বিনোদন ডেস্ক
নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত খবর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ফারজির দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন নির্মাতারা।
ফারজি সিরিজে শহিদের চরিত্রের নাম সানি, ভালো চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীর চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজিতে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবার মুখোমুখি হবে তারা।
নির্মাতা রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের শুটিং নিয়ে। এরপর শুরু করবেন ফারজির কাজ। এরই মধ্যে গল্প নিয়ে শহিদের সঙ্গে আলোচনা হয়েছে নির্মাতাদের। এ বছরের ডিসেম্বরে ফারজির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
নতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত খবর। সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ফারজির দ্বিতীয় সিজনের কাজ শুরু করেছেন নির্মাতারা।
ফারজি সিরিজে শহিদের চরিত্রের নাম সানি, ভালো চিত্রশিল্পী। নিজের মৌলিক ছবি বিক্রি হয় না, তাই বিভিন্ন জনপ্রিয় শিল্পীর চিত্রকর্মের কপি তৈরি করে। এভাবে টেনেটুনে দিন চলে তার। গল্প শুরু হয় একটি সংবাদপত্রকে ঘিরে। ক্রান্তি নামের সেই সংবাদপত্র চালায় সানির ঠাকুরদা। কিন্তু সার্কুলেশন খুবই কম। ধারদেনা অনেক। প্রায় বন্ধ হওয়ার মুখে। এ অবস্থায় পত্রিকাটির দায়িত্ব নেয় সানি। তার মাথায় আসে দুর্দান্ত প্ল্যান। সেই প্ল্যানই রাতারাতি তাকে কোটিপতি বানিয়ে দেয়।
যেহেতু সানি ভালো চিত্রশিল্পী, তাই সে নোটের কপি আঁকে। তারপর ক্রান্তি পত্রিকার প্রেসে সেটা নিয়ে দীর্ঘদিন নিরীক্ষা করে। একপর্যায়ে সফল হয়। আসল নোটের মতো হুবহু নোট বানাতে সক্ষম হয়। তারপর সেই নোট বাজারে ছাড়তে শুরু করে। অবস্থা ফেরে সানির। তবে অল্প দিনেই গোয়েন্দাদের চোখে পড়ে। তার পেছনে ছায়ার মতো লেগে যায় দুঁদে গোয়েন্দা অফিসার মাইকেল ওরফে বিজয় সেতুপতি। এর পাশাপাশি ড্রাগ মাফিয়া কে কে মেনন তো রয়েছেনই।
ফারজিতে সানি-মাইকেলের দৌড় শেষ হয়ে যায়নি। কোনোভাবে পুলিশের হাত থেকে পালানো সানি এরপর কী করতে চলেছে, মাইকেল আদৌ তাকে পাকড়াও করতে পারবে কি না, সে অপেক্ষা জিইয়ে রেখে শেষ হয়েছিল প্রথম সিজন। দ্বিতীয় সিজনে আবার মুখোমুখি হবে তারা।
নির্মাতা রাজ ও ডিকে এখন ব্যস্ত ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের শুটিং নিয়ে। এরপর শুরু করবেন ফারজির কাজ। এরই মধ্যে গল্প নিয়ে শহিদের সঙ্গে আলোচনা হয়েছে নির্মাতাদের। এ বছরের ডিসেম্বরে ফারজির শুটিং শুরু হবে। মুক্তি পাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৬ ঘণ্টা আগে