বিনোদন ডেস্ক
নিজের পছন্দের গল্প দর্শকদের সামনে আনবেন বলে বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা। সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি। গতকাল প্রকাশ পাওয়া শুভমের ট্রেলার বেশ সাড়া ফেলেছে। নিজের প্রযোজিত প্রথম সিনেমাতে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করায় প্রযোজক সামান্থাও প্রশংসিত হচ্ছেন।
ইদানীং বলিউড ও দক্ষিণি সিনেমায় প্রায়ই দেখা যায় উগ্র পুরুষতন্ত্রের জয়গান। তার বিপরীতে দাঁড়িয়ে শুভম সিনেমায় হরর ও কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারীশক্তির বিষয়টিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। একটি উপশহরের কয়েক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ট্রেলারে দেখা যায়, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে—কীভাবে তারা তাদের স্ত্রীদের শাসনের মধ্যে রাখে। নিজেদের ‘আলফা মেল’ বলে দাবি করে তারা।
পরিস্থিতি দ্রুতই বদলে যায়, যখন টিভিতে একটি সিরিয়াল শুরু হয়। ওই সিরিয়াল দেখার ফলে একে একে এলাকার সব নারীর ওপর ভূতের আছর পড়তে থাকে। অদ্ভুত আচরণ শুরু করে নারীরা। স্বামীদের মানে না। উল্টো তাদের ওপর নির্যাতন শুরু করে। হঠাৎ বিপাকে পড়ে এলাকার পুরুষেরা। তাদের উদ্ধারের জন্য গল্পে ‘মাতা’ চরিত্রের আগমন। সে গণনা করে জানায়, এলাকার সব পুরুষ অল্প দিনের মধ্যেই মারা যাবে। স্বল্প সময়ের মাতা চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত শুভম সিনেমায় মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ। সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা, যা দর্শকদের ভাবাবে। চিন্তার রসদ জোগাবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় সেটা পাবে দর্শক। শুভমকে নিয়ে আমি সত্যিই উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুভম ছাড়াও সামান্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা ইনতি বানগারাম’ নামের আরেকটি সিনেমা। তাতে প্রধান চরিত্রে সামান্থাই থাকবেন। তিনি এখন অভিনয় করছেন রাজ ও ডিকের ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে।
নিজের পছন্দের গল্প দর্শকদের সামনে আনবেন বলে বছর দুয়েক আগে প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেছিলেন সামান্থা রুথ প্রভু। ট্রালালা মুভিং পিকচার্স নামের এ প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে তৈরি হয়েছে একটি সিনেমা। সামান্থা প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘শুভম’। আগামী ৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে তেলুগু সিনেমাটি। গতকাল প্রকাশ পাওয়া শুভমের ট্রেলার বেশ সাড়া ফেলেছে। নিজের প্রযোজিত প্রথম সিনেমাতে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করায় প্রযোজক সামান্থাও প্রশংসিত হচ্ছেন।
ইদানীং বলিউড ও দক্ষিণি সিনেমায় প্রায়ই দেখা যায় উগ্র পুরুষতন্ত্রের জয়গান। তার বিপরীতে দাঁড়িয়ে শুভম সিনেমায় হরর ও কমেডির মোড়কে তুলে আনা হয়েছে নারীশক্তির বিষয়টিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। একটি উপশহরের কয়েক দম্পতির গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ট্রেলারে দেখা যায়, কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে আলোচনা করছে—কীভাবে তারা তাদের স্ত্রীদের শাসনের মধ্যে রাখে। নিজেদের ‘আলফা মেল’ বলে দাবি করে তারা।
পরিস্থিতি দ্রুতই বদলে যায়, যখন টিভিতে একটি সিরিয়াল শুরু হয়। ওই সিরিয়াল দেখার ফলে একে একে এলাকার সব নারীর ওপর ভূতের আছর পড়তে থাকে। অদ্ভুত আচরণ শুরু করে নারীরা। স্বামীদের মানে না। উল্টো তাদের ওপর নির্যাতন শুরু করে। হঠাৎ বিপাকে পড়ে এলাকার পুরুষেরা। তাদের উদ্ধারের জন্য গল্পে ‘মাতা’ চরিত্রের আগমন। সে গণনা করে জানায়, এলাকার সব পুরুষ অল্প দিনের মধ্যেই মারা যাবে। স্বল্প সময়ের মাতা চরিত্রে দেখা যাবে সামান্থাকে।
প্রাভিন কান্দ্রেগুলা পরিচালিত শুভম সিনেমায় মুখ্য চরিত্রগুলোয় অভিনয় করেছেন হারশিত মালগিরেড্ডি, শ্রেয়া কোন্থাম, চরণ পেরি, শালিনী কোন্ডেপুদি, গাভিরেড্ডি শ্রীনিবাস, শ্রাবণী প্রমুখ। সিনেমাটি নিয়ে সামান্থা বলেন, ‘আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি সিনেমা তৈরি করা, যা দর্শকদের ভাবাবে। চিন্তার রসদ জোগাবে। ট্রালালা মুভিং পিকচার্সের প্রথম প্রচেষ্টায় সেটা পাবে দর্শক। শুভমকে নিয়ে আমি সত্যিই উত্তেজিত, অধীর আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসার।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুভম ছাড়াও সামান্থার প্রযোজনায় তৈরি হচ্ছে ‘মা ইনতি বানগারাম’ নামের আরেকটি সিনেমা। তাতে প্রধান চরিত্রে সামান্থাই থাকবেন। তিনি এখন অভিনয় করছেন রাজ ও ডিকের ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ ওয়েব সিরিজে।
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
৫ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
৬ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
৬ ঘণ্টা আগে