বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রলড, ব্যক্তিজীবনে সম্পর্কের ভাঙন—সব মিলিয়ে এই কঠিন সময়ে ভেঙে পড়েছেন বলে জানালেন মাহি।
বছর দুয়েক আগে ইনস্টাগ্রামে প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন মাহি। সে সময় তিনি জানিয়েছিলেন, কোভিডের আগে ইনস্টাগ্রামে তাঁদের পরিচয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। গতকাল ইনস্টাগ্রামেই জানালেন সম্পর্ক ভেঙে যাওয়ার খবর।
ইনস্টাগ্রামে মাহি লেখেন, ‘কয়েক দিন ধরে খুব কষ্ট হচ্ছে। ট্রলড হওয়া থেকে শুরু করে, আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা এবং আমার নিজের সম্পর্কে ফাটল—সবকিছু মিলিয়ে খুব ক্লান্ত, এলোমেলো লাগছে নিজেকে।’
মাহি যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি ভুল করেছি, অনেককেই কষ্ট দিয়েছি। অনেকের মন ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি...।’
ভেঙে পড়লেও নিজেকে পরাজিত ভাবছেন না মাহি। তিনি লিখেছেন, ‘এই খারাপ সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে চোখের জলও শেয়ার করা যায়। জীবন সব সময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’
সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন তিনি। প্রথম দিকে পরিচিতি না পেয়ে বিরতি নিয়েছিলেন। ২০২১ সালে কাজে ফেরার পর আলোচনায় চলে আসেন। এরপর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন মাহি।
সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রলড, ব্যক্তিজীবনে সম্পর্কের ভাঙন—সব মিলিয়ে এই কঠিন সময়ে ভেঙে পড়েছেন বলে জানালেন মাহি।
বছর দুয়েক আগে ইনস্টাগ্রামে প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন মাহি। সে সময় তিনি জানিয়েছিলেন, কোভিডের আগে ইনস্টাগ্রামে তাঁদের পরিচয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। গতকাল ইনস্টাগ্রামেই জানালেন সম্পর্ক ভেঙে যাওয়ার খবর।
ইনস্টাগ্রামে মাহি লেখেন, ‘কয়েক দিন ধরে খুব কষ্ট হচ্ছে। ট্রলড হওয়া থেকে শুরু করে, আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা এবং আমার নিজের সম্পর্কে ফাটল—সবকিছু মিলিয়ে খুব ক্লান্ত, এলোমেলো লাগছে নিজেকে।’
মাহি যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি ভুল করেছি, অনেককেই কষ্ট দিয়েছি। অনেকের মন ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি...।’
ভেঙে পড়লেও নিজেকে পরাজিত ভাবছেন না মাহি। তিনি লিখেছেন, ‘এই খারাপ সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে চোখের জলও শেয়ার করা যায়। জীবন সব সময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’
সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সাল থেকে মিডিয়ায় কাজ করছেন তিনি। প্রথম দিকে পরিচিতি না পেয়ে বিরতি নিয়েছিলেন। ২০২১ সালে কাজে ফেরার পর আলোচনায় চলে আসেন। এরপর থেকে নাটকে নিয়মিত অভিনয় করছেন মাহি।
টেলিভিশন ও ওটিটিতে পরিচিতি পাওয়ার পর বড় পর্দায়ও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে অভিষেক হয়েছে টালিউড ইন্ডাস্ট্রিতে। গত কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে যাত্রা শুরু করেছেন ঢালিউডে। এবার এই অভিনেত্রী আসছেন প্রযোজক হয়ে।
১৯ ঘণ্টা আগে৩৬ বছরে পদার্পণ করল নাটকের দল ‘নাট্যকেন্দ্র’। গত শুক্র ও শনিবার রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দুই দিনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে নাট্যদলটি।
১৯ ঘণ্টা আগেদুজনই বিচ্ছেদের যন্ত্রণাদায়ক সময় পেরিয়ে এসেছেন। দুজনই খুঁজছেন জীবনসঙ্গী। সংসারে আবার থিতু হওয়ার তীব্র ইচ্ছা দুজনের মনেই। এ বছরের জুনে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদ হয় মার্কিন গায়িকা কেটি পেরির। অন্যদিকে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের সংসার ভাঙে ২০২৩ সালে।
১৯ ঘণ্টা আগেফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৭০তম আসরটি হয়ে গেল ১১ অক্টোবর রাতে ভারতের আহমেদাবাদের ইকেএ অ্যারেনায়। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান, করণ জোহর ও মনীশ পাল। এবারের আসরে সর্বোচ্চ ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’।
১৯ ঘণ্টা আগে