তার আগে রেড কার্পেটে ফটোগ্রাফারদের সঙ্গে একচোট ঝগড়া হয়ে যায় ডেনজেলের। ছবি তোলার সময় তারকাদের দৃষ্টি আকর্ষণের জন্য অনেক সময় চিৎকার করে নাম ধরে ডাকেন ছবিশিকারিরা। এক ফটোগ্রাফার চিৎকার করায় ডেনজেল ওয়াশিংটন পাল্টা চিৎকার করে তাঁকে থামতে বলেন। ঘটনা সমাধানের জন্য মুহূর্তেই এগিয়ে আসেন আরও অনেকে। ফলে পরিস্থিতি বেশি দূর গড়ায়নি। হাইয়েস্ট টু লোয়েস্ট সিনেমার প্রদর্শনীর আগে সম্মানজনক পাম দ্য’র পুরস্কারে সম্মানিত করা হয় ডেনজেল ওয়াশিংটনকে। তাঁর অভিনীত হাইয়েস্ট টু লোয়েস্ট কানে প্রায় ৬ মিনিটের স্ট্যান্ডিং অভেশন পেয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২২ আগস্ট।
১২ মিনিটের অভেশন পেল ‘আলফা’
চার বছর আগে ‘টাইটান’ সিনেমার জন্য স্বর্ণপাম জিতেছিলেন ফরাসি নির্মাতা জুলিয়া ডুকারনাউ। এ বছর তিনি কানে এসেছিলেন নতুন সিনেমা ‘আলফা’ নিয়ে। এবারও তুমুল সাড়া পেলেন। প্রিমিয়ারে সিনেমাটি ১২ মিনিটের অভেশন পায়। আশি ও নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমার গল্প ১৩ বছরের কিশোরী আলফাকে ঘিরে, যে তার মায়ের সঙ্গে থাকে। প্রিমিয়ারে এসেছিলেন আলফার অভিনেত্রী গোলশিফতেহ ফারহানি, তাহার রহিম, এমা ম্যাকি, ফিনেগান ওল্ডফিল্ড ও লুয়াই এল আমরোসি।
এ বছরের শুরু থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার রয়েছে।
১২ ঘণ্টা আগেলন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
১ দিন আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
১ দিন আগে