অপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। চার দিনে ১ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছিল নাটকটি। সচেতনভাবে তখন মেঘবালিকার কথা গোপন রাখা হয়েছিল। এবার নাটকটি সম্পর্কে বিস্তারিত জানালেন নির্মাতা।
আসন্ন ঈদুল ফিতরে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মেঘবালিকা। মন দুয়ারীর মতো মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। গল্পটি আবর্তিত হয়েছে অপূর্ব অভিনীত আবিদ ও নিহা অভিনীত নায়লাকে ঘিরে। নায়লার সিনিয়র আবিদ। দুজনের বয়সের পার্থক্য অনেক। তবু নায়লা প্রেমে পড়ে যায় আবিদের। নায়লার বড় ভাইয়ের বন্ধু আবিদ। সেই বন্ধুত্ব খুবই গাঢ়। আবিদকে নায়লার ভাই, মা ও বাবা নিজেদের পরিবারের সদস্য মনে করে। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে।
মেঘবালিকা নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, ইমোশনাল আর যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক রয়েছে। তাই গল্পটার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে।’
অপূর্ব-নিহা জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা এই জুটিকে নিয়ে তিনটি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি দুটি। আরেকটা আপাতত হচ্ছে না। এটুকু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন দুয়ারীর মতো জমজমাট হবে।’
অপূর্ব বলেন, ‘মেঘবালিকা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতো খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। নিহা ভালো অভিনয় করেছে। এই সময়ে ওর যে ধরনের চরিত্রে অভিনয় করা দরকার, এই নাটকে তেমন চরিত্রই পেয়েছে। ঈদের আয়োজনে নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
নাজনীন নিহা বলেন, ‘আমার ক্যারিয়ার সবে শুরু। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পারাটা অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার বিশ্বাস, মন দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করবে।’
মেঘবালিকা নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।
অপূর্ব ও নিহাকে জুটি করে দুটি নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। একটি ‘মন দুয়ারী’, অন্যটি ‘মেঘবালিকা’। দুটি নাটকের শুটিংও হয়েছে একই সময়ে। গত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মন দুয়ারী প্রকাশিত হয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলে। চার দিনে ১ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছিল নাটকটি। সচেতনভাবে তখন মেঘবালিকার কথা গোপন রাখা হয়েছিল। এবার নাটকটি সম্পর্কে বিস্তারিত জানালেন নির্মাতা।
আসন্ন ঈদুল ফিতরে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মেঘবালিকা। মন দুয়ারীর মতো মেঘবালিকা নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। গল্পটি আবর্তিত হয়েছে অপূর্ব অভিনীত আবিদ ও নিহা অভিনীত নায়লাকে ঘিরে। নায়লার সিনিয়র আবিদ। দুজনের বয়সের পার্থক্য অনেক। তবু নায়লা প্রেমে পড়ে যায় আবিদের। নায়লার বড় ভাইয়ের বন্ধু আবিদ। সেই বন্ধুত্ব খুবই গাঢ়। আবিদকে নায়লার ভাই, মা ও বাবা নিজেদের পরিবারের সদস্য মনে করে। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে।
মেঘবালিকা নিয়ে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, ইমোশনাল আর যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক রয়েছে। তাই গল্পটার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে।’
অপূর্ব-নিহা জুটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা এই জুটিকে নিয়ে তিনটি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি দুটি। আরেকটা আপাতত হচ্ছে না। এটুকু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন দুয়ারীর মতো জমজমাট হবে।’
অপূর্ব বলেন, ‘মেঘবালিকা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতো খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। নিহা ভালো অভিনয় করেছে। এই সময়ে ওর যে ধরনের চরিত্রে অভিনয় করা দরকার, এই নাটকে তেমন চরিত্রই পেয়েছে। ঈদের আয়োজনে নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
নাজনীন নিহা বলেন, ‘আমার ক্যারিয়ার সবে শুরু। এ সময়ে অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পারাটা অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার বিশ্বাস, মন দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করবে।’
মেঘবালিকা নাটকে আরও অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ।
ভৌতিক গল্পের সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে ‘আন্ধার’ নামের এ সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল এ সিনেমায় সিয়ামের সঙ্গে থাকবেন নাজিফা তুষি। নাজিফা তুষিকে সবশেষ পর্দায় দেখা গেছে তিন বছর আগে ‘হাওয়া’ সিনেমায়। এই সিনেমা দিয়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন...
৯ ঘণ্টা আগেপ্রথমবারের মতো সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী আতিয়া আনিসা। সেখানকার বিভিন্ন রাজ্যে ১৪টি অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আনিসা।
৯ ঘণ্টা আগেঅনুস্বর নাট্যদলের তৃতীয় প্রযোজনা ‘মূল্য অমূল্য’ আবার ফিরছে মঞ্চে। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি সর্বশেষ দেখা গিয়েছিল গত বছরের জুন মাসে। ১৩ মাস পর একই মঞ্চে ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে মূল্য অমূল্যর ৩১তম প্রদর্শনী।
৯ ঘণ্টা আগেকলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
২০ ঘণ্টা আগে