সিনেমায় অভিনয় নৈপুণ্যের জন্য আলোচনায় না এলেও নেটপাড়ায় নানা মন্তব্যের জন্য শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। এবার সাইফ আলী আহত হওয়ার বিষয়ে বলতে গিয়ে দিলেন নিজের হাতের ঘড়ির বর্ণনা। এ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে এই নায়িকা তুলনা টানলেন ভারতের প্রধানমন্ত্রী, বলিউড স্টার সালমান খান ও কিং খান শাহরুখের। সে নিয়ে আরেক দফায় বিদ্রুপের মুখে এই ‘বিউটি উইদাউট ব্রেইন’।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে উর্বশী রাউটেলাকে সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাব দেওয়ার সময় তিনি যেন নিজের হাতের দামি ঘড়িটার বিষয়ে বলতেই বেশি ব্যস্ত ছিলেন! উর্বশী বলেন, ‘বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। ‘ডাকু মহারাজ’ (তাঁর মুক্তি পাওয়া ছবি) বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে ফেলেছে। আমার মা হিরে বসানো এই রোলেক্স ঘড়িটা দিয়েছে। বাবা আঙুলে পরার ঘড়ি উপহার দিয়েছে। এখন তো এসব পরতেই ভয় লাগছে। আবার কখন হামলা হয়!’
এদিকে উর্বশীর এমন প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। এমন স্পর্শকাতর বিষয়ে অভিনেত্রীর এ ধরনের মন্তব্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে। একটা বড় অংশই তাঁকে ‘বিউটি উইদাউট ব্রেনস’ বলে মন্তব্য করে।
ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু নেটিজেনদের সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে আরেক দফায় বিদ্রুপের মুখে এই অভিনেত্রী। উর্বশী বলেন, ‘আসলে ব্যাপারটা হলো—দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, আমার ফেবারিট দুই সুপারস্টার শাহরুখ খান, সালমান খানকেও কটাক্ষ করতে ছাড়ে না মানুষ।’
উপস্থাপককে উদ্দেশ্য করে উর্বশী বলেন, ‘আপনিই বলুন, এ নিয়ে তাহলে আমার আর কী করার আছে!’
এদিকে তাঁর এমন মন্তব্যেই আবার বিতর্কের শুরু। মোদি, শাহরুখ, সালমানের সঙ্গে নিজের তুলনা টানায় উর্বশীকে নিয়ে চরম বিদ্রুপ করছে নেটিজেনদের একাংশ।
অনেকেরই দাবি, অন্য দুনিয়ায় বাস করেন উর্বশী!
সিনেমায় অভিনয় নৈপুণ্যের জন্য আলোচনায় না এলেও নেটপাড়ায় নানা মন্তব্যের জন্য শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। এবার সাইফ আলী আহত হওয়ার বিষয়ে বলতে গিয়ে দিলেন নিজের হাতের ঘড়ির বর্ণনা। এ নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে এই নায়িকা তুলনা টানলেন ভারতের প্রধানমন্ত্রী, বলিউড স্টার সালমান খান ও কিং খান শাহরুখের। সে নিয়ে আরেক দফায় বিদ্রুপের মুখে এই ‘বিউটি উইদাউট ব্রেইন’।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে উর্বশী রাউটেলাকে সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাব দেওয়ার সময় তিনি যেন নিজের হাতের দামি ঘড়িটার বিষয়ে বলতেই বেশি ব্যস্ত ছিলেন! উর্বশী বলেন, ‘বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। ‘ডাকু মহারাজ’ (তাঁর মুক্তি পাওয়া ছবি) বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে ফেলেছে। আমার মা হিরে বসানো এই রোলেক্স ঘড়িটা দিয়েছে। বাবা আঙুলে পরার ঘড়ি উপহার দিয়েছে। এখন তো এসব পরতেই ভয় লাগছে। আবার কখন হামলা হয়!’
এদিকে উর্বশীর এমন প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনা। এমন স্পর্শকাতর বিষয়ে অভিনেত্রীর এ ধরনের মন্তব্যে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই নায়িকাকে। একটা বড় অংশই তাঁকে ‘বিউটি উইদাউট ব্রেনস’ বলে মন্তব্য করে।
ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু নেটিজেনদের সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে আরেক দফায় বিদ্রুপের মুখে এই অভিনেত্রী। উর্বশী বলেন, ‘আসলে ব্যাপারটা হলো—দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, আমার ফেবারিট দুই সুপারস্টার শাহরুখ খান, সালমান খানকেও কটাক্ষ করতে ছাড়ে না মানুষ।’
উপস্থাপককে উদ্দেশ্য করে উর্বশী বলেন, ‘আপনিই বলুন, এ নিয়ে তাহলে আমার আর কী করার আছে!’
এদিকে তাঁর এমন মন্তব্যেই আবার বিতর্কের শুরু। মোদি, শাহরুখ, সালমানের সঙ্গে নিজের তুলনা টানায় উর্বশীকে নিয়ে চরম বিদ্রুপ করছে নেটিজেনদের একাংশ।
অনেকেরই দাবি, অন্য দুনিয়ায় বাস করেন উর্বশী!
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৭ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে