বিনোদন ডেস্ক
নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত খবর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ফারজির দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন নির্মাতারা।
ফারজি সিরিজে শহিদের চরিত্রের নাম সানি, ভালো চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীর চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজিতে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবার মুখোমুখি হবে তারা।
নির্মাতা রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের শুটিং নিয়ে। এরপর শুরু করবেন ফারজির কাজ। এরই মধ্যে গল্প নিয়ে শহিদের সঙ্গে আলোচনা হয়েছে নির্মাতাদের। এ বছরের ডিসেম্বরে ফারজির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত খবর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ফারজির দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন নির্মাতারা।
ফারজি সিরিজে শহিদের চরিত্রের নাম সানি, ভালো চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীর চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজিতে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবার মুখোমুখি হবে তারা।
নির্মাতা রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের শুটিং নিয়ে। এরপর শুরু করবেন ফারজির কাজ। এরই মধ্যে গল্প নিয়ে শহিদের সঙ্গে আলোচনা হয়েছে নির্মাতাদের। এ বছরের ডিসেম্বরে ফারজির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
অনুদানের সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে। এখন কোন পর্যায়ে রয়েছে ‘রূহের কাফেলা’ সিনেমার কাজ? সিনেমার চূড়ান্ত চিত্রনাট্যের কাজ শেষের দিকে। লোকেশন বাছাই, অভিনয়শিল্পী নির্বাচনের কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব শুটিংয়ে যেতে চাই।
১৫ ঘণ্টা আগেআবারও হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইলেন আতিয়া আনিসা। গতকাল হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘তোর আদরে’ শিরোনামের নতুন গানটি। অমিতা কর্মকারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ। নতুন এই গান প্রসঙ্গে আতিয়া আনিসা বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে তোর আদরে গানটি নিয়ে...
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৫ ঘণ্টা আগেপুনের আদালতে ‘জলি এলএলবি ৩’ সিনেমার শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জলি এলএলবি ৩ সিনেমায় বিচারব্যবস্থাকে উপহাস করা হয়েছে এবং আদালতের কার্যক্রমকে অসম্মান করা হয়েছে।
১ দিন আগে