Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

নির্বাচিত ৪ সিনেমা ও ১ নাটক

বিনোদন ডেস্ক
‘মাই অক্সফোর্ড ইয়ার’ সিনেমার দৃশ্য
‘মাই অক্সফোর্ড ইয়ার’ সিনেমার দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

এশা মার্ডার: কর্মফল (বাংলা সিনেমা)

  • অভিনয়: আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর
  • মুক্তি: বিঞ্জ (৩১ জুলাই)
  • গল্পসংক্ষেপ: একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় অর্চনা গোপ, জেসমিন টিউলিপ ও এশা জান্নাত নামের তিন মেয়ে। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পরপর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে মিশনে নামে পুলিশ কর্মকর্তা লিনা। সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা।

ফাইভ গো ওয়াইল্ড (বাংলা নাটক)

  • অভিনয়: পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, শারমিন আঁখি
  • মুক্তি: বঙ্গ (২ আগস্ট)
  • গল্পসংক্ষেপ: পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচোরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা।

সিতারে জমিন পার (হিন্দি সিনেমা)

  • অভিনয়: আমির খান, জেনেলিয়া দেশমুখ, সুরেশ মেনন
  • মুক্তি: টকিজ ইউটিউব চ্যানেলে (১ আগস্ট)
  • গল্পসংক্ষেপ: গুলশান নামের বাস্কেটবল কোচের গল্প নিয়ে সিনেমা।। চলনে-বলনে বেশ রূঢ় গুলশান। সবাইকে অপমান করে আনন্দ পায়। নিজের স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে প্রতিনিয়ত। সিনিয়র কোচদের মারধর করে। একসময় আদালত তাকে শাস্তি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাস্কেটবল কোচের দায়িত্ব দেন। এরপর বদলে যেতে থাকে গুলশানের জীবন।

হাউসফুল ৫ (হিন্দি সিনেমা)

  • অভিনয়: অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন
  • মুক্তি: আমাজন প্রাইম ভিডিও (১ আগস্ট)
  • গল্পসংক্ষেপ: রঞ্জিত ডোবরিয়াল নামের এক ধনী ব্যক্তি তার শততম জন্মদিনে একটি প্রমোদতরিতে আমন্ত্রণ জানায় তার পরিচিতজনদের। সেখানে নিজের উত্তরাধিকারের হাতে তুলে দেবে তাঁর বিপুল সম্পত্তি। কিন্তু ঘটনার আগের দিন খুন হয় রঞ্জিত। এরপর তার সন্তান জলির পরিচয় নিয়ে হাজির হয় তিনজন। সঙ্গে তাদের তিন সুন্দরী বান্ধবী। সম্পত্তি পাওয়ার জন্য শুরু হয় নানা ফন্দিফিকির! কে খুনি আর কে আসল জলি, তা খুঁজতে গিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

মাই অক্সফোর্ড ইয়ার (ইংরেজি সিনেমা)

  • অভিনয়: সোফিয়া কারসন, কোরি মাইলক্রিস্ট, ডগ্রে স্কট, ক্যাথেরিন ম্যাক্‌করম্যাক।
  • মুক্তি: নেটফ্লিক্স (১ আগস্ট)
  • গল্পসংক্ষেপ: জুলিয়া হুইলানের একই নামের উপন্যাস থেকে অনুপ্রাণিত সিনেমা ‘মাই অক্সফোর্ড ইয়ার’-এর কেন্দ্রীয় চরিত্র আনা ডেলাভেগা একজন আমেরিকান উচ্চাকাঙ্ক্ষী স্নাতক ছাত্রী। শিক্ষাগত স্বপ্ন পূরণের আশায় সে পড়তে চলে আসে ইংল্যান্ডের অক্সফোর্ডে। এখানে পরিচয় হয় জেমি ডেভেনপোর্ট নামের একজন ব্রিটিশ যুবকের সঙ্গে। সে তাকে কবিতার জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, প্রকৃতির সঙ্গে খেলা করতে শেখায়। ধীরে ধীরে ডেভেনপোর্টের প্রতি মুগ্ধতা বাড়তে থাকে আনা ডেলাভেগার। জড়িয়ে পড়ে গভীর এক সম্পর্কে। একই সঙ্গে শৈশব থেকে গড়ে তোলা তাঁর স্বপ্নের পৃথিবীটা যেন বিপর্যস্ত হয়ে পড়ে।
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত