Ajker Patrika

অক্টোবরে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮: ২৭
অক্টোবরে আদর-প্রকৃতির ‘যন্ত্রণা’

গত বছর ‘তালাশ’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় আদর আজাদের। তাঁর নায়িকা ছিলেন শবনম বুবলী। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ অভিনেতার ‘লাইভ’, ‘যাও পাখি বলো তারে’ ও ‘লোকাল’। এ তিন সিনেমায় মাহিয়া মাহি ছিলেন তাঁর নায়িকা। এবার আদর জুটি বেঁধেছেন টিভি নাটকের অভিনেত্রী মানসী প্রকৃতির সঙ্গে। ‘জল শ্যাওলা’ ও ‘শেষ কথা’ নামে দুটি সিনেমায় অভিনয় করলেও পরে আর সিনেমায় নিয়মিত হননি প্রকৃতি। যন্ত্রণা সিনেমা দিয়ে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন তিনি।

আদর ও মানসী জুটি হয়ে অভিনয় করেছেন ‘যন্ত্রণা’ সিনেমায়। রোমান্টিক গল্পের সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, পরিচালনায় আরিফুর জামান আরিফ। ইতিমধ্যে শেষ হয়েছে যন্ত্রণার শুটিং। গতকাল নির্মাতা জানিয়েছেন, ২৭ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

যন্ত্রণায় অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা আদর আজাদ বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই তৈরি হয়েছে সিনেমাটি।’

অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, ‘নতুন সিনেমা নিয়ে দর্শকের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু অনেক দিন পর সিনেমায় কাজ করেছি, তাই একটি ভালো গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। যন্ত্রণা তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি সেটা দর্শক বলবেন। মুক্তির সময় যতটা ঘনিয়ে আসছে, নার্ভাসনেস বাড়ছে। আশা করছি, আমাদের প্রথম জুটির কাজ দর্শক ভালোভাবে গ্রহণ করবেন।’

স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত যন্ত্রণা সিনেমায় চারটি গান আছে। লিখেছেন সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্নিয়া। আবহ সংগীত করেছেন ইমন সাহা। সিনেমাটিতে আদর-প্রকৃতি ছাড়াও অভিনয় করেছেন সায়মা স্মৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত