Ajker Patrika

নুহাশের সিনেমার বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

অবাক হয়েছেন প্রযোজক, জানতে চাইবেন কারণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নুহাশ হুমায়ূন ও আরিফুর রহমান। ছবি: সংগৃহীত
নুহাশ হুমায়ূন ও আরিফুর রহমান। ছবি: সংগৃহীত

‘মুভিং বাংলাদেশ’ নামের সিনেমার জন্য বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফান্ডিং পেয়েছেন নুহাশ হুমায়ূন। সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিল সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়। সম্প্রতি জানা গেছে, সিনেমাটির সঙ্গে আর যুক্ত থাকছে না সরকার। বাতিল করা হয়েছে মুভিং বাংলাদেশ সিনেমার জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন সিনেমার প্রযোজক আরিফুর রহমান, বরাদ্দ বাতিলের কারণ জানতে চাইবেন তিনি।

আজকের পত্রিকাকে আরিফুর রহমান বলেন, ‘মুভিং বাংলাদেশ সিনেমায় রাজনৈতিক কোনো বিষয় নেই। এরপরেও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বুঝতে পারছি না। আমি অবাক হয়েছি। কী কারণে বরাদ্দ বাতিল করা হয়েছে তা আমাদের জানানো হয়নি। শিগগিরই এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। কেন বাতিল করা হয়েছে তা জানতে চাইব।’

মুভিং বাংলাদেশ সিনেমায় মন্ত্রণালয়ের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত বাজে উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করেন আরিফুর। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি সহায়তা ছাড়াই আমরা স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা বছরের পর বছর সিনেমা বানাচ্ছি। সিনেমার প্রতি ভালোবাসা থেকেই নিজেদের কাজ করে যাচ্ছি। বরাদ্দ দেওয়ার পর তা বাতিল করার সিদ্ধান্ত একটা বাজে উদাহরণ হবে। এ সিদ্ধান্ত যদি বহাল থাকে তাহলে নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা তৈরি হবে। এটা একেবারে সামাজিক গল্প, একটি পরিবারের গল্প। এতে দেখা যাবে, কেবল আরাম-আয়েশের কথা চিন্তা না করে বাংলাদেশের তরুণেরা সোসাইটিতে ভূমিকা রাখতে চায়। এ রকম পজিটিভ একটা সিনেমা যদি খারিজ করে দেওয়া হয়, তাহলে এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা অশনিসংকেত।’

সরকারি বরাদ্দ বাতিল হলেও সিনেমাটি নির্মাণে বাধা হবে না, জানালেন আরিফুর। তাঁর ভাষ্য, ‘মুভিং বাংলাদেশ সিনেমাটি আমরা বানাবই। মন্ত্রণালয় থেকে বরাদ্দ বাতিল হয়ে গেলে আমাদের অন্য প্রযোজক খুঁজতে হবে। যখন সিনেমাটি দর্শকের সামনে আসবে, তখন একটা আফসোস থেকে যাবে, কেন এই সিনেমা থেকে সরকারি বরাদ্দ সরে গেল বা সরকার কেন মুভিং বাংলাদেশের সঙ্গে থাকল না।’

মুভিং বাংলাদেশ সিনেমার নির্মাতা নুহাশ হুমায়ূন যুক্তরাজ্যে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন, ২০২৫ সালে সিনেমাটির কাজ শুরু করতে চান নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...