Ajker Patrika

দীপ্ত টিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘খশবু’ ধারাবাহিকে চিত্রনায়িকার চরিত্রে সামিরা খান মাহি। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে
‘খশবু’ ধারাবাহিকে চিত্রনায়িকার চরিত্রে সামিরা খান মাহি। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে

দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ছিল দর্শকনন্দিত মেগা সিরিজ। সেই ধারাবাহিক নাটকের পরিচালক সাজ্জাদ সুমন নিয়ে আসছেন নতুন মেগা ধারাবাহিক নাটক। ‘খুশবু’ নামের এ ধারাবাহিকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। মাছরাঙা টেলিভিশনে আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিকটির প্রচার।

খুশবু মেগা সিরিজটি তৈরি হচ্ছে পোশাকশ্রমিকদের জীবনের গল্প নিয়ে। পোশাকশিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উতরাইয়ের মাধ্যমে এগিয়েছে খুশবুর গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। এর পাশাপাশি থাকছে রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের গল্পও।

সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা যখন মাশরাফি জুনিয়র শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখনো কেউ গল্প দেখায়নি। এবারও নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, খুশবু দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব।’

খুশবু ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ। আরও আছেন এই প্রতিযোগিতার আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ।

মেগা সিরিয়ালটির প্রথম পর্বে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সামিরা খান মাহিকে। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত হবে খুশবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...