কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ আছেন কানাডায়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তাঁর ছেলে নিবিড়। সেই থেকে ছেলেকে সুস্থ করে তোলার তুমুল এক লড়াইয়ে কুমার বিশ্বজিৎ। গান ছেড়েছেন, দেশ ছেড়েছেন। স্ত্রীকে সঙ্গে নিয়ে দিনের পর দিন হাসপাতালে ছেলের পাশে থেকেছেন। বিশ্বজিৎ জানালেন, খুব ধীরে হলেও ছেলে নিবিড় সুস্থ হয়ে উঠছে। তিনি নিজেও আবার ফিরছেন গানে, আগামী মাস থেকেই অংশ নেবেন কনসার্টে। মোবাইল ফোনে তাঁর সঙ্গে কথা বলেছেন এম এস রানা।
এম এস রানা
কেমন আছেন?
আগের চেয়ে একটু ভালো আছি। অনেক সময় লাগলেও নিবিড় (কুমার বিশ্বজিতের ছেলে) খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সৃষ্টিকর্তার অশেষ দয়া, তিনি আমাদের ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ আমার ভক্তদের, সবাই নিবিড়ের জন্য অনেক দোয়া করেছেন।
আপনার কাজের কী অবস্থা?
এত দিন আসলে তেমন কোনো কাজই করতে পারিনি। এমন পরিস্থিতিতে তো কাজ করাটা কঠিন। ছেলেটা সুস্থ হয়ে উঠুক। এই যে ছেলের কাছে আছি, ওকে ছুঁতে পারছি, আদর করতে পারছি, এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। আবার, একজন শিল্পী হিসেবে গান ছেড়ে থাকাটাও কষ্টের। তাই গানে ফেরার পরিকল্পনা করছি।
নিবিড়ের অবস্থা এখন কেমন?
আগের চেয়ে ভালো। ওর নিয়মিত চিকিৎসা চলছে। খুব ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কথা বলার চেষ্টা করে, কিন্তু এখনো পুরোপুরি কথা বলতে পারে না। তবে তার আবেগ-অনুভূতিগুলো সক্রিয় হয়ে উঠছে। আমাকে দেখলে, ওর মাকে দেখলে আনন্দিত হয়, হাসার চেষ্টা করে। আমাদের পাশে না পেলে মন খারাপ করে। সব মিলিয়ে আগের চেয়ে একটু ভালো। পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষা করছি। এটা আসলে একটা লং জার্নি। সবার কাছে দোয়া চাই, নিবিড় যেন সুস্থ হয়ে ওঠে। যে পরিস্থিতিতে আমরা এতগুলো দিন পার করেছি, এটা মেনে নেওয়া অনেক কষ্টের। নিবিড়ের সঙ্গে আমার শুধু বাবা-ছেলের সম্পর্ক নয়। ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। এমন কোনো বিষয় ছিল না, যা ওর সঙ্গে আমি শেয়ার না করতাম। নিবিড়ও সব বিষয়ে আমার সঙ্গে আলাপ করত।
নিবিড়ের মায়ের মানসিক অবস্থা এখন কেমন?
আছে মোটামুটি। ওর ওপর দিয়েও তো কম ঝড় যাচ্ছে না। আমরা দুজনেই চেষ্টা করি সব সময় নিবিড়ের পাশে থাকতে।
গত বছর বলেছিলেন গানে ফিরবেন?
হ্যাঁ। গত বছর কিছু পরিকল্পনা করেছিলাম। কিন্তু নানা কারণে সেটা আর করা যায়নি। আর ছেলের এমন পরিস্থিতিতে গান গাওয়াটাও ছিল কষ্টের। ইমোশনটা আসে না।
কনসার্টে ফিরছেন শুনলাম?
হ্যাঁ। এ বছর থেকে কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা করছি। আসলে শ্রোতারাও আমার পরিবারের অংশ। চিন্তা করে দেখলাম, শ্রোতাদের জন্য গান করা উচিত। এ বছরেই কনসার্টে ফিরছি। আগামী ২২ জুন কানাডার টরন্টোতে একটি কনসার্টে গাইব। জুলাইতে প্যারিসে কনসার্ট করব। নিউজিল্যান্ডেও কনসার্ট নিয়ে কথা চলছে। আগস্টে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট কনফার্ম করেছি। ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গান গাইব।
মিউজিশিয়ান টিমে কে কে থাকছেন?
আমার সঙ্গে যারা নিয়মিত বাজায়, তারাই থাকবে। সবাইকে এখনো কনফার্ম করা হয়নি। তবে ড্রামসে মিঠুন দাস, গিটারে রাজিব, কিবোর্ডে সোহেল আর আমার ভিডিও ও লাইট অ্যান্ড সাউন্ডে রিদওয়ানকে কনফার্ম করেছি।
দেশে আসবেন কবে? এখানে আপনার বাড়িঘর, ব্যবসা কীভাবে সামলাচ্ছেন?
চট্টগ্রামে আমার ম্যানেজারই ব্যবসা সামলাচ্ছেন। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। আর বাড়িঘর এবং ঢাকার প্রয়োজনীয় কাজগুলো অন্য একজন সামলাচ্ছে। তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমার দেশে আসাটাও জরুরি। এরই মাঝে একবার আসব। তবে কবে আসব ঠিক করিনি।
দেশে কোনো কনসার্ট বা গানের পরিকল্পনা আছে?
ইচ্ছা তো আছে। কিন্তু পরিকল্পনা সাজানো হয়নি।
আপনার অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন দেখলাম।
হ্যাঁ। আমার গানগুলো যেন ভক্তরা সহজেই শুনতে পায়, সেই উদ্দেশ্যেই চ্যানেলটা করা। কারণ শিল্পী হিসেবে দিন শেষে আমার ভক্তরাই আমার সব, তাদের ভালোবাসার কারণেই আমি আজকে কুমার বিশ্বজিৎ।
কেমন আছেন?
আগের চেয়ে একটু ভালো আছি। অনেক সময় লাগলেও নিবিড় (কুমার বিশ্বজিতের ছেলে) খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সৃষ্টিকর্তার অশেষ দয়া, তিনি আমাদের ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। ধন্যবাদ আমার ভক্তদের, সবাই নিবিড়ের জন্য অনেক দোয়া করেছেন।
আপনার কাজের কী অবস্থা?
এত দিন আসলে তেমন কোনো কাজই করতে পারিনি। এমন পরিস্থিতিতে তো কাজ করাটা কঠিন। ছেলেটা সুস্থ হয়ে উঠুক। এই যে ছেলের কাছে আছি, ওকে ছুঁতে পারছি, আদর করতে পারছি, এটাই তো আমার কাছে অনেক বড় ব্যাপার। আবার, একজন শিল্পী হিসেবে গান ছেড়ে থাকাটাও কষ্টের। তাই গানে ফেরার পরিকল্পনা করছি।
নিবিড়ের অবস্থা এখন কেমন?
আগের চেয়ে ভালো। ওর নিয়মিত চিকিৎসা চলছে। খুব ধীরে ধীরে উন্নতি হচ্ছে। কথা বলার চেষ্টা করে, কিন্তু এখনো পুরোপুরি কথা বলতে পারে না। তবে তার আবেগ-অনুভূতিগুলো সক্রিয় হয়ে উঠছে। আমাকে দেখলে, ওর মাকে দেখলে আনন্দিত হয়, হাসার চেষ্টা করে। আমাদের পাশে না পেলে মন খারাপ করে। সব মিলিয়ে আগের চেয়ে একটু ভালো। পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষা করছি। এটা আসলে একটা লং জার্নি। সবার কাছে দোয়া চাই, নিবিড় যেন সুস্থ হয়ে ওঠে। যে পরিস্থিতিতে আমরা এতগুলো দিন পার করেছি, এটা মেনে নেওয়া অনেক কষ্টের। নিবিড়ের সঙ্গে আমার শুধু বাবা-ছেলের সম্পর্ক নয়। ওর সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক। এমন কোনো বিষয় ছিল না, যা ওর সঙ্গে আমি শেয়ার না করতাম। নিবিড়ও সব বিষয়ে আমার সঙ্গে আলাপ করত।
নিবিড়ের মায়ের মানসিক অবস্থা এখন কেমন?
আছে মোটামুটি। ওর ওপর দিয়েও তো কম ঝড় যাচ্ছে না। আমরা দুজনেই চেষ্টা করি সব সময় নিবিড়ের পাশে থাকতে।
গত বছর বলেছিলেন গানে ফিরবেন?
হ্যাঁ। গত বছর কিছু পরিকল্পনা করেছিলাম। কিন্তু নানা কারণে সেটা আর করা যায়নি। আর ছেলের এমন পরিস্থিতিতে গান গাওয়াটাও ছিল কষ্টের। ইমোশনটা আসে না।
কনসার্টে ফিরছেন শুনলাম?
হ্যাঁ। এ বছর থেকে কনসার্টে অংশ নেওয়ার পরিকল্পনা করছি। আসলে শ্রোতারাও আমার পরিবারের অংশ। চিন্তা করে দেখলাম, শ্রোতাদের জন্য গান করা উচিত। এ বছরেই কনসার্টে ফিরছি। আগামী ২২ জুন কানাডার টরন্টোতে একটি কনসার্টে গাইব। জুলাইতে প্যারিসে কনসার্ট করব। নিউজিল্যান্ডেও কনসার্ট নিয়ে কথা চলছে। আগস্টে অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি কনসার্ট কনফার্ম করেছি। ২৩ আগস্ট মেলবোর্নে, ৩০ আগস্ট সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গান গাইব।
মিউজিশিয়ান টিমে কে কে থাকছেন?
আমার সঙ্গে যারা নিয়মিত বাজায়, তারাই থাকবে। সবাইকে এখনো কনফার্ম করা হয়নি। তবে ড্রামসে মিঠুন দাস, গিটারে রাজিব, কিবোর্ডে সোহেল আর আমার ভিডিও ও লাইট অ্যান্ড সাউন্ডে রিদওয়ানকে কনফার্ম করেছি।
দেশে আসবেন কবে? এখানে আপনার বাড়িঘর, ব্যবসা কীভাবে সামলাচ্ছেন?
চট্টগ্রামে আমার ম্যানেজারই ব্যবসা সামলাচ্ছেন। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়। আর বাড়িঘর এবং ঢাকার প্রয়োজনীয় কাজগুলো অন্য একজন সামলাচ্ছে। তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আমার দেশে আসাটাও জরুরি। এরই মাঝে একবার আসব। তবে কবে আসব ঠিক করিনি।
দেশে কোনো কনসার্ট বা গানের পরিকল্পনা আছে?
ইচ্ছা তো আছে। কিন্তু পরিকল্পনা সাজানো হয়নি।
আপনার অফিশিয়াল ইউটিউব চ্যানেল খুলেছেন দেখলাম।
হ্যাঁ। আমার গানগুলো যেন ভক্তরা সহজেই শুনতে পায়, সেই উদ্দেশ্যেই চ্যানেলটা করা। কারণ শিল্পী হিসেবে দিন শেষে আমার ভক্তরাই আমার সব, তাদের ভালোবাসার কারণেই আমি আজকে কুমার বিশ্বজিৎ।
ট্রাম্প বাণিজ্য দপ্তরের মতো সংশ্লিষ্ট মার্কিন সরকারি সংস্থাগুলোকে অবিলম্বে বিদেশে নির্মিত এবং যুক্তরাষ্ট্রে আনা সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমরা আবারও আমেরিকায় চলচ্চিত্র নির্মাণ করতে চাই!’
৪ ঘণ্টা আগেহলিউড যদি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ভর করে সমৃদ্ধ হতে পারে, তবে বলিউড কেন ভিলেজ সিনেম্যাটিক ইউনিভার্স (ভিসিইউ) হতে পারে না? এ আইডিয়া ‘পঞ্চায়েত’ সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্রর। গ্রামীণ গল্প নিয়ে একটি সিনেম্যাটিক ইউনিভার্স তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগেনাট্যদল এথিক মঞ্চে আনছে কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ্র নাটক ‘সুড়ঙ্গ’। এটি এথিকের ১৪তম প্রযোজনা। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। সহযোগী নির্দেশক মনি কানচন। নাটকটির প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। ২৩ মে সন্ধ্যা ৭টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে সুড়ঙ্গ নাটকের উদ্বোধনী
৬ ঘণ্টা আগেসদা হাস্যোজ্জ্বল থাকেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সমসাময়িক যে কয়েকজন শিল্পী অভিনয়ে এসেছেন, খ্যাতি পেয়েছেন—সবার চেয়ে বাবিলই বেশি আন্তরিক। ভক্ত কিংবা পাপারাজ্জি, যে কারও সঙ্গেই সহজে মিশে যান তিনি। সেই বাবিলকে হঠাৎ কান্নায় ভেঙে পড়তে দেখে মন ভেঙেছে সবার। ইরফানপুত্রের জন্য উদ্বেগ...
৬ ঘণ্টা আগে