ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে নবনির্বাচিত এমপি এবং অভিনেত্রী কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারার ঘটনায় মুখ খুলেছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেছেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজ হাতে আইন তুলে নেওয়া উচিত নয়।’
এর আগে গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। বেলা সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছালে সেখানকার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) নারী কনস্টেবল কুলবিন্দর কৌর তাঁকে থাপ্পড় মারেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় শাবানা আজমি আজ শনিবার এক এক্স পোস্টে লিখেছেন, ‘কঙ্গনা রনৌতকে আমি সেভাবে পছন্দ করি না। কিন্তু ‘থাপ্পড়’ উদ্যাপনের এই কোরাসে আমি যোগ দিতে পারছি না। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাই যদি আইন নিজেদের হাতে তুলে নিতে শুরু করে, তাহলে আমরা কেউই নিরাপদ থাকতে পারব না।’
কঙ্গোনা রনৌতকে থাপ্পড় মারার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা গেছে, ‘রনৌতকে একটি চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং যখন তিনি সেখানে পৌঁছান, তখন ঝগড়া শুরু হয়।’ তবে ভিডিওতে রনৌতকে চড় মারার দৃশ্য দেখা যায়নি।
পরে একটি ভিডিও বার্তায় রনৌত পাঞ্জাবের ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন বলে জানান। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি নিরাপদে আছি। আমি পুরোপুরি ভালো আছি। ঘটনাটি ঘটেছিল সিকিউরিটি চেক-ইনে। নারী গার্ড আমার পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি তখন পাশ থেকে এসে আমাকে আঘাত করেন। আমি জিজ্ঞেস করলাম, কেন সে আমাকে আঘাত করেছে? তিনি বলেন, ‘‘আমি কৃষকদের সমর্থন করি।’ কিন্তু আমার উদ্বেগ হলো, পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে।’
কঙ্গোনা রনৌত ২০২০ সালের ডিসেম্বরে এক্স পোস্টে লিখেছিলেন, ‘নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছেন’—অভিনেত্রীর এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া অপর এক ভিডিওতে নারী কনস্টেবল কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি; কারণ, উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’
গত ফেব্রুয়ারিতে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মধ্যে শাম্ভু সীমান্তসহ ভারতের রাজধানী দিল্লির প্রান্তে টিকরি বা সিঙ্গু সীমানা থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল কৃষকদের ডাকা ‘দিল্লি চলো’ অভিযানের জেরে। আন্দোলনকারী কৃষকদের প্রতিহত করতে কংক্রিট ও লোহার ব্যারিকেড, জলকামান, ড্রোন ব্যবহার করে ছোড়া কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। এই আন্দোলনের মূল দাবিগুলো ছিল ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা (এমএসপি), কৃষিঋণ মওকুফ এবং স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ বাস্তবায়ন, পুলিশ মামলা প্রত্যাহার এবং লাখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য আইনি গ্যারান্টি ইত্যাদি।
এদিকে এ ঘটনায় ওই নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে এবং এফআইআর নথিভুক্ত করা হয়েছে। কুলবিন্দর কৌরকে বরখাস্ত ও মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলনের একাধিক সংগঠন। কৃষকদের সংগঠনগুলো ৯ জুন পাঞ্জাবের মোহালিতে ‘ইনসাফ’ পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, তাঁর সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
ভারতের চণ্ডীগড় বিমানবন্দরে নবনির্বাচিত এমপি এবং অভিনেত্রী কঙ্গনা রনৌতকে থাপ্পড় মারার ঘটনায় মুখ খুলেছেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেছেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিজ হাতে আইন তুলে নেওয়া উচিত নয়।’
এর আগে গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। বেলা সাড়ে ৩টা নাগাদ হরিয়ানার চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছালে সেখানকার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) নারী কনস্টেবল কুলবিন্দর কৌর তাঁকে থাপ্পড় মারেন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় শাবানা আজমি আজ শনিবার এক এক্স পোস্টে লিখেছেন, ‘কঙ্গনা রনৌতকে আমি সেভাবে পছন্দ করি না। কিন্তু ‘থাপ্পড়’ উদ্যাপনের এই কোরাসে আমি যোগ দিতে পারছি না। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরাই যদি আইন নিজেদের হাতে তুলে নিতে শুরু করে, তাহলে আমরা কেউই নিরাপদ থাকতে পারব না।’
কঙ্গোনা রনৌতকে থাপ্পড় মারার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ফুটেজে দেখা গেছে, ‘রনৌতকে একটি চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং যখন তিনি সেখানে পৌঁছান, তখন ঝগড়া শুরু হয়।’ তবে ভিডিওতে রনৌতকে চড় মারার দৃশ্য দেখা যায়নি।
পরে একটি ভিডিও বার্তায় রনৌত পাঞ্জাবের ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন বলে জানান। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি নিরাপদে আছি। আমি পুরোপুরি ভালো আছি। ঘটনাটি ঘটেছিল সিকিউরিটি চেক-ইনে। নারী গার্ড আমার পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। তিনি তখন পাশ থেকে এসে আমাকে আঘাত করেন। আমি জিজ্ঞেস করলাম, কেন সে আমাকে আঘাত করেছে? তিনি বলেন, ‘‘আমি কৃষকদের সমর্থন করি।’ কিন্তু আমার উদ্বেগ হলো, পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে।’
কঙ্গোনা রনৌত ২০২০ সালের ডিসেম্বরে এক্স পোস্টে লিখেছিলেন, ‘নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছেন’—অভিনেত্রীর এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া অপর এক ভিডিওতে নারী কনস্টেবল কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি; কারণ, উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’
গত ফেব্রুয়ারিতে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মধ্যে শাম্ভু সীমান্তসহ ভারতের রাজধানী দিল্লির প্রান্তে টিকরি বা সিঙ্গু সীমানা থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল কৃষকদের ডাকা ‘দিল্লি চলো’ অভিযানের জেরে। আন্দোলনকারী কৃষকদের প্রতিহত করতে কংক্রিট ও লোহার ব্যারিকেড, জলকামান, ড্রোন ব্যবহার করে ছোড়া কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। এই আন্দোলনের মূল দাবিগুলো ছিল ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা (এমএসপি), কৃষিঋণ মওকুফ এবং স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ বাস্তবায়ন, পুলিশ মামলা প্রত্যাহার এবং লাখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য আইনি গ্যারান্টি ইত্যাদি।
এদিকে এ ঘটনায় ওই নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে এবং এফআইআর নথিভুক্ত করা হয়েছে। কুলবিন্দর কৌরকে বরখাস্ত ও মামলা দায়েরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতে কৃষক আন্দোলনের একাধিক সংগঠন। কৃষকদের সংগঠনগুলো ৯ জুন পাঞ্জাবের মোহালিতে ‘ইনসাফ’ পদযাত্রার পরিকল্পনা করেছে। একই সঙ্গে বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে, তাঁর সঠিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৪ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৪ ঘণ্টা আগে