নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটির পয়লা বৈশাখ ও এর পরদিন দুটো প্রদর্শনী হচ্ছে।
প্রাঙ্গণেমোরের কর্ণধার অনন্ত হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। আমরা আগামীকাল ও পরের দিন শো দুটো করছি। আমাদের কাজ যেহেতু নাটক প্রদর্শনী, তাই আমাদের নাটক বন্ধ হওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেটি আর হবে না।’
বাংলাদেশ মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ আহমেদও জানিয়েছেন, প্রাঙ্গণেমোরের সঙ্গে আলোচনা হয়েছে। নাটকের প্রদর্শনী হচ্ছে কাল।
আজ সকালে অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা এক ফেসবুক পোস্টে জানান, চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখে মহিলা সমিতির মঞ্চে তাঁরা নাটক করতে পারছেন না। তিনি লেখেন, ‘মহিলা সমিতি আজ সকাল দশটায় ফোন করে জানাল তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী করতে দেওয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের ‘‘শেষের কবিতা’’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা।’
অনন্ত হিরা আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের?’
এর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে প্রাঙ্গণেমোর থেকে জানানো হয়েছে, প্রশাসন আশ্বস্ত করেছে নিরাপত্তা দিতে।
কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটির পয়লা বৈশাখ ও এর পরদিন দুটো প্রদর্শনী হচ্ছে।
প্রাঙ্গণেমোরের কর্ণধার অনন্ত হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। আমরা আগামীকাল ও পরের দিন শো দুটো করছি। আমাদের কাজ যেহেতু নাটক প্রদর্শনী, তাই আমাদের নাটক বন্ধ হওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেটি আর হবে না।’
বাংলাদেশ মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ আহমেদও জানিয়েছেন, প্রাঙ্গণেমোরের সঙ্গে আলোচনা হয়েছে। নাটকের প্রদর্শনী হচ্ছে কাল।
আজ সকালে অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা এক ফেসবুক পোস্টে জানান, চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখে মহিলা সমিতির মঞ্চে তাঁরা নাটক করতে পারছেন না। তিনি লেখেন, ‘মহিলা সমিতি আজ সকাল দশটায় ফোন করে জানাল তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী করতে দেওয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের ‘‘শেষের কবিতা’’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা।’
অনন্ত হিরা আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের?’
এর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে প্রাঙ্গণেমোর থেকে জানানো হয়েছে, প্রশাসন আশ্বস্ত করেছে নিরাপত্তা দিতে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে