Ajker Patrika

‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর পাকিস্তানি শিশু উমর মারা গেছে

আজকের পত্রিকা ডেস্ক­
পাকিস্তানের শিশু তারকা উমর শাহ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের শিশু তারকা উমর শাহ। ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেল পাকিস্তানের শিশু তারকা উমর শাহ। ভাইরাল হওয়া ‘পিছে তো দেখো’ ভিডিওতে যে দুই ভাইকে দেখা যায়, তাদের একজন সে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার স্থানীয় সময় ভোরে জন্মশহর ডেরা ইসমাইল খানে মৃত্যু হয় উমরের।

উমরের পরিবার জানিয়েছে, বমি করতে গিয়ে তার ফুসফুসে তরল ঢুকে গিয়েছিল। এ থেকে দেখা দেয় হৃদ্‌রোগ। বাড়িতে একটি বিষধর সাপ পাওয়া গিয়েছিল বলেও উল্লেখ করে তার পরিবার। কিন্তু সাপের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

উমরের বড় ভাই আহমেদ শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। পোস্টে তিনি লিখেন, ‘আমাদের পরিবারের ছোট উজ্জ্বল নক্ষত্র উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছে। সবাই তার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

এটি তাদের পরিবারের দ্বিতীয় মর্মান্তিক ঘটনা। এর আগে ২০২৩ সালের নভেম্বরে তারা তাদের ছোট বোন আয়েশাকে হারায়।

উমর তার বড় ভাইয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খ্যাতি লাভ করেছিল। ‘জিতো পাকিস্তান’ এবং ‘শান-ই-রমজান’—এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হয়ে তারা সবার কাছে পরিচিত হয়ে ওঠে। প্রায়শই বিভিন্ন পোশাকে সেজেগুজে তারা মজার মজার ভিডিও তৈরি করত। তাদের ‘পিছে তো দেখো’ ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল।

উমরের মৃত্যুতে বহু তারকা শোক প্রকাশ করেছেন। ‘জিতো পাকিস্তান’ অনুষ্ঠানের সঞ্চালক ফাহাদ মুস্তফা উমরের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন যে, তিনি বাকরুদ্ধ। অভিনেতা আদনান সিদ্দিকী তাকে ‘আলো, আনন্দ এবং সারল্যের প্রতীক’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমি বিধ্বস্ত। এটা বিশ্বাস করা কঠিন যে সে আর আমাদের মধ্যে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎ডিভোর্সের পরও জোর করে রাতযাপন, বর্তমান স্বামীকে নিয়ে প্রাক্তন স্বামীকে হত্যা ‎

৯ পুলিশ পরিদর্শক বাধ্যতামূলক অবসরে

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ‘সন্ত্রাসী খেল’ ফাঁস করে দিলেন জঙ্গিগোষ্ঠী জইশের সদস্য

বিদেশে চিকিৎসা নিয়ে আসিফ নজরুলের পুরোনো ফেসবুক পোস্ট নতুন করে ভাইরাল করলেন হাসনাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত