বিনোদন প্রতিবেদক, ঢাকা
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
একজন সিঙ্গেল মাদার এবং নিঃসঙ্গ বেড়ে ওঠা তার সন্তানের মধ্যকার দূরত্ব নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙের ফড়িং’। শুভ্র খানের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন খন্দকার হিমেল।
এতে সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় করেছেন আশির দশকের অভিনয়শিল্পী শায়লা খান। তাঁর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন টালিউডের সুপ্রতীম রায়। তাঁর বিপরীতে অভিনয় করেছেন ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানারআপ সঞ্চিতা দত্ত। সিনেমার একটি গানেও কণ্ঠ দিয়েছেন সঞ্চিতা।
এ সিনেমা দিয়েই বাংলাদেশের পর্দায় অভিষেক হচ্ছে সুপ্রতীমের। পশ্চিমবঙ্গে সম্প্রতি মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘আবার আসিবো ফিরে’ সিনেমাটি। কিশোর কুমারের বায়োপিকে কিশোর কুমারের চরিত্রে এবং ‘বড়বাবু’ ও ‘আকরিক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
জলরঙের ফড়িং ওয়েব ফিল্মে ব্যবহৃত হয়েছে পাঁচটি গান। তাই একে মিউজিক্যাল ওয়েব ফিল্ম বলছেন নির্মাতা খন্দকার হিমেল। তিনি বলেন, ‘শুভ্র খানের লেখা গল্পটি আমার খুব ভালো লেগেছে। গানগুলোও লেখা ছিল। মনে হলো গানগুলো এই গল্পের সঙ্গে দারুণ মানাবে। আমাদের এই সময়ে পারিবারিক সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্পর্কের সুরগুলো কেটে যাচ্ছে, সে সুর ফিরিয়ে আনার গল্পই জলরঙের ফড়িং। এ গল্পের মূল বার্তাটি দেবে এর গানগুলো।’
শুভ্র খানের কথায় শান্ত শানের সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শান, বেলাল খান ও সঞ্চিতা দত্ত। দুটি বাউলগান গেয়েছেন বাউল রহমত শাহ।
অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন শায়লা খান। নির্মাতা জানান, শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে।
টালিউড বক্স অফিসে ঝড় তোলা ‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তির ইচ্ছার কথা জানিয়েছেন সিনেমার প্রযোজক রানা সরকার। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বরাবর অনুরোধও জানিয়েছেন।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে...
৪ ঘণ্টা আগে‘মার্শাল কিং’ নামের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন চলচ্চিত্র অভিনেতা রুবেল। শুটিং সেটে তোলা বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন সিনেমার খবর জানিয়েছেন পরিচালক মিজানুর রহমান শামীম।
৪ ঘণ্টা আগেসম্প্রতি অভিনয় ক্যারিয়ারে ২৫ বছর পূর্ণ করেছেন অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের অভিনয় প্রতিভার সঙ্গে অভিষেকের তুলনা চলেছে বছরের পর বছর ধরে। সেসব সমালোচনা হাসিমুখে মেনে নিয়ে নিজের অভিনয়ে আরও ভালো করার চেষ্টা করে গেছেন অভিষেক।
৪ ঘণ্টা আগে