সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।
সালমান খান আর তাঁর বোন জামাই আয়ুষ শর্মা অভিনীত ছবি ‘অন্তিম’ ছবি বহুদিন ধরে আলোচনায়। আগামী ২৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। ছবিটির অভিনেতা আয়ুষ শর্মা জানিয়েছেন, বেশকিছু বিষয় নিয়ে সংকোচ থাকায় সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করতে চাননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন আয়ুষ।
সাক্ষাৎকারে তিনি বলেন, সালমান খান এই সিনেমায় থাকছেন শুনে বেশ চিন্তিত ছিলাম। আমার মনে হচ্ছিল, এই সিনেমা দেখে দর্শকরা অনেক মন্তব্য করবে। এর মধ্যে ‘স্বজনপ্রীতি’ একটা অন্যতম আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও আমি ছবিটিতে অভিনয় করার সুযোগ প্রত্যাখ্যান করতে পারিনি।
আয়ুষ বলেন, একদম শুরুর দিকে অন্তিম সিনেমার সালমান খানের কাজ করার ব্যপারে আমি বিরোধি ছিলাম। আমি তাঁকে বলছিলাম যে এই সিনেমাটি করতে চাইনা। এমনকি তিনি যেন এই কাজটি না করেন এজন্য তাঁকে বোঝাতে, আমি পরিবারের সবার কাছে গিয়েছি।
একই পরিবারের হওয়ার ফলে সিনেমার বিষয়টি ছাড়াও বেশ কিছু বিষয় দর্শক স্বজনপ্রীতির অভিযোগ তৈরি তুলতে পারে বলে মনে করেন আয়ুষ।
উল্লেখ্য, অন্তিম একটি পুরোদস্তুর একটি অ্যাকশন সিনেমা। আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মহেশ মাঞ্জরেকার নির্দেশনায় নির্মিত অন্তিম সিনেমাটি। এই সিনেমায় কাজ করছেন সালমান খানের পালক ছোট বোনের স্বামী আয়ুষ শর্মা। এর আগে ২০১৮ সালে সালমান খান প্রোযোজিত ‘লাভযাত্রী’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে সূচনা ঘটে আয়ুষ শর্মার ।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৫ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে