শিহাব আহমেদ
মঞ্চ, টিভি, সিনেমা, উপস্থাপনা কিংবা বিজ্ঞাপনের পরিচিত মুখ জিনাত শানু স্বাগতা। অভিনয়ের ব্যস্ততার কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। সম্প্রতি স্বাগতার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘বিমস অব লাইট’। নতুন গান ও সাম্প্রতিক বিষয় নিয়ে স্বাগতার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে আপনার নতুন গান ‘বিমস অব লাইট’। গানটি প্রসঙ্গে বলুন।
২০১৩ সালে আমার ব্যান্ড ‘মহাকাল’ ভেঙে যাওয়ার পর আর গান গাওয়া হয়নি। ১০ বছর পর নতুন কোনো গান গাইলাম। বাংলা ও ইংলিশ দুই ভাষায় হয়েছে গানটি। বাংলাটা আমার লেখা আর ইংলিশ ভার্সনটি আমার সহশিল্পী ডা. হাছান আজাদের। সুরও করেছি আমরা দুজন। সংগীতায়োজনে ছিল সন্ধি।
১০ বছর পর গানে ফিরে আসার গল্পটা শুনতে চাই।
ব্যান্ড ভাঙার পর আমার মন ভেঙে গিয়েছিল। গান করতে আর ইচ্ছা করছিল না। এ ছাড়া ব্যান্ডের জন্য আমি রক মিউজিক করছিলাম কিন্তু আমি আসলে ক্লাসিক্যাল মিউজিক করে অভ্যস্ত। নতুন করে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেওয়া শুরু করি। আমি যেহেতু গান শিখে শিখে বড় হয়েছি, তাই চর্চা না করে গাইতে চাচ্ছিলাম না। একদিন হাসানের সঙ্গে জ্যামিং করছি। তখন সুরটা পছন্দ হয়ে গেল। দুজনে মিলে গানের কথা লিখলাম। যেহেতু এটি ভালোবাসার গান, তাই ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দিয়েছি।
কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছি। যদিও গানটির তেমন প্রচার করতে পারিনি।
দীর্ঘদিন পর গান প্রকাশ করলেন। অভিজ্ঞতা কেমন?
গানটি প্রকাশ করতে গিয়ে যেটার অভাব বোধ করেছি, সেটা হলো গান প্রকাশের মাধ্যম। আমাদের দেশে গান প্রকাশ করার উপযুক্ত প্ল্যাটফর্ম নেই।
সময়ের সঙ্গে কোনো পার্থক্য লক্ষ করেছেন কি?
আগে অ্যালবাম প্রকাশ হলে সবাই আসত, পোস্টারে অটোগ্রাফ দিতাম, সবাই সিডি কিনত। সে বিষয়টিই তো নেই। একটি অ্যালবামের জন্য ১০ থেকে ১২টি গান করতে হতো। এখন একটি গানেই অ্যালবাম হয়। আমি আমার বাসা থেকে রিলিজ দিলাম, আস্তে আস্তে রিচ হবে, ভিউ হবে। এখন আবার গান শুধু শোনার বিষয় নয়, দেখার বিষয় হয়ে গেছে। আমাকে ভিডিও তৈরি করতে হয়েছে, যাতে গানটি মানুষের কাছে পৌঁছায়।
এখন থেকে নিয়মিত গানে পাওয়া যাবে আপনাকে?
পরিকল্পনা আছে নিয়মিত গান করার। আগামী মাসে আরও একটি গান প্রকাশ করার ইচ্ছা আছে।
সম্প্রতি ‘দেয়ালের দেশ’ সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাটি নিয়ে বলবেন?
এ সিনেমার গল্পটা দারুণ! চরিত্রটিও বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলার ব্যাপারে নির্মাতার নিষেধ আছে।
মুক্তির অপেক্ষায় থাকা ‘অসম্ভব’ সিনেমায় আপনি পাঁচটি চরিত্রে অভিনয় করেছেন। সে কাজটির অভিজ্ঞতা কেমন?
এমন চরিত্রে এটিই আমার প্রথম অভিনয়। আমাকে দেখা যাবে যাত্রাশিল্পী হিসেবে। সেই সঙ্গে যাত্রাপালার বিভিন্ন গল্পের চারটি চরিত্রে অভিনয় করেছি। পাঁচ চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং হলেও উপভোগ করেছি। যাত্রা ব্যাপারটি হলো নাচ, গান, অভিনয়। আমি ছোটবেলা থেকেই সব কটি মাধ্যমে অভ্যস্ত। একসঙ্গে নাচ, গান ও অভিনয়ের কারণে নিজেকে পরীক্ষা করার ভালো সুযোগ পেয়েছি।
ইদানীং নেগেটিভ চরিত্রেও আপনাকে দেখা যাচ্ছে…
নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগটা বেশি। তাই কাজ করা। আর আমি একজন অভিনয়শিল্পী। অভিনয় ভালোবাসি। যেকোনো চরিত্রের প্রতি আমার ভালোবাসা আছে। তবে চ্যালেঞ্জিং চরিত্রের প্রতি লোভটা একটু বেশি।
টিভি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন?
আমার কাছে আসলে ঠিকঠাক স্ক্রিপ্ট আসেনি। প্রচুর নাটক হচ্ছে, সংখ্যায় কম হলেও ভালো কাজ যে হচ্ছে না তা নয়। তবে আমার কাছে সেরা মানের ভালো স্ক্রিপ্ট আসেনি। তাই নাটকে বেশি দেখা যায় না। আর যা-ই হোক, মানহীন কাজ করতে চাই না।
নতুন প্রজন্মের কাজ কি দেখা হয়?
হ্যাঁ, দেখা হয়।
কেমন লাগছে তাঁদের কাজ?
বেশ কয়েকজন আছে খুব ভালো, আবার বেশ কয়েকজন তেমন ভালো না। এ রকমই হয় সব সময়। ৫০ জন অভিনয়শিল্পী একসঙ্গে এলে তাঁদের মধ্যে ৪-৫ জন টিকে থাকবে, এটাই স্বাভাবিক। যে ভালো করবে সে টিকে থাকবে, যে ভালো করবে না সে ঝরে যাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অভিনয় হোক, গান হোক আর উপস্থাপনা হোক, কাজ নিয়ে থাকতে চাই। তবে গানেই বেশি মনোযোগ দিতে চাই।
মঞ্চ, টিভি, সিনেমা, উপস্থাপনা কিংবা বিজ্ঞাপনের পরিচিত মুখ জিনাত শানু স্বাগতা। অভিনয়ের ব্যস্ততার কারণে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলেন। সম্প্রতি স্বাগতার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁর নতুন গান ‘বিমস অব লাইট’। নতুন গান ও সাম্প্রতিক বিষয় নিয়ে স্বাগতার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে আপনার নতুন গান ‘বিমস অব লাইট’। গানটি প্রসঙ্গে বলুন।
২০১৩ সালে আমার ব্যান্ড ‘মহাকাল’ ভেঙে যাওয়ার পর আর গান গাওয়া হয়নি। ১০ বছর পর নতুন কোনো গান গাইলাম। বাংলা ও ইংলিশ দুই ভাষায় হয়েছে গানটি। বাংলাটা আমার লেখা আর ইংলিশ ভার্সনটি আমার সহশিল্পী ডা. হাছান আজাদের। সুরও করেছি আমরা দুজন। সংগীতায়োজনে ছিল সন্ধি।
১০ বছর পর গানে ফিরে আসার গল্পটা শুনতে চাই।
ব্যান্ড ভাঙার পর আমার মন ভেঙে গিয়েছিল। গান করতে আর ইচ্ছা করছিল না। এ ছাড়া ব্যান্ডের জন্য আমি রক মিউজিক করছিলাম কিন্তু আমি আসলে ক্লাসিক্যাল মিউজিক করে অভ্যস্ত। নতুন করে ক্লাসিক্যাল মিউজিকের তালিম নেওয়া শুরু করি। আমি যেহেতু গান শিখে শিখে বড় হয়েছি, তাই চর্চা না করে গাইতে চাচ্ছিলাম না। একদিন হাসানের সঙ্গে জ্যামিং করছি। তখন সুরটা পছন্দ হয়ে গেল। দুজনে মিলে গানের কথা লিখলাম। যেহেতু এটি ভালোবাসার গান, তাই ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি দিয়েছি।
কেমন সাড়া পাচ্ছেন?
ভালো সাড়া পাচ্ছি। যদিও গানটির তেমন প্রচার করতে পারিনি।
দীর্ঘদিন পর গান প্রকাশ করলেন। অভিজ্ঞতা কেমন?
গানটি প্রকাশ করতে গিয়ে যেটার অভাব বোধ করেছি, সেটা হলো গান প্রকাশের মাধ্যম। আমাদের দেশে গান প্রকাশ করার উপযুক্ত প্ল্যাটফর্ম নেই।
সময়ের সঙ্গে কোনো পার্থক্য লক্ষ করেছেন কি?
আগে অ্যালবাম প্রকাশ হলে সবাই আসত, পোস্টারে অটোগ্রাফ দিতাম, সবাই সিডি কিনত। সে বিষয়টিই তো নেই। একটি অ্যালবামের জন্য ১০ থেকে ১২টি গান করতে হতো। এখন একটি গানেই অ্যালবাম হয়। আমি আমার বাসা থেকে রিলিজ দিলাম, আস্তে আস্তে রিচ হবে, ভিউ হবে। এখন আবার গান শুধু শোনার বিষয় নয়, দেখার বিষয় হয়ে গেছে। আমাকে ভিডিও তৈরি করতে হয়েছে, যাতে গানটি মানুষের কাছে পৌঁছায়।
এখন থেকে নিয়মিত গানে পাওয়া যাবে আপনাকে?
পরিকল্পনা আছে নিয়মিত গান করার। আগামী মাসে আরও একটি গান প্রকাশ করার ইচ্ছা আছে।
সম্প্রতি ‘দেয়ালের দেশ’ সিনেমার কাজ শেষ করেছেন। সিনেমাটি নিয়ে বলবেন?
এ সিনেমার গল্পটা দারুণ! চরিত্রটিও বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলার ব্যাপারে নির্মাতার নিষেধ আছে।
মুক্তির অপেক্ষায় থাকা ‘অসম্ভব’ সিনেমায় আপনি পাঁচটি চরিত্রে অভিনয় করেছেন। সে কাজটির অভিজ্ঞতা কেমন?
এমন চরিত্রে এটিই আমার প্রথম অভিনয়। আমাকে দেখা যাবে যাত্রাশিল্পী হিসেবে। সেই সঙ্গে যাত্রাপালার বিভিন্ন গল্পের চারটি চরিত্রে অভিনয় করেছি। পাঁচ চরিত্রে অভিনয় করাটা চ্যালেঞ্জিং হলেও উপভোগ করেছি। যাত্রা ব্যাপারটি হলো নাচ, গান, অভিনয়। আমি ছোটবেলা থেকেই সব কটি মাধ্যমে অভ্যস্ত। একসঙ্গে নাচ, গান ও অভিনয়ের কারণে নিজেকে পরীক্ষা করার ভালো সুযোগ পেয়েছি।
ইদানীং নেগেটিভ চরিত্রেও আপনাকে দেখা যাচ্ছে…
নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগটা বেশি। তাই কাজ করা। আর আমি একজন অভিনয়শিল্পী। অভিনয় ভালোবাসি। যেকোনো চরিত্রের প্রতি আমার ভালোবাসা আছে। তবে চ্যালেঞ্জিং চরিত্রের প্রতি লোভটা একটু বেশি।
টিভি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন?
আমার কাছে আসলে ঠিকঠাক স্ক্রিপ্ট আসেনি। প্রচুর নাটক হচ্ছে, সংখ্যায় কম হলেও ভালো কাজ যে হচ্ছে না তা নয়। তবে আমার কাছে সেরা মানের ভালো স্ক্রিপ্ট আসেনি। তাই নাটকে বেশি দেখা যায় না। আর যা-ই হোক, মানহীন কাজ করতে চাই না।
নতুন প্রজন্মের কাজ কি দেখা হয়?
হ্যাঁ, দেখা হয়।
কেমন লাগছে তাঁদের কাজ?
বেশ কয়েকজন আছে খুব ভালো, আবার বেশ কয়েকজন তেমন ভালো না। এ রকমই হয় সব সময়। ৫০ জন অভিনয়শিল্পী একসঙ্গে এলে তাঁদের মধ্যে ৪-৫ জন টিকে থাকবে, এটাই স্বাভাবিক। যে ভালো করবে সে টিকে থাকবে, যে ভালো করবে না সে ঝরে যাবে।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অভিনয় হোক, গান হোক আর উপস্থাপনা হোক, কাজ নিয়ে থাকতে চাই। তবে গানেই বেশি মনোযোগ দিতে চাই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৩ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৬ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে