অপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। চার দিনে ১ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছিল নাটকটি। সচেতনভাবে তখন মেঘবালিকার কথা গোপন রাখা হয়েছিল। এবার নাটকটি সম্পর্কে বিস্তারিত জানালেন নির্মাতা।
আসন্ন ঈদুল ফিতরে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মেঘবালিকা। মন দুয়ারীর মতো মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। গল্পটি আবর্তিত হয়েছে অপূর্ব অভিনীত আবিদ ও নিহা অভিনীত নায়লাকে ঘিরে। নায়লার সিনিয়র আবিদ। দুজনের বয়সের পার্থক্য অনেক। তবু নায়লা প্রেমে পড়ে যায় আবিদের। নায়লার বড় ভাইয়ের বন্ধু আবিদ। সেই বন্ধুত্ব খুবই গাঢ়। আবিদকে নায়লার ভাই, মা ও বাবা নিজেদের পরিবারের সদস্য মনে করে। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে।
মেঘবালিকা নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, ইমোশনাল আর যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক রয়েছে। তাই গল্পটার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে।’
অপূর্ব-নিহা জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা এই জুটিকে নিয়ে তিনটি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি দুটি। আরেকটা আপাতত হচ্ছে না। এটুকু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন দুয়ারীর মতো জমজমাট হবে।’
অপূর্ব বলেন, ‘মেঘবালিকা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতো খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। নিহা ভালো অভিনয় করেছে। এই সময়ে ওর যে ধরনের চরিত্রে অভিনয় করা দরকার, এই নাটকে তেমন চরিত্রই পেয়েছে। ঈদের আয়োজনে নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
নাজনীন নিহা বলেন, ‘আমার ক্যারিয়ার সবে শুরু। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পারাটা অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার বিশ্বাস, মন দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করবে।’
মেঘবালিকা নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।
অপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। চার দিনে ১ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছিল নাটকটি। সচেতনভাবে তখন মেঘবালিকার কথা গোপন রাখা হয়েছিল। এবার নাটকটি সম্পর্কে বিস্তারিত জানালেন নির্মাতা।
আসন্ন ঈদুল ফিতরে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মেঘবালিকা। মন দুয়ারীর মতো মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। গল্পটি আবর্তিত হয়েছে অপূর্ব অভিনীত আবিদ ও নিহা অভিনীত নায়লাকে ঘিরে। নায়লার সিনিয়র আবিদ। দুজনের বয়সের পার্থক্য অনেক। তবু নায়লা প্রেমে পড়ে যায় আবিদের। নায়লার বড় ভাইয়ের বন্ধু আবিদ। সেই বন্ধুত্ব খুবই গাঢ়। আবিদকে নায়লার ভাই, মা ও বাবা নিজেদের পরিবারের সদস্য মনে করে। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে।
মেঘবালিকা নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, ইমোশনাল আর যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক রয়েছে। তাই গল্পটার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে।’
অপূর্ব-নিহা জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা এই জুটিকে নিয়ে তিনটি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি দুটি। আরেকটা আপাতত হচ্ছে না। এটুকু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন দুয়ারীর মতো জমজমাট হবে।’
অপূর্ব বলেন, ‘মেঘবালিকা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতো খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। নিহা ভালো অভিনয় করেছে। এই সময়ে ওর যে ধরনের চরিত্রে অভিনয় করা দরকার, এই নাটকে তেমন চরিত্রই পেয়েছে। ঈদের আয়োজনে নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
নাজনীন নিহা বলেন, ‘আমার ক্যারিয়ার সবে শুরু। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পারাটা অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার বিশ্বাস, মন দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করবে।’
মেঘবালিকা নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১১ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৮ মিনিট আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
২৩ মিনিট আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
২৭ মিনিট আগে