Ajker Patrika

বরিশালে ‘বিড়াল মেলায়’ শাকিব, অপু, বুবলী

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬: ৫৮
বরিশালে ‘বিড়াল মেলায়’ শাকিব, অপু, বুবলী

বিড়ালের মেলায় আলোচিত চলচ্চিত্র তারকা শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নাম! না, বাস্তবে তাঁরা বিড়ালতো ননই, ওই মেলাতেও তাঁরা ছিলেন না। তবে মেলায় এই তিন তারকার নামে তিনটি বিড়াল ছিল। 

তাই বরিশালের কনভেনশন হলে অংশ নেওয়া ৪০ বিড়ালের ভিড়েও নজর কাড়ল এই তিন বিড়াল। মারিয়া নামে অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা এক কলেজ প্রভাষক নিয়ে এসেছেন এই তিন বিড়ালকে। 

শাকিব খান, অপু বিশ্বাস, বুবলীর নামে বিড়ালের নামকরণ সম্পর্কে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তাঁরা অনেক দিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন। চমক সৃষ্টি করার জন্য তাদের নামে নামকরণ করেছি- এটাই ট্রেন্ড।’

বরিশালের কনভেনশন হলে অংশ নেওয়া ৪০ বিড়ালের ভিড়েও নজর কাড়ল এই তিন বিড়ালমেলায় আরেক বিড়ালপ্রেমী বলেন, ‘অনেক দিন যাবৎ আমি বিড়াল পুষছি। আজ মেলায় এসে খুব ভালো লাগছে। চমৎকার আয়োজন। এই মেলা মানুষকে পশু প্রেমে আরও আগ্রহী করে তুলবে।’ 

মেলার আয়োজকরা জানান, এখানে বিড়ালগুলো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় এবং জয়ীদের জন্য পুরস্কার দেওয়া হয়। 

এর সমন্বয়ক আবির বিন মিজান বলেন, ‘পশু প্রেমের জায়গা থেকে আমি ও আমার স্ত্রী প্রথম গ্রুপ খুলে বিড়ালপ্রেমীদের একত্রিত করার চেষ্টা করি এবং তাতে ব্যাপক সাড়া মিলল।’

বিনোদনের খবর আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত