ওটিটি
বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর। কয়েকটি কাজের সঙ্গে যুক্ত থাকলেও পাওয়া যাচ্ছিল না তাঁর পরিচালিত কোনো কাজ। অবশেষে প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’।
গত বছর শোনা গিয়েছিল নতুন সিরিজের শুটিং শুরু করেছেন শাওকী। এবার সেই সিরিজ মুক্তি দেওয়ার পালা। শাওকীর ভাষ্যমতে, ‘নির্মাতা হিসেবে গুলমোহর আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।’
নির্মাতা জানান, পরিবারের চেনাজানা এক গল্প নিয়েই তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। তকদীর ও কারাগারের পর তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। বিষয়টি নির্মাতা নিজেও টের পান। তবে দর্শকের প্রত্যাশাকে চাপ হিসেবে নিতে চান না তিনি। শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের প্রত্যাশা যে বেড়ে গেছে, ওই বিষয়টি মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকেরা প্রতিবার নতুন কিছু দেখতে চায়। গুলমোহর সিরিজে তাই নতুন বিষয় নিয়ে ডিল করেছি। এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। কতটা ভালো করতে পারলাম সেই রায় দেবে দর্শক।’
শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ। তবে এতে কারা অভিনয় করছেন তা জানানো হয়নি। যদিও আগেই জানা গিয়েছিল গুলমোহর সিরিজে আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজ দিয়েই বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর। গত জুলাইয়ে তিনি শুটিং করতে এসেছিলেন বাংলাদেশে।
২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর। কয়েকটি কাজের সঙ্গে যুক্ত থাকলেও পাওয়া যাচ্ছিল না তাঁর পরিচালিত কোনো কাজ। অবশেষে প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’।
গত বছর শোনা গিয়েছিল নতুন সিরিজের শুটিং শুরু করেছেন শাওকী। এবার সেই সিরিজ মুক্তি দেওয়ার পালা। শাওকীর ভাষ্যমতে, ‘নির্মাতা হিসেবে গুলমোহর আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।’
নির্মাতা জানান, পরিবারের চেনাজানা এক গল্প নিয়েই তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। তকদীর ও কারাগারের পর তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। বিষয়টি নির্মাতা নিজেও টের পান। তবে দর্শকের প্রত্যাশাকে চাপ হিসেবে নিতে চান না তিনি। শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের প্রত্যাশা যে বেড়ে গেছে, ওই বিষয়টি মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকেরা প্রতিবার নতুন কিছু দেখতে চায়। গুলমোহর সিরিজে তাই নতুন বিষয় নিয়ে ডিল করেছি। এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। কতটা ভালো করতে পারলাম সেই রায় দেবে দর্শক।’
শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ। তবে এতে কারা অভিনয় করছেন তা জানানো হয়নি। যদিও আগেই জানা গিয়েছিল গুলমোহর সিরিজে আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজ দিয়েই বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর। গত জুলাইয়ে তিনি শুটিং করতে এসেছিলেন বাংলাদেশে।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১৯ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১৯ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১৯ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১৯ ঘণ্টা আগে