Ajker Patrika

এবারের অস্কার ঘোষণা করবেন যারা

এবারের অস্কার ঘোষণা করবেন যারা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর বসবার বাকি আর মাত্র দশদিন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মনোনয়ন তালিকা। এবার বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করবেন যারা, তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। 

গতকাল বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, এবারের অস্কারের পুরস্কার ঘোষণাকারীদের তালিকা প্রস্তুত করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শায়লা কওয়ান। 

পুরস্কার ঘোষণাকারীদের এ তালিকায় নতুন যুক্ত হয়েছেন হ্যালে বেইলি, শন ‘ড্যাডি’ কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, স্যামুয়েল এল জ্যাকসন, শন মেন্ডেস, টাইলার পেরি ও ট্রেসি এলিস রস। 

 এবারের অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করবেন অ্যামি শুমার, ওয়ানডা সাইকস ও রেজিনা হলএ ছাড়া রুথ ই কার্টার, কেভিন কস্টনার, অ্যান্থনি হপকিন্স, লিলি জেমস, ড্যানিয়েল কালুইয়া, জো ক্রাভিৎস, মিলা কুনিস, লেডি গাগা, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক, লুপিটাহ নিয়ং’গোউ, রোজি পেরেজ, ক্রিস রক, নাওমি স্কট, ওয়েসলি স্নাইপস, ইউমা থারম্যান, জন ট্রাভোল্টা ও ইয়ুহ-জাং ইয়ুনের নাম আগে থেকেই জানা গিয়েছিল। আগামী কয়েক দিনে আরও তারকা এই তালিকায় যুক্ত হতে পারেন এবং তাঁদের মধ্যে একদল পারফরমারও থাকতে পারেন। 

আগামী ২৭ মার্চ স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে বসতে যাচ্ছে অস্কারের ৯৪ তম আসর। এবারের অনুষ্ঠান সঞ্চালনা করবেন অ্যামি শুমার, ওয়ানডা সাইকস ও রেজিনা হল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত