বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০০৭ সালে যাত্রা শুরু করেছিল নাটকের দল চারুনীড়ম থিয়েটার। এ বছর দলটি উদ্যাপন করছে প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি। এ উপলক্ষে তিন নাটকের ১০০তম প্রদর্শনী করতে যাচ্ছে দলটি। নাটক তিনটির একটি আন্তন চেখভকে নিয়ে লেখা এবং দুটি নাটক চেখভের লেখা।
শততম প্রদর্শনীর নাটক তিনটি হলো ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শকেরা এক টিকিটে উপভোগ করতে পারবেন নাটকগুলো। চেখভ ও চেখভকে নিয়ে নাটক শিরোনামে প্রযোজনা তিনটির নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।
নানা রঙের দিন ও শরতের মেঘ নাটক দুটির নাট্যকার আন্তন চেখভ। রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং শরতের মেঘ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।
আরশোলা নাটকটি লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এতে উঠে এসেছে বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় গল্পকার ও নাট্যকার আন্তন চেখভের সংগ্রামী জীবনের গল্প।
নাটক তিনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গৌতম রায়, ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা, আশিউল ইসলাম, সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ।
১৮ বছর পূর্তি প্রসঙ্গে চারুনীড়ম থিয়েটার তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দেখতে দেখতে ১৮টি বছর পার করে আমরা চারুনীড়মিরা এগিয়ে চলেছি নিজেদের প্রতি মুহূর্তে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টায়। ১৫ সেপ্টেম্বর ২০২৫ চারুনীড়ম থিয়েটার তার প্রযোজনা চেখভ ও চেখভকে নিয়ে নাটকের ১০০তম প্রদর্শনী এবং চারুনীড়মের ১৮ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। চারুনীড়মিদের মিলনমেলায় সব সদস্যের উপস্থিতি আমাদের এই উদ্যাপনকে আলোকিত করবে।’
২০০৭ সালে যাত্রা শুরু করেছিল নাটকের দল চারুনীড়ম থিয়েটার। এ বছর দলটি উদ্যাপন করছে প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি। এ উপলক্ষে তিন নাটকের ১০০তম প্রদর্শনী করতে যাচ্ছে দলটি। নাটক তিনটির একটি আন্তন চেখভকে নিয়ে লেখা এবং দুটি নাটক চেখভের লেখা।
শততম প্রদর্শনীর নাটক তিনটি হলো ‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’। আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দর্শকেরা এক টিকিটে উপভোগ করতে পারবেন নাটকগুলো। চেখভ ও চেখভকে নিয়ে নাটক শিরোনামে প্রযোজনা তিনটির নির্দেশনা দিয়েছেন গাজী রাকায়েত।
নানা রঙের দিন ও শরতের মেঘ নাটক দুটির নাট্যকার আন্তন চেখভ। রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। নানা রঙের দিন-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং শরতের মেঘ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।
আরশোলা নাটকটি লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এতে উঠে এসেছে বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় গল্পকার ও নাট্যকার আন্তন চেখভের সংগ্রামী জীবনের গল্প।
নাটক তিনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, গৌতম রায়, ড. মার্জিয়া আক্তার, নীলুফা ইয়াসমিন নীলা, আশিউল ইসলাম, সুবর্ণা সাঈদ, শাহরিয়ার মিথুন ও আখন্দ জাহিদ।
১৮ বছর পূর্তি প্রসঙ্গে চারুনীড়ম থিয়েটার তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দেখতে দেখতে ১৮টি বছর পার করে আমরা চারুনীড়মিরা এগিয়ে চলেছি নিজেদের প্রতি মুহূর্তে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টায়। ১৫ সেপ্টেম্বর ২০২৫ চারুনীড়ম থিয়েটার তার প্রযোজনা চেখভ ও চেখভকে নিয়ে নাটকের ১০০তম প্রদর্শনী এবং চারুনীড়মের ১৮ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। চারুনীড়মিদের মিলনমেলায় সব সদস্যের উপস্থিতি আমাদের এই উদ্যাপনকে আলোকিত করবে।’
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ভিনল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়ে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার নির্মাণ করেছেন পল টমাস অ্যান্ডারসন। সিনেমার গল্পে নিজেদের দলের একটি মেয়েকে উদ্ধারের জন্য ১৬ বছর পরে আবার একত্র হয় সাবেক একটি বিপ্লবী দলের সদস্যরা।
১ ঘণ্টা আগেএকসময় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হতো নতুন সিনেমা। সাম্প্রতিক সময়ে সেই আমেজ আর দেখা যায় না। এখন নির্মাতা-প্রযোজকদের দৌড়ঝাঁপ শুধু দুই ঈদকে ঘিরে। যে করেই হোক ঈদে আসতে হবে সিনেমা, কম হলে মুক্তি পেলেও যেন কোনো সমস্যা নেই। তবে এবার দুর্গাপূজায় মুক্তির তালিকায় রয়েছে একাধিক সিনেমা। যদিও সেসব সিনেমা নিয়ে চোখ
৯ ঘণ্টা আগেআগামীকাল বৃহস্পতিবার আসছে গানশালা নিবেদিত এক নির্ঝরের গান-এর নতুন অ্যালবাম ‘বুঝলাম’। এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে এই অ্যালবামে থাকবে চারটি নতুন গান। গেয়েছেন সোমনুর মনির কোনাল, মাশা ইসলাম, দোলা রহমান ও অন্তরা রহমান।
৯ ঘণ্টা আগেদীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। তাই গাওয়া হয়নি নতুন গান। এখন তিনি সুস্থ। আবারও কণ্ঠে তুললেন নতুন গান। সম্প্রতি তিনি গাইলেন ‘অতীত গল্পগুলি’ শিরোনামের একটি গান। গানটি শিগগিরই প্রকাশ করা হবে এফএ মিউজিকের ব্যানারে।
১০ ঘণ্টা আগে