বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় দেখা যাবে ‘তাসের দেশ’। এটি এমন এক রাজ্যের গল্প, যেখানে স্বাধীনতা বন্দী, আর মানুষের হৃদয় বিপ্লবের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।
১৪ এপ্রিল বেলা ১টায় প্রদর্শিত হবে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় কণ্ঠনালীতে সূর্য নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।
উৎসব শেষ হবে বটতলা থিয়েটারের ‘খনা’ দিয়ে। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ইতিহাসে হারিয়ে যাওয়া এক নারীর কণ্ঠস্বর, যিনি আগাম বলে দিতে পারতেন ভবিষ্যৎ অথচ নিজের ভাগ্যটাই তিনি বলতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে খনা।
আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন বলেন, ‘নববর্ষ মানেই শুধু নতুন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানো নয়, এটি সময়ের গহিন থেকে প্রাণের নতুন করে জাগরণ। বৈশাখ নিয়ে আসে সৃষ্টির আনন্দ। তাই নববর্ষের উৎসবে নাট্যশিল্পের আবহ ছড়িয়ে দিতে আইইউবি থিয়েটার আয়োজন করছে দুই দিনব্যাপী এই নাট্যোৎসব।’
উৎসবে নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আইইউবি থিয়েটারের ফেসবুক পেজে গিয়ে ক্রয় করা যাচ্ছে টিকিট।
বাংলা নববর্ষ উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করেছে আইইউবি থিয়েটার। দুই দিনব্যাপী এই নাট্যোৎসবে অংশ নেবে চারটি নাটকের দল। ১৩ ও ১৪ এপ্রিল ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (আইইউবি) অডিটরিয়ামে আয়োজিত হবে এই উৎসব।
উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল সকাল ১১টায় দেখা যাবে ‘তাসের দেশ’। এটি এমন এক রাজ্যের গল্প, যেখানে স্বাধীনতা বন্দী, আর মানুষের হৃদয় বিপ্লবের কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্যটি মঞ্চে আনছে আইইউবি থিয়েটার। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর থিয়েটার মঞ্চস্থ করবে ‘দ্বিতীয় মৃত্যুর আগে’। অন্তর্দহন আর অস্তিত্ব সংকটের কাহিনি নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাহফুজুল ইসলাম মেঘ।
১৪ এপ্রিল বেলা ১টায় প্রদর্শিত হবে তীরন্দাজের ‘কণ্ঠনালীতে সূর্য’। একজন আগন্তুকের কণ্ঠনালিতে বহুকাল ধরে সূর্য আটকে আছে। সে এটা বের করতে চায় অথবা হৃৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চায়। একপর্যায়ে এই আগন্তুক মিডিওকার জীবনের যন্ত্রণার প্রতীক হয়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে মানুষের রূপ থেকে কুকুরে পরিণত হয়। মোহিত চট্টোপাধ্যায়ের রচনায় কণ্ঠনালীতে সূর্য নির্দেশনা দিয়েছেন দীপক সুমন।
উৎসব শেষ হবে বটতলা থিয়েটারের ‘খনা’ দিয়ে। সামিনা লুৎফা নিত্রার লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ইতিহাসে হারিয়ে যাওয়া এক নারীর কণ্ঠস্বর, যিনি আগাম বলে দিতে পারতেন ভবিষ্যৎ অথচ নিজের ভাগ্যটাই তিনি বলতে পারেননি। এমন গল্পেই তৈরি হয়েছে খনা।
আইইউবি থিয়েটারের সমন্বয়ক মমতাজ পারভীন বলেন, ‘নববর্ষ মানেই শুধু নতুন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টানো নয়, এটি সময়ের গহিন থেকে প্রাণের নতুন করে জাগরণ। বৈশাখ নিয়ে আসে সৃষ্টির আনন্দ। তাই নববর্ষের উৎসবে নাট্যশিল্পের আবহ ছড়িয়ে দিতে আইইউবি থিয়েটার আয়োজন করছে দুই দিনব্যাপী এই নাট্যোৎসব।’
উৎসবে নাটকের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আইইউবি থিয়েটারের ফেসবুক পেজে গিয়ে ক্রয় করা যাচ্ছে টিকিট।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৯ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৩ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৪ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৮ ঘণ্টা আগে