বিনোদন প্রতিবেদক, ঢাকা
মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে তৈরি হয়েছে নাটক ‘দেয়াল জানে সব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ জুন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরিবেশন করবে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল। রচনা ও নির্দেশনা দিয়েছেন শাকিল আহমেদ সনেট।
নির্দেশক বলেন, দেয়াল জানে সব একটি সময়ের দলিল, এক মহাকাব্যিক বয়ান, যেখানে শহরের ধূসর বাতাসে ভেসে বেড়ায় গুলির শব্দ, কান্নার ধ্বনি, অসমাপ্ত স্বপ্নের ছিটেফোঁটা। একেকটা দৃশ্যে কফিনগুলো যেন পঞ্চভুজাকৃতির মৃত্যুপরিচয় নিয়ে নির্মম বাস্তবতার সীমানা পেরিয়ে বিশেষ এক প্রতীক হয়ে ওঠে। এ নাটক শুধু মৃত্যু আর শোকের কাহিনি নয়। এটি এক মহাকালের পাথেয়, যেখানে লুকিয়ে থাকে আশার আলোর পথ, নবজাগরণের ছাপ। দেয়াল জানে যে প্রতিটি রক্তবিন্দু নিষ্ফল হয় না। আরও জানে, প্রতিটি মৃত্যুর পেছনে লুকানো থাকে নবজন্মের সম্ভাবনা।
শাকিল আহমেদ সনেট বলেন, ‘এ নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’
দেয়াল জানে সব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। সেট ও প্রপস পরিকল্পনা করেছেন উৎপল নীল, সুর ও সংগীত অর্পা খন্দকার চাঁদনী, পোশাক শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফি কৃষ্ণ ও জয়ন্ত, আলোক প্রক্ষেপণে বাপ্পী।
১৯ জুন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়নের পর ২০ জুন একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে তৈরি হয়েছে নাটক ‘দেয়াল জানে সব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ জুন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরিবেশন করবে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল। রচনা ও নির্দেশনা দিয়েছেন শাকিল আহমেদ সনেট।
নির্দেশক বলেন, দেয়াল জানে সব একটি সময়ের দলিল, এক মহাকাব্যিক বয়ান, যেখানে শহরের ধূসর বাতাসে ভেসে বেড়ায় গুলির শব্দ, কান্নার ধ্বনি, অসমাপ্ত স্বপ্নের ছিটেফোঁটা। একেকটা দৃশ্যে কফিনগুলো যেন পঞ্চভুজাকৃতির মৃত্যুপরিচয় নিয়ে নির্মম বাস্তবতার সীমানা পেরিয়ে বিশেষ এক প্রতীক হয়ে ওঠে। এ নাটক শুধু মৃত্যু আর শোকের কাহিনি নয়। এটি এক মহাকালের পাথেয়, যেখানে লুকিয়ে থাকে আশার আলোর পথ, নবজাগরণের ছাপ। দেয়াল জানে যে প্রতিটি রক্তবিন্দু নিষ্ফল হয় না। আরও জানে, প্রতিটি মৃত্যুর পেছনে লুকানো থাকে নবজন্মের সম্ভাবনা।
শাকিল আহমেদ সনেট বলেন, ‘এ নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’
দেয়াল জানে সব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। সেট ও প্রপস পরিকল্পনা করেছেন উৎপল নীল, সুর ও সংগীত অর্পা খন্দকার চাঁদনী, পোশাক শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফি কৃষ্ণ ও জয়ন্ত, আলোক প্রক্ষেপণে বাপ্পী।
১৯ জুন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়নের পর ২০ জুন একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
লন্ডনে আয়োজিত বাংলা বইমেলার বিশেষ সংগীতানুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে যাচ্ছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আজ লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ১৯ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে একই মঞ্চে সাবিনা ইয়াসমীনের পাশাপাশি আরও গাইবেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।
৫ ঘণ্টা আগেএকসময়ের সাজানো-গোছানো শহর বিরলপুর এখন মাদকের আখড়া। দিনদুপুরে খুন হয়। পুলিশ কিছুই করতে পারছে না। শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ ব্যবসা। হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায়। গোয়েন্দা মারুফ জামানের ওপর মামলার তদন্তভার দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শারিব হাশমি। অভিনয় করেছেন ‘ফিল্মিস্তান’, ‘বিক্রম ভেদা’, ‘মিশন মজনু’, ‘তারলা’, ‘দ্য ডিপ্লোম্যাট’সহ বলিউডের অনেক সিনেমায়। নিজের পছন্দের তিনটি সিরিজের নাম জানালেন শারিব হাশমি, কেন প্রিয়—জানালেন সেটাও।
৬ ঘণ্টা আগে