ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
ভৌতিক সিনেমা ভুলভুলাইয়া ২-তে সবার পিলে চমকে দিয়ে এবার প্রেমের গল্প নিয়ে ফিরছেন বলিউডের মিষ্টি জুটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি। সিনেমার নাম ‘সত্যপ্রেম কি কথা’। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন সামির বিদ্বানস। মুক্তি পাবে ২৯ জুন। মিউজিক্যাল রোমান্টিক গল্পের ‘সত্যপ্রেম কি কথা’য় কার্তিক আছেন সত্যপ্রেম চরিত্রে, আর কিয়ারা অভিনয় করেছেন কথা চরিত্রে। এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার ও তিনটি গান। এবার সারপ্রাইজের পালা।
মুক্তির মাত্র কদিন আগে ‘সত্যপ্রেম কি কথা’য় নতুন চমক যোগ করছেন নির্মাতা সামির। জানা গেছে, কোক স্টুডিওর তুমুল আলোচিত গান ‘পাসুরি’ নতুনভাবে দেখা যাবে এ সিনেমায়। গতকাল টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সিনেমার জন্য পাসুরি গানটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আজ থেকে শুরু হবে গানের শুটিং। মুম্বাইয়ে দুই দিন গানটির শুটিংয়ে অংশ নেবেন কার্তিক-কিয়ারা।
পাসুরি কোক স্টুডিওর ১৪তম সিজনের গান। পাকিস্তানের দুই সংগীতশিল্পী আলি শেঠ ও শেই গিলের গাওয়া গানটি হয়ে উঠেছিল তখনকার ক্রেজ। শুধু পাকিস্তান নয়, ভারত, বাংলাদেশসহ সারা বিশ্বের সংগীতপ্রেমীদের নাড়া দিয়েছিল পাসুরি। উঠে এসেছিল গত বছরের গুগল সার্চে শীর্ষ অবস্থানে। এমনকি জনপ্রিয়তায় বিটিএসের বাটারসহ বিশ্ববিখ্যাত অনেক শিল্পীর গানকে পেছনে ফেলে দিয়েছিল পাসুরি। এ পর্যন্ত ইউটিউবে ৫৯৪ মিলিয়ন বার দেখা হয়েছে গানটি।
নির্মাতারা আশা করছেন, পাসুরির নতুন ভার্সন সিনেমাটির প্রচারণায় নতুন ম্যাজিক যোগ করবে। যেহেতু মিউজিক্যাল ফিল্ম, তাই গান এ সিনেমার প্রাণ। সেটার প্রমাণও পাওয়া গেছে প্রকাশিত তিনটি গানে। ‘নাসিব সে’, ‘গুজ্জু পাটাকা’ ও ‘সান সাজনি’ গানগুলো দর্শক-শ্রোতারা দারুণ পছন্দ করেছেন। পাসুরিসহ আরও দুটি গান আছে সিনেমায়। আরো অভিনয় করেছেন রাজপাল যাদব, গুজরাজ রাও, সুপ্রিয়া পাঠক, অনুরাধা পাটেল প্রমুখ।
ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইন আপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি।
২ মিনিট আগেমডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে...
৩ ঘণ্টা আগেকানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং।
৩ ঘণ্টা আগেবন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের বলি হতে হয়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের এই অনুষ্ঠানকে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তোলপাড়।
৩ ঘণ্টা আগে