ট্রেলার এসেছিল আগেই। তবে ‘টাইগার থ্রি’র ট্রেলার যতটা আওয়াজ তুলেছিল, তার চেয়ে বেশি শোরগোল ফেলে দিল ‘লেকে প্রভু কা নাম’। সিনেমাটির প্রথম গান প্রকাশ পেল গতকাল দুপুরে। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বইছে। মাত্র ৭ ঘণ্টায় ৮০ লাখের বেশি দর্শক শুনেছেন গানটির হিন্দি ভার্সন। এ ছাড়া তামিল ও তেলুগু ভার্সনও পছন্দ করেছেন সবাই।
লেকে প্রভু কা নাম গানটি নানা কারণে স্পেশাল। ‘ভারত’ সিনেমার প্রায় চার বছর পর এ গানে আবার সালমান-ক্যাটরিনার রোমান্স দেখা গেল। এ ছাড়া অরিজিৎ সিংয়ের সঙ্গে বলিউড ভাইজানের মনোমালিন্যের প্রায় ৯ বছর পর সালমানের লিপে অরিজিতের গান। অমিতাভ ভট্টাচার্যের লেখা এ গানে সুর দিয়েছেন প্রীতম। অরিজিতের সঙ্গে গেয়েছেন নিকিতা গান্ধী। সব মিলিয়ে গানটিতে যে ম্যাজিক তৈরি হলো, তাতেই ঘোরগ্রস্ত দর্শক।
তুরস্কের ক্যাপাডোসিয়ায় এ গানের শুটিং করেছেন সালমান-ক্যাটরিনা। পাহাড়ঘেরা পরিবেশে সেট ফেলে, কয়েক শ সহযোগী শিল্পী নিয়ে নেচেছেন টাইগার ও জোয়া। এটি মূলত পার্টি সং। এ বছরই অরিজিতের গাওয়া আরেকটি পার্টি সং ‘ঝুমে জো পাঠান’ ভাইরাল হয়েছিল। এখন মনে হচ্ছে, সেই গানের ক্রেজকেও ছাপিয়ে যাবে লেকে প্রভু কা নাম।
সালমান খানও মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা নাচের গান। সালমান বলেন, ‘ক্যাটরিনা ও আমার একসঙ্গে কয়েকটি আলোচিত গান আছে। সম্ভবত এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ডান্স ট্র্যাক হতে যাচ্ছে।’ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমায় সালমান-ক্যাটরিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে ইমরান হাশমিকে। দিওয়ালি উপলক্ষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
ট্রেলার এসেছিল আগেই। তবে ‘টাইগার থ্রি’র ট্রেলার যতটা আওয়াজ তুলেছিল, তার চেয়ে বেশি শোরগোল ফেলে দিল ‘লেকে প্রভু কা নাম’। সিনেমাটির প্রথম গান প্রকাশ পেল গতকাল দুপুরে। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বইছে। মাত্র ৭ ঘণ্টায় ৮০ লাখের বেশি দর্শক শুনেছেন গানটির হিন্দি ভার্সন। এ ছাড়া তামিল ও তেলুগু ভার্সনও পছন্দ করেছেন সবাই।
লেকে প্রভু কা নাম গানটি নানা কারণে স্পেশাল। ‘ভারত’ সিনেমার প্রায় চার বছর পর এ গানে আবার সালমান-ক্যাটরিনার রোমান্স দেখা গেল। এ ছাড়া অরিজিৎ সিংয়ের সঙ্গে বলিউড ভাইজানের মনোমালিন্যের প্রায় ৯ বছর পর সালমানের লিপে অরিজিতের গান। অমিতাভ ভট্টাচার্যের লেখা এ গানে সুর দিয়েছেন প্রীতম। অরিজিতের সঙ্গে গেয়েছেন নিকিতা গান্ধী। সব মিলিয়ে গানটিতে যে ম্যাজিক তৈরি হলো, তাতেই ঘোরগ্রস্ত দর্শক।
তুরস্কের ক্যাপাডোসিয়ায় এ গানের শুটিং করেছেন সালমান-ক্যাটরিনা। পাহাড়ঘেরা পরিবেশে সেট ফেলে, কয়েক শ সহযোগী শিল্পী নিয়ে নেচেছেন টাইগার ও জোয়া। এটি মূলত পার্টি সং। এ বছরই অরিজিতের গাওয়া আরেকটি পার্টি সং ‘ঝুমে জো পাঠান’ ভাইরাল হয়েছিল। এখন মনে হচ্ছে, সেই গানের ক্রেজকেও ছাপিয়ে যাবে লেকে প্রভু কা নাম।
সালমান খানও মনে করছেন, এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা নাচের গান। সালমান বলেন, ‘ক্যাটরিনা ও আমার একসঙ্গে কয়েকটি আলোচিত গান আছে। সম্ভবত এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ডান্স ট্র্যাক হতে যাচ্ছে।’ মনীশ শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমায় সালমান-ক্যাটরিনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে ইমরান হাশমিকে। দিওয়ালি উপলক্ষে আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
দম সিনেমার মাধ্যমে অনেক দিন পর নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। এই সিনেমায় আফরান নিশোর সঙ্গে আরও আছেন চঞ্চল চৌধুরী। এটি দিয়ে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও নিশোকে।
১৬ মিনিট আগেগত রোজার ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের দুটি সিনেমা— ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। বরবাদ হিট হলেও প্রচারের অভাবে মুখ থুবড়ে পড়ে অন্তরাত্মা। সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
২৩ মিনিট আগেজয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় উঠে এসেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প।
৩৪ মিনিট আগেনতুন ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন এফ এস নাঈম। ‘খুব কাছেরই কেউ’ নামের এই কনটেন্টকে বলা হচ্ছে ফ্ল্যাশ ফিকশন। এতে নাঈমের সহশিল্পী সুনেরাহ বিনতে কামাল। রোমান্টিক ঘরানার কনটেন্টটি পরিচালনা করেছেন সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তাঁর দ্বিতীয় নির্মাণ।
১৩ ঘণ্টা আগে